পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাতিক খামে লাগাইবার জন্তু একটা টিকিট সে পকেটে করিয়া আনিয়াছিল। তাহার নিয়ম ছিল যথাসৰ্ব্বন্ধ পাঞ্জাবীর পকেটে জমা করিয়া রাখা। যখন একটা জামা ছাড়িয়া আর একটা জামা পরিত, তখন এক পকেটের সঞ্চিত সম্পত্তি, নির্বিচারে অন্য জামার পকেটে চালান করিয়া ङि। श्ङब्र९ ििक वांश्ब्रि कबिएड ग्नि छिछ। রুমালে জড়ানো ফুলের কুঁড়ি দুটই সৰ্ব্বাগ্রে তাহার হাতে ঠেকিল । প্রতাপের সৌভাগ্যক্রমে ঠিক এই সময়েই হেড মাষ্টারের কাছে কৃষ্ণধনের ডাক পড়িল। প্রতাপ রুমাল খুলিয়া দেখিল ফুলের কুঁড়ি দুটি তেমনই তাজা আছে। ইচ্ছা করিতে লাগিল, দুইটিই থামের ভিতর পুরিয়৷ যামিনীর কাছে পাঠাইয়া দেয়। কিন্তু দুইটির স্থান খামের মধ্যে ছিল না। বাছিয়া যেটিকে রূপে ও সৌরভে শ্ৰেষ্ঠ বোধ হইল, সেইটিকে প্রতাপ খামের চিঠির ভিতর ঢুকাইয়া দিয়া খাম বন্ধ করিয়া ফেলিল। চিঠিখান অপেক্ষাকৃত খালি পকেটে ঢুকাইয়া সে আবার ক্লাস পড়াইতে চলিল । স্থলের ছুটি হইলে পর, বাড়ি যাইবার পথেই সে চিঠি পোষ্ট করিয়া দিল । ষামিনী কালই পাইবে। বাড়ি পৌঁছিয়া দেখিল, রান্নাঘরে মহাধুম। বৌদিদির ত নিঃশ্বাস ফেলিবার অবসর নাই। পাশের বাড়ির কিশোরী একটি মেয়ে আসিয়া তাহাকে সাহায্য করিতে বসিয়া भिग्राप्छ । थछिनि cरोििहे क्लो छण श्रादाग्न शहेब्र। আসেন, আজ পিসীম। আসিয়া হাজির ৷ খাবার আঞ্জ বাড়িতে কিছু প্রস্তুত হয় নাই, পিসীমা কাসার রেকার্বতে দুইটি রণগো ও একটি সম্বেশ অগ্রসর করিয়া দিয়া বলিলেন, “আজ এই খেতে হবে বাছ, বৌমার আজ আর নিশ্বেল ফেলবার সময় নেই, চী-মৃদ্ধ করতে পারেনি।" প্রতাপ মিষ্টি এবং এক গেলাস জল খাইয়া বলিল, मांडू-क्ष* 8ማ “ভাতে কি, আমার রাজুর মত শত চায়ের নেশা নেই।” মুখ হাত ধুইয়া কাপড় চুল সব একটু ফিটফট করিয়া সে ছাত্রকে পড়াইতে চলিয়া গেল । বাড়ির নিকটে পৌঁছিয়াই একবার উপরের জানলার দিকে তাকাইয়া দেখিল । আজ সেখানে ঘামিনী নাই। প্রভাপ অত্যন্ত ক্ষুণ্ণ হইল, একটু বিম্বিতও হইল। এখানে কোনদিনই সে যামিনীকে অনুপস্থিত দেখে নাই। অস্থখবিমুখ কিছু করিল নাকি? প্রতাপ কি আজ বেশী আগে আসিয়া পড়িয়াছে ? তাহ ত মনে হয় না। তাহার নিজের কাছে ঘড়ি যদিও নাই, তবু আন্দাজ ত আছে ? স্কুলের নিশ্চয়ই অন্ত দিনের চেয়ে আজ আগে ছুটি হয় নাই, এবং স্কুলের পর প্রভাপ কোথাও বিন্দুমাত্র দেরি করে নাই। ধাক কিছুই হয়ত হয় নাই, প্রভাপ অকারণে ভাবিয়া মরিতেছে । আপিস-ঘরে গিয়া ঘড়িতে দেখিল, কিছু আগে আগে नांझे, ८६भन गय६ ८ब्राछ चाप्न, cउभनझे चागिञ्चाc६ ।। বাহির হইয়া আসিয়া একবার সিড়ির দিকে তাকাইল, যামিনীর কোনো চিহ্ন নাই। উপরে যেন মিহিরের সাড় পাণ্ডয়া গেল । . কি করিবে স্থির করিতে না পারিয়া প্রভাপ ছোট কে ডাক দিল। সে বাহির হইয়া আসিতেই জিজ্ঞাসা করিল, "দাদাবাবু আসেন নি ?” ছোট কিছু উত্তর দিবার আগেই মিহির লাফাতে লাফাইতে নামিয়া আসিল, বলিল, “আমার চা খাওয়াটা এখনও হয়নি। পাচ মিনিটে হয়ে যাবে।” প্রতাপ বলিল, "আচ্ছ, আমি বস্ছি।" আজ তাহাকে একলাই বলিয়া থাকিতে হইল। থানিক পরে মিহির আসিয়া পড়িতে বসিল ।