পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qのし* বার্লিনের যাদুঘরের নিৰ্ম্মাণ-কৌশল বার্লিনের পের্গামন যাদুঘরের নির্শ্বীপকৌশল অতি চমৎকার। প্রাচীন স্থাপত্যের মুন্দর কুন্দর নিদর্শন যাহা এখনও জগতের নানা স্থানে বর্তমাণ অাছে তাছার হলছ অমুকরণে বার্লিনের বাদুঘরের গৃহের অংশবিশেষ নিৰ্ম্মাণ করা হইয়াছে । যাদুঘরের আলোর বন্দোবস্ত সুন্দর, দেয়ালগুলি নগ্ন এবং মেঝে রঙীন মার্বেল পাথরের ; দ্রষ্টবা জিনিষগুলির নামঃ সহজ সরল করিয়া লেখা। দর্শক এথানে অসিয়া অষ্ঠি Sలో)కలిఁ সহজেই অতীত যুগের কীৰ্ত্তির সঙ্গে পরিচিত হইতে পারেন। এশি মাইনরের অন্তর্গত পের্গামনের উচ্চ ভূমিতে একটি বৃহৎ মার্বেল পাই বেদী আছে। এই বেদ মুসজ্জিত এবং জিউস্-এর নামে উৎসর্গীকৃ বেদীটি দেব-দানবের যুদ্ধের স্মৃতিরক্ষার জন্ত ১৮• খৃঃ পূৰ্ব্বাঙ্গে র দ্বিতীয় ইষ্টমিনিস কর্তৃক নিৰ্ম্মিত । এই বেদীটির অনুকরণে বালি যাদুঘরের বেদীটি৪ এরূপ স্বনিপুণ ভাবে নিৰ্ম্মিত যে, দেখিলে অ’ কি নকল বুঝা যায় না। ইহার পার্শ্ববৰ্ত্তী বোম্যান হলে বালবাকের ছুইটি বিশিষ্ট স্ত: গ্ৰীক ভাস্কর্য্যের শেষ নিদর্শন—এশিয়া-মাইনরের অন্তর্গত পের্গামন শঙ্গরের বেদীর অনুকরণে বার্লিনের যাদুঘরে নিৰ্ম্মিত বেদী বেবিলনের ইশটার গেটের অনুকরণে নিৰ্ম্মিত যাদুঘরের ফটক অনুকরণে দুইটি স্তম্ভ নিৰ্ম্মিত এবং মিলেটাসের রোম্যান গৃহের চিত্রে অনুকরণে চিত্র অঙ্কিত করা হইয়াছে। পের্গামন যাদুঘরের সংশ্লিী ‘নিয়ার ঈষ্ট মিউজিয়াম' বেবিলনের ইশটার গেটের অনুকরণে প্রবে দ্বার প্রস্থত-করা হইয়াছে । বার্লিন পের্গামন যাদুঘরে এশিয়া-মাইনরের প্রসিদ্ধ বাঙ্গৰাকের স্তম্ভের অনুকরণে দুইটি স্তম্ভ