পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতৃ-ঋণ ক্রীসীতা দেবী るb প্রভাগের দিন কাটিতে লাগিল যেন ঘূীঝড়ের মধা দিয়া। চু-মিনিট নিশ্চিন্ত মনে বসিয়া যামিনীর কথা ভাবিবার অবকাশ পৰ্য্যন্ত সে নিজেকে দিত না। স্কুলের কাজ ও মিহিরকে পড়ানোর কাজ বাদে যেটুকু সময় হাতে পাইভ, তাহাও কলিকাতা শহরময় টে-টো করিয়া ঘুরিয়া कॉछैोंझेब्रा शिष्ठ । কোথায় স্কলারশিপের জোগাড় হয়, কাহার সঙ্গে দেখা করিলে পাথেয় সম্বন্ধে কিছু সাহায্য পাওয়া যায়, সৰ্ব্বাপেক্ষা সস্তায় থাকিয়া পড়ার স্থবিধা কোনখানে, তাহার খবরই-বা কে জানে, এই সকলের সন্ধানেই ডাহার দনরাত কাটিয়া যাইত। একবার আমেরিকায় গিয়া পড়িলে, সে যে কৃতবিদ্য হইয়া ফিরিয়া আলিতে পারিবে, এ বিষয়ে তুঙ্কের বিন্দুমাত্ৰ সন্দেহ ছিল না। যত জায়গায় গয়া দেখা করিত, সৰ্ব্বত্রই যে উৎসাহ পাইত তাহা নয়, এমন কি অপমানজনক ব্যবহারও কোথাও কোথাe পাইত, কিন্তু এ সকল গায়ে মাখিবার মত মনের অবস্থা তাহার ছিল না। যেমন করিয়া হোক, সে এখন ভাগিয়া পড়িতে চায়। বাড়িতে মায়ের কাছে এবং ভাইয়ের কাছে সে চিঠি লিখিয়াছিল। যামিনীর কথা অবশু কিছু উল্লেখ করে नाहे । बदशांब्र फ़ेब्रङि कब्रिट्रङ विटनानं शाँझेघ्नां दिमालिक रूप्डि क्लाङ्ग, हेशहे जिथिब्राष्णि। डाइँ जानत्मिहे जडि জ্ঞাপন করিয়াছিল, দু-এক বৎসর সে যেমন করিয়া হোক, কষ্টেস্থষ্টে চালাইয়া লইবে । মা অবশ্য অনেক কান্নাকাটি করিয়া চিঠি লিখিয়াছিলেন, কিন্তু যাইতে নিষেধ তিনিও করেন নাই । মিহিরকে পড়াইতে যাইবার সময় আজকাল সে দশ*नब्र विनिt चांदणहे जर्विना शिञ्च शखिद्र झईठ ।। ७हे সময়টুকুমাত্র সে বিশ্রামের জন্য রাখিয়াছিল। যেদিন যামিনীর দেখা পাইত সেদিন ত মুহূর্ভেই সকল ক্লাস্তি অবসাদ তাহার কোথায় যে ভাসিয়া যাইভ তাহার ঠিকানা থাকিত না, যেদিন তাহার দেখা না পাইত সেদিনও তাহার ধ্যানের পুলকে নিজের প্রান্ত চিত্তকে সরল ও সঞ্জীবিত করিয়া তুলিত । যামিনী রোজুই নীচে আসিয়া দেখা করিতে ভরল পাইত না । বাড়িতে লোক যদিও বিশেষ কেহই নাই, তৰু মিহির আছে, চাকর-বাকররা আছে। তাহাদের দৃষ্টি যে কাহারও চেয়ে কম প্রখর নয়, তাহা ঘামিনীর জানা ছিল। মাষ্টারবাবুর সঙ্গে দিদিমণির অতিরিক্ত ভাবের কথা লইয়া রান্নাঘরে হয়ত ইহারই ভিতর আলোচনা ক্ষক হইয়াছে। তবু ভাগ্য ভাল যে আয়াটি এখানে নাই। সে ७ दाक्लिद्र शबब्र गरेबाहे उबू गडडे हिण न, गांब्रा भांफ़ाब्र . কোথায় কে কি করিতেছে, তাহার সংবাদ লইয়া বেড়ইত এবং জ্ঞানদার নিকট সরবরাহু করিত। যামিনীর মন অতিশয় কোমল বলিয়া অতি সহজেই সে আঘাত পাইত, কেহ তাহার নামে নিন্দাস্থচক কিছু বলিয়াছে শুনিলেই তাহার চোখে জল আসিয়া পড়িত, ঠোট কঁাপিতে থাকিত । কিন্তু এহেন মেয়েও এখন কিছু পরিমাণে শক্ত হইয়াছিল। সে জানিত এই ভালবালার খাতিরে তাহাকে অনেক সহ করিতে হইবে, তাহার জন্ত নিজেকে প্রস্তুত করিবার চেষ্টা সে ভিতরে ভিতরে করিতেছিল। কিন্তু সংসার যে কি জিনিষ তাহার সে জ্ঞান অতি অল্পই ছিল । ইহার ভিতর সংগ্রাম-সংঘাত যে কি ভীষণ, কি নিষ্ঠুর তাহা সে কল্পনাও করিতে পারিত না, স্বতরাং তাহার দিন স্বপ্নলোকেই কাটিতেছিল। প্রেম কি তাহা সে সবে অনুভব করিতে আরম্ভ করিয়াছিল, আর কোন অনুভূতির স্থান তাহার অন্তরে ছিল না। বেলা পড়িয়া আসিতেছে। সাড়ে তিনটায় মিহির বাড়ি ফিরিবে। চা খাইয়া কোনোদিন বা সে বাহিরে দৌড়