পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাম৷ অতি কষ্টে সংগ্রহ করেছিলাম, তারও সবগুলি ভাল হয় নি। ষে-কয়টি এই সংখ্যায় দেওয়া গেল, রসজ্ঞ পাঠক তা থেকে কিছু পরিচয় পাবেন।

  1. 警 寧

ইস্ফাহানের গালিচ, জরী, কিংখাব, সোনা-রূপার কাজ, মিনাকারি, রেশম, মখমল, ইস্পাতের কাজ ইত্যাদি এক সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পের মধ্যে স্বান পেয়েছিল। গালিচার স্থান এখনও যায়নি, অন্ত শিল্পগুলির দশা আমাদের দেশীয় শিল্পেরই মত । সম্প্রতি ইস্ফাহানে ব্রাসিয়ে নামে এক ফরাসী এক বিরাট কারখানায় ঐ সকল প্রাচীন জিনিষের নকল করাচ্ছেন, তার মধ্যে কতক উৎকৃষ্ট, কতক মামুলী এবং বাকী জঘন্য । যাই হোক, তবুও এর চেষ্টায় প্রায় দু-শ কারিগরের অন্নসংস্থান হচ্ছে । এজাতোলা খা জাবী নামে এক ভদ্রলোক সম্প্রতি প্রাচীন রঞ্জন ও বয়নপ্রথায় প্রাচীন নক্সার অন্থকরণে গালিচা তৈরির এক কারখান খুলেছেন। এর মধ্যে ইরাণের পূৰ্ব্বেকার শিল্পের প্রেরণা যথেষ্টই আছে এবং ইনি স্বশিক্ষিত যুবক । এর কারখানা দেখে মনে হয় যে, যদি আমাদের দেশে ঐ রকম চেষ্ট হয় তবে এদেশের শিল্পেরও জাগরণ হ’তে পারে । মিরজা আক ইমামী নামে এক প্রসিদ্ধ চিত্রকর আবার প্রাচীন পন্থায় চিত্রশিল্পের পুনর্গঠন আরম্ভ وی هم--۹8 &ల్ల్లో «να করেছেন। এর ছবি এখন খুব প্রতিষ্ঠা ও সমাদর পেয়েছে। দুটি-একটি ক’রে অন্য শিল্পের ৪ পুনঃপ্রতিষ্ঠা আরম্ভ হয়েচে । ইস্ফাহানে যে-কয়দিন ছিলাম প্রায় প্রতিদিনই গানবাজনা শোনা যেত। আকবর খা নামে প্রসিদ্ধ "তার”-বাদক কয়দিন কবির সামনে বাজাতে আসেন । সঙ্গে রহিম খা নামে "ডুম্বক” (খুব বড় ডমরুর অৰ্দ্ধেকের মত দেখতে )-বাদক সঙ্গত দিত। তারযন্ত্রে বোধ হয় পারসীক সঙ্গীতের ও স্বরের শ্রষ্ঠ প্রকাশ হয় । cजांक;ि उद्मग्र श्रघ्र बांखाएउन ७वर श्राभब्रांe भू* श्cग्र শুনতাম । 臺 o 臺 齋 একদিন ইস্ফাহানের উপকণ্ঠে আৰ্ম্মানীদের জুলফ গ্রামে যাওয়া হ’ল। আৰ্ম্মানীরা কবিকে বিরাট সম্বৰ্দ্ধন দেয়। প্রায় এক হাজার গায়কের ঐকতান গান, বিলাতি ব্যাও আবৃত্তি, ইংরেজীতে অভিনন্দন-পাঠ ইত্যাদি হ’ল, কবির কবিতা আশ্বানী ভাষায় অম্বুবাদ ক’রে তার আবৃত্তি হ’ল। আৰ্ম্মানীদের গীর্জাটি সপ্তদশ শতাব্দীর, তার ভিতরের সমস্তটা ইটালীয় পন্থায় চিন্ত্ৰিত । গীর্জার পাশে একটি ছোটখাট যাদুঘর রয়েচে, তাতে আমাদের দেশের কিছু জিনিষও আছে যা জুলফার আৰ্ম্মানীরা এদেশে এসে অর্থোপার্জন ক’রে তাদের দেশে নিজেদের স্মৃতিরক্ষার জন্য পাঠিয়েছিল।