পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

QQや ફેંકવાનો ઈં S99āు দরকার। বোধন সমিতি ভগবানের কৃপায়, ও ঝাড়গ্রামে গৃহাদি নির্বাণ, কূপখনন, বাগান করার DDBBDS DDBB BBBBB BBB BBBBB DD DDD DDS BB DDD DBBBBB D DBBB কলিকাতার মাপের প্রায় আড়াই শত বিঘা জমি দানস্থত্রে পাইয়াছেন এবং সেইখানেই “বোধনা" স্থাপনের ব্যবস্থা হইতেছে এবং গৃহনিৰ্মাণাদি কাৰ্য্যও শীঘ্র আরম্ভ হইবে। ঝাড়গ্রাম জায়গাটি খুব স্বাস্থ্যকর, কলিকাতা হইতে ১৬ মাইল দূরে, বেঙ্গল-নাগপুর মেন লাইনে খড়গপুর ও গিড়নি, ঘাটশিলা ইত্যাদি ষ্টেশনের মধ্যবর্তী একটি ষ্টেশন। এই প্রতিষ্ঠানের কার্য্যভার গ্রহণ করিবার জন্ত স্বযোগ্য ও এই বিষয়ে স্বশিক্ষিতা মহিলাবৃন্ধও বোধন সমিতি পাইয়াছেন। ইহাদের মধ্যে একজন মহিলা বিলাতে মোণ্টেসরি শিক্ষাপ্রণালীতে শিক্ষালাভ করিয়া বিলাভের এইরূপ বড় বড় আশ্রম সকল পরিদর্শনপূর্বক অভিজ্ঞতা লাভ করিয়া আসিতেছেন এবং ঝাড়গ্রামের গৃহনিৰ্ম্মাণাদি কাৰ্য্য সমাপ্ত হইলেই তিনি ফিরিয়া আসিয়া কাৰ্য্যভার গ্রহণ করিবেন। বোধন সমিতির সম্পাদকের সহিত এইরূপ জড়বুদ্ধি ছেলেমেয়েদের প্রায় ৫০ জন পিতামাতা পত্র আদানপ্রদান করিয়াছেন এবং যত শীঘ্র “বোধন” কাৰ্য্য আরম্ভ হয় তাহার জন্য তাগাদা করিতেছেন। দ্রব্যাদি ক্রয়, গৃহের আসবাব খরিদ, বাসন-কোশন খরিদ ইত্যাদি সৰ্ব্ব বাবদ প্রায় দশ বারে হাজার টাকার প্রয়োজন। সাধারণের সহানুভূতির উপরই এই প্রতিষ্ঠান নির্ভর করিতেছে। এইরূপ ছেলে-মেয়েদের পিতামাতারও কৰ্ত্তব্য র্তাহীদের যথাসাধ্য অর্থ দিয়া সাহায্য করা। এইরূপ ছেলেমেয়েদের মঙ্গলের জন্ত সমাজের কল্যাণার্থ মানবের হিতসাধনের জন্ত “বোধনা” সমিতি আজি সৰ্ব্বসাধারণের নিকট ভিক্ষার ঝুলি লইয়া দণ্ডায়মান। এরূপ মহৎ উদ্বেপ্তে যে-কেহ যে-পরিমাণ অর্থ দান করিবেন, বল বাহুল্য সেই পরিমাণ অর্থই কৃতজ্ঞতার সহিত গৃহীত হইবে। বোধন সমিতি আরও ভিক্ষা করিতেছেন সৰ্ব্বসাধারণের সহানুভূতি । চিঠিপত্রাদি সব ৬৫ বিজয় মুখুজ্যে লেন, ভবানীপুর, কলিকাতা, এই ঠিকানায় ক্রযুক্ত গিরিজাভূষণ মুখোপাধ্যায়, এম-এ, বি-এল, “বোধনা"র সম্পাদকের নামে এবং অর্থাদি সব ২১ টাউনশেও রোড, ভবানীপুর, ঠিকানায় ঐযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায়, বোধনার সভাপতি ও কোষাধ্যক্ষের নিকট পাঠাইতে হইবে।