পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆe «ΕΦΡΙ " και " " Γν"! Π ΓΥΕΣ"! S99āు চিতোরের রাণী, ঝালি তার নাম । গান পৌঁছল কানে, র্তার মন করে দিল উদাস। ঘরের কাজে মাঝে মাঝে ছ-চোখ দিয়ে জল পড়ে ঝরে। মান গেল তার কোথায় ভেসে । রবিদাস চামারের কাছে হরি-প্রেমের দীক্ষা নিলেন রাজরাণী স্মৃতি-শিরোমণি রাজকুলের বৃদ্ধ পুরোহিত, বললে ধিক্‌, মহারাণী ধিক্ । জাতিতে অস্ত্যজ রবিদাস, ফেরে পথে পথে বাট দেয় খুলে, তাকে তুমি প্রণাম করলে গুরু বলে ব্রাহ্মণের হেঁট হোলো মাথা এ রাজ্যে তোমার । রাণী বললেন, ঠাকুর শোনো তবে, আচারের হাজার গ্রন্থি দিনরাত্রি বঁাধো কেবল শক্ত করে— প্রেমের সোনা কখন পড়ল খসে জানতে পারো নি তা । আমার ধুলোমাখা গুরু ধূলোর থেকে কুড়িয়ে পেয়েছে। অর্থহারা বাধনগুলোর গৰ্ব্বে, ঠাকুর থাকে৷ তুমি কঠিন হয়ে। আমি সোনার কাঙালিনী ধলোর সে দান নিলেম মাথায় করে।