পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোলটেবিলের অর্থ আমেরিকার শিকাগো শহর হইতে “যুনিটি” নামক যে সাপ্তাহিক কাগজখানি বাহির হয়, তাহার নাম ভারতবর্ষের অনেক শিক্ষিত লোক জানেন। এই কাগজটিরই সম্পাদক হোম্স্ ( Holmes ) সাহেব প্রথমে মহাত্ম। গান্ধীকে বৰ্ত্তমানে পুথিবীর শ্রেষ্ঠ মাহুষ বলিয়ছিলেন। ইহাতে লণ্ডলের গোলটেবিল বৈঠক সম্বন্ধে ব্যঙ্গচ্ছলে বলা হইয়াছে, যে, ইহা এই অর্থে গোলটেবিলের বৈঠক, যে, ইহার সভ্যেরা কেবলই চক্রাকারে ঘুরিতেছেন, কোন একটি রাজনৈতিক আদর্শ বা লক্ষ্য-স্থলে উপনীত হইতেছেন না । ভারতবর্ষ হইতে ইহার যত সভা প্রথম দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনাবলীর জঙ্ক লগুন গিয়াছেন, র্তাহাজের সম্বন্ধে এই ব্যঙ্গ সত্য বটে। র্তাহার, স্বেচ্ছায় বা জ্ঞাতসারে না-হুইলেও, কলুর ঘানির বলদের মত ঘুরিয়াছেন ও ঘুরিতেছেন বটে, কিন্তু অভীষ্ট লক্ষ্যের দিকে অগ্রসর হইতে পারেন নাই। কিন্তু ব্রিটিশ সভ্যদের সম্বন্ধে আমেরিকার এই বিদ্রুপটি থাটে না । একটা লক্ষ্য ও আদশ বরাবরই চোখের সামনে রাখিয় তাহার কাজ করিয়া আসিতেছেন। প্রথম প্রথম সেটার উপর একটা আবরণ দিবার চেষ্টা ছিল—যদিও তাহা আমাদের কাছে প্রায় স্বচ্ছই মনে হইত। এখন ভারত-সচিব সে আচ্ছাদনটুকুও রাখেন নাই। এখন বেশ বুঝা যাইতেছে, তখ+ কথিত গোলটেবিল বৈঠক দ্বারা ভারতবর্ষের উপর ইংরেজ, জাতির প্রভুত্ব বাড়াইবার এবং দীর্ঘকাল স্বামী করিবার বম্বোবস্ত হইতেছে। । - -

  • It apparently is a conference where men go round and round, and never get anywhere.”

গোলটেবিল বৈঠক ও স্বরাজ ভারতবর্ষের কোনও রাজনৈতিক দল কখনও ভাবিয়াছিলেন কি না জানি না, যে, গোলটেবিল বৈঠক ভারতবর্ধকে, পূর্ণ স্বরাজ না হউক, আংশিক স্বরাজ দিবে। যদি কোন দল তাহা কখনও ভাবিয়া থাকেন, তাহা হইলে এখন তাহাজেরও ভুল ভাঙা উচিত। আমরা স্বরাজপ্রাপ্তি সম্বন্ধে ভুলভাঙার কথাই বলিতেছি । কোন দল বা কোন কোন দল যদি, স্বরাজ নয়, নিজেদের কোন স্থবিধা হইবে আশা করিয়া থাকেন, তাহা হইলে কাহারও কাহারও সেরূপ আশা পূর্ণ হইতেও পারে। র্ত হাদের সেইরূপ আশা পূর্ণ করিয়া তাহাদের সাহায্যে স্বরাজ ঠেকাইয়৷ রাখিবার চেষ্ট ভারত-সচিব স্তর স্তামুয়েল হোর প্রভৃতি ব্যক্তিরা হয়ত করিবেন বলিয়া অনুমান হয় । পূর্ণ স্বরাজ হুইলে ভারতবর্ষের আভান্তরীণ সব ব্যাপারে এবং ভারতবর্ষের সহিত বিদেশসমূহের বাণিজ্যিক, রাজনৈভিক ও অন্ত সঙ্কল প্রকার সম্বন্ধ বিষয়ে ভারতীয়দের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হুইবার कथा । चाशलिक ऋब्रांछ ट्झे८ण चखड६ कडक छणि আ s্যন্তরীণ বিষয়ে ভারতীয়দের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হুইবার কথা। কিন্তু এবারকার অর্থাৎ তৃতীয় গোলটেবিল বৈঠক উপলক্ষ্যে কর্তৃপক্ষ যাহা বলিয়াছেন, তাহাতে বুঝা যায়, কোন কোন বিষয়েও, কি সমগ্র ভারতে, কি প্রদেশগুলিতে, ভারতীয়দের চূড়ান্ত কর্তৃত্ব হুইবে না । মন্ত্রীদের কোন সিদ্ধাস্ত বা মত গবৰ্ণর বা গবর্ণর-জেনার্যালের মনঃপূত না হইলে তিনি তাহা অগ্রাহ করিতে পরিবেন। ७थमें सभू बछ्नाझे जछिछ:ण जाब्रि कडिाङ गांtब्रन । ভবিষ্যতে প্রাদেশিক লাটেরাও তাছা করিতে পরিবেন। এখন বড়লাটের শুধু । ছয়মাসস্থায়ী) অর্ডিন্যান্স জারি कब्रिदांब्र क्रभड चांद्रह । उदिव.८ङ दफ़ ७द९ cशü