পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শত বৎসর পূৰ্ব্বেকার বাঙ্গালী জীবনের ছবি (ኮ© ১২ । ইংরেজ সিভিলিয়ান সঙ্গর্শনে আগত বাঙ্গালী মুৎসুন্ধী তিহাস আলোচনা' শীৰ্ষক প্রবন্ধের সঙ্গে মুদ্রিত Mrs. Fanny Parkes পার্কসূ-গৃহিণী নামক ইংরেজ মহিলা ফৰ্বক ১৮২৫ সালে অঙ্কিত বাঙ্গালী পুরুষ ও মেয়ে এবং বাঙ্গালী পাইকের যে তিনখানি ছবি মুদ্রিত ইয়াছিল, সেই ছবি তিনখানি এই প্রসঙ্গে দেখা যাইতে ìfó I বেলনসূ-গৃহিণীর পুস্তকখানি এখন বিরল ও দুষ্পাপ্য। rলিকাতার এশিয়াটিক সোসাইট অভ বেঙ্গল সভার স্তকাগারে এই বইয়ের একটা জীর্ণ প্রতি আছে। তাহ। ইতে এই বইয়ের ২৫ খানি ছবির মধ্যে কতকগুলির আলোকচিত্রময় প্রতিলিপি লওয়া হয়, সেই প্রতিলিপিগুলি এই সংখ্যার প্রবাসীতে প্রদর্শিত ইল। প্রত্যেক ছবিটার নীচে ফরাসী ও ইংরেজীতে তাহার বর্ণনা দেওয়া আছে, এবং ফরাসীতে লেখা ৰাছে—‘মাদাম বেলনস্-এর চিত্রানুসারে A. Colin কর্তৃক অঙ্কিত’ ও ‘J. J. Helnos কর্তৃক পাথরে খোদাই করা ও মুদ্রিত । ছবিগুলির নাম, ও যে ছবিগুলি মুদ্রিত হইল সেগুলির বিষয়-বর্ণনা নিয়ে দেওয়া হইল – মলাটের উপরে ও বইয়ের ভিতরে আলাদা করিয়া একখানি ছবি আছে—নদীতীরে বৃক্ষতলে একজন ব্রাহ্মণ বদিয়া । এই ছবিখানি R. W. Frazer কর্তৃক লিখিত Literary History of India osco Coitoso পুনমুদ্রিত হইয়াছে । প্রথম ছবিপানির বর্ণনা তলায় এই বলিয়া দেওয়া **HICE–A Hindoo returning from Callee Ghaut ( সঙ্গে সঙ্গে ফরাসীতেও আছে )। গ্রন্থকার বলিতেছেন যে কালীঘাটে বলিদানের পরে অনেক সময়ে ছাগদেহ লইয়া যাত্রীদের মধ্যে কাড়াকাড়ি পড়িয়া যায়। চিত্রে এইরূপ একজন যাত্রী, গলায় ও হাতে ফুলের মালা পরিয়া মুণ্ডহীন ছাগদেহ স্বন্ধে লইয়া গৃহে ঘাইতেছে ; পথে