পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫। কাপড়ওয়ালা বাধিয়া ঝুলাইয়াই চড়কের সন্ন্যাসীকে ঘোরানো হইয়া থাকে। বাণ ফোড়ার সঙ্গে সঙ্গে অন্যান্ত দেহপীড়াদায়ক छौश५ अछूईनस श्हेउ-छिड यूश्।ि विक द। १८श्वव्र শলা পূরিয়া দেওয়া, গা বিধিয়া চামড়ার মধ্য দিয়া নারিকেল দড়ি চালানো, ইত্যাদি। কালীপ্রসন্ন সিংহের স্থতোম পেচার নকৃশা’-তে বাণ-ফোড়ার উল্লেখ পাওয়া যায়—১৮৬৫ খ্ৰীষ্টাব্দের দিকে৪ ইহা রীতিমত প্রচলিত ছিল ; চৈত্রে ঢাকের বাদ্য শুনিলেই চড়কীর পিঠ সড়-সড় করে, তখন তাহাকে পিঠ ফুড়িতেই হয়—এই অর্থে একটা প্রবচন-ও প্রযুক্ত হইত। প্রায় যাট বৎসর হইল চড়কের এই প্রকার বাণ-ফোড় প্রভৃতি ব্যাপার উঠিয়া গিয়াছে – সমাজ হইতে স্বাভাবিক ভাবেই লোপ পাইয়াছে—বাঙ্গালী