পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থলন্তন স্বাগত। $$39 ক’রে বিক্ৰীওয়ালী লেজে এসেছিল, তারপর আমাকে চুপি চুপি নিয়ে গিয়েছিল। তখন আমি লোক চিনতে পারতাম না । কাৰ্ত্তিক কিছুই বুঝিতে পারিল না। হরিনাথ বলিল,— কাব্লিকবাবু আমাদের বড় উপকার করেচেন। আপনার ফোটোগ্রাফ উনি চিনেছিলেন, ওঁর কাছেই আমরা সব জানতে পারি। স্বাগত বলিল,—কাত্তিকের উপকার আমি ভুলব না। ই৷ কাত্তিক, এখন বিষয় কি শৈল-দিদির হাতে ? -अॉछ] डै । —স্ববালার বিয়ে হয়েচে ? --७थंनe इञ्चनि, कथ| झटक । —কোথায় ? কাত্তিক মাথা হেঁট করিয়া লজ্জিত ভাবে কহিল,—এই আমার সঙ্গে বিয়ে হবার কথা হচ্চে । শৈলবালা ষে জিলোচনকে সাফ জবাব দিয়াছিলেন কাভিক তাহ জানিজ না। স্বাগত স্মিত মুখে কহিল,—তাহলে ঘরে ঘরে বিয়ে, বর আর খুঁজতে হবে না। কাৰ্ত্তিক বিদায় হইবার জন্ত উসখুল করিতে লাগিল, বলিল,—বাড়ি গিয়ে আমি কি বলব ? —যেমন দেখচ সেই রকম বলবে। আমি আর একটু সেরে উঠলেই যাব। বাহিরে আসিয়া হরিনাথ কাৰ্ত্তিককে বলিল,—কেমন, কাৰ্ত্তিকবাবু, আর কিছু টাকার দরকার ? কীৰ্ত্তিক পিছাইল, তাড়াতাড়ি বলিল,—না, না, আমি টাকা নেব না। আমি কালই দেশে ফিরে যাব। সেখানে সবাই শুনে অবাক হয়ে যাবে। —শুধু হাতে যেতে নেই, বলিয়া হরিনাথ স্বাগতার একখানি ফোটোগ্রাফ বাহির করিয়া কাৰ্ত্তিকের হাতেলি। 穩 উনপঞ্চাশৎ পরিচ্ছেদ ঘটকালি সিদ্ধ, নিৰ্ম্মল, প্রশান্তু তড়াগতুল্য স্বাগতার স্থতি। *९८७ ७छैश् ठक्कब्रांछिब्र इॉब्रा अवtन क्रूज उब्रक्रभांजाब হিরোলিত হইতেছে। দিনমানে সুৰ্য্যবিম্ব, রাত্রে চন্দ্র তারকা প্রতিবিম্বিত হইতেছে। স্থতির সকল প্রকোষ্ঠই এখন অর্গলমুক্ত, সকল কক্ষই আলোকিত। স্বাগতার রূপরাশিতে পূৰ্ব্বে যে অভাব ছিল এখন তাহ পূর্ণ হইয়াছে। স্মৃতিমন্দিরে চৈতন্যপ্রতিমা অধিষ্ঠিত হইয়াছে, তাহাতে প্রাণপ্রতিষ্ঠা হইয়াছে। অতীতের বদ্ধ রুদ্ধ প্রাচীর অন্তহিত হইয়া নয়নাভিরাম হরিৎ শস্তক্ষেৰ দেখা लिप्नाएझ । প্রভাবতী ইতিপূৰ্ব্বে যে-স্বাগতাকে দেখিয়াছিল এখন আর সে-স্বাগত নাই। যে-সময় স্থতির দোষ ঘটিয়াছিল তখন স্বাগত ভীরু সঙ্কুচিত, মনের বল ছিল না, আত্মনির্ভর ছিল না, কলের স্থায় চলিত ফিরিত, ধে যাহ! বলিত বিনা আপত্তিতে তাহাই করিত। এখন স্বাগত নিজেকে ফিরিয়া পাইয়াছিল, নিজের উপর নির্ভর হইয়াছিল, বুদ্ধিমতী রমণীর স্থায় নিজের কৰ্ত্তব্য স্থির করিত। স্বাগতার বর্ণপুরে ফিরিয়া যাইবার কথা হইতেছিল। এখন পৰ্য্যস্ত দিণস্থির হয় নাই, কিন্তু শীঘ্রই যাইবার कथा । इन्जिनोष ७ भन्न िथच्न गएण यादेएउ ौङ्कङ হইয়াছিল। ত্রিলোচনের বিরুদ্ধাচারের আর কোন আশঙ্কা ছিল না। ত্ৰিলোচন আত্মরক্ষার জন্ত কি উপায় অবলম্বন করিবেন তাহ কেহ জানিত না, কিন্তু তিনি যে সাহস করিয়া স্বাগতার বিপক্ষে দাড়াইবেন তাহার কোন সম্ভাবনা ছিল না। আর যাহা কিছু আবগুক হরিনাথ তাহা করিয়া রাখিয়াছিল। উকীলের পরামর্শ গ্রহণ করা, প্রয়োজন হইলে মোকদ্দমা করা, এ সকল উদ্যোগ হইয়া গিয়াছিল। স্বাগত সম্পূর্ণরূপে স্বস্থ সবল হইয়া সুবর্ণপুরে ফিরিবে ইহাই স্থির হইয়াছিল। সন্ধ্যার সময় বারান্দায় বসিয়া প্রভাবতী ও স্বাগত। কথা কহিতেছিল। তৃতীয় ব্যক্তি ছিল না। স্বাগতা বলিল,—তোমরা আমাকে স্বাগত বল কেন ? এ নাম কোথা থেকে পেলে ? প্রভাবতী হাসিয়া বলিল,—তোমার কি কিছু মনে ছিল, সব ভুলে গিয়েছিলে। তুমি কে, তোমার কি নাম