পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পেয়ালা । ঐবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সামান্ত জিনিষ। আন তিনেক দামের কলাই-করা চায়ের ডিস্-পেয়ালা । যেদিন প্রথম আমাদের বাড়িতে ওটা চুক্ল, সেদিনের কথা আমার বেশ মনে আছে। শীতকাল, সকাল সকাল খাওয়া-দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করচি, এমন সময় কাকার গলার স্বর শুনে দালানের দিকে গেলাম। কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুলবেড়ের মেলায়। নিশ্চয়ই ভাল বিক্রী-দিক্রী হয়েচে । উঠোনে ছুখান৷ গরুর গাড়ী। কুষাণ হরু মাইতি একটা লেপতোষকের বাণ্ডিল নামাচ্চে । একটা নতুন ধামায় একরাশ সংসারের জিনিষ,—বেলুন, বেড়ী, খুন্তী, বাবরি, হাতা। খান কতক নতুন মাদুর, গোট झ३ रँगाण कt*द्र नडून घण८छोकौ ।। ७क cदाव পালংশাকের গোড়া, ছ ভাড় খেজুরে গুড়, আরও সব কি কি । কাক আমায় দেখে বললেন-নিবু, একটা লণ্ঠন নিয়ে আয়—এটায় তেল নেই। আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম। পিসিমা হা-ই ক'রে উঠলেন, কিন্তু তখন কে কথা শোনে ? কাকাকে জিগ্যেস করলাম—এলায় এবার লোকজন কেমন হ’ল কাক ? কাকা বললেন—লোকজন প্রথমটা মন্দ হয় নি, কিন্তু হঠাৎ কলের স্বরু হয়ে গেল, ওই তো হ’ল মুস্কিল! সব পালাতে লাগল, বাওড়ের জলে রোজ পাচট-ছ’ট মড়া ফেলছিল, পুলিস এসে বদ্ধ করে দিলে, খাবারের ষত দোকান ছিল সব উঠিয়ে দিলে, কিছুতেই কিছু হয় না, ক্রমেই বেড়ে চলল। শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম। বিক্রী-সিক্ৰী কাচকল, এখন খোরাকী, গাড়ীভাড়া উঠলে বেঁচে যাই। খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন, বাড়ির সবাই সেখানে বসে। কি রকম ক'রে প্রথমে কলের আরম্ভ হল, কত লোক মারা গেল, এই সব কথা । —আহা সামটা মানপুর থেকে কে একজন স্বছ চক্কোতি, না, কি নাম—একখান ছইএ গাড়ী পুরে বাড়ির লোক নিয়ে এসেচে মেলা দেখতে । ছেলেমেয়ে, বেী-বি, সে একেবারে গাড়ী বোঝাই। বাওড়ের ধারের তালতলায় গাড়ী রেখে সেখানেই সব রেখে খায়-দায়, থাকে। দু-দিন পরে রাত পোয়ালে বাড়ি ফিরবে, রাত্রিরেই ধরল তাদের একটা ন বছরের মেয়েকে কলেরায়। কোথায় ডাক্তার, কোথায় ওষুধ, সকাল দশটায় সেটা গেল তো ধরল তার মাকে । রাত আটটায় মা গেল তো ধরল বড় ছেলের বৌকে। তখন এদিকেও রোগ জেকে উঠেচে, কে কাকে দ্যাখে—তারপর সে যা কাণ্ড । এক-একটা ক’রে মরে, আর পাশেই বাওড়ের জলে ফেলে—আদ্ধেক গাড়ী খালি হয়ে গেল। ব্রাহ্মণের যা সৰ্ব্বনাশ ঘটল আমাদের চোখের সামূনে, উ । কাক ভূষি মালের ব্যবসা করেন। প্রায় চল্লিশ মণ সোনামুগ মেলায় বিক্রীর জন্ত নিয়ে গিয়েছিলেন, মণ বারো, না তেরো কাটাতে পেরেছিলেন, বাকী গরুর গাড়ীতে ফিরে আসূচে, কাল সকাল নাগাং পৌঁছুবে । গাড়ীতে আছে আমাদের আড়তের সরকার হরিবিলাস NIMI ] খেয়ে কাক উঠে যাবার একটু পরেই কাকার ছোট মেয়ে মন্ত্র একটা কলাই-করা পেয়ালা রান্নাঘরে নিয়ে এসে বলে এই দ্যাখে। জ্যাঠাই-মা, বাবা এনেচেন, কাল আমি এতে চা খাব কিন্তু। হাতে তুলে সকলকে দেখিয়ে दरब्र-८द*, ८कमन, ना ? cयणांइ डिन चांनी अरब কেনা-= এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা ।