পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W368 আরও ২৩টি তীর্থঙ্কর সঙ্গে বর্তমান । এ দুটি কাটাবেনেতে || পরেশনাথের মৃষ্টি কষ্টপাথরের । এ-রকম নিখুঁত অপরূপ কারুকায্যের নিদর্শন ও-অঞ্চলে আর পাওয়া .w- - ** > 3; ് ኧ শিবলিঙ্গ ও নন্দী যায় নি। মূৰ্বিট দৈর্ঘে প্রায় ৩ হাত। চন্দ্র মহাশয়ের বিশেষ আগ্রহ ছিল এই দুটি গায়ে খনন-কার্য স্থরু করবেন, কিন্তু বর্তমান সময়ে সরকারী তহবিলের অবস্থা ভাল না থাকায় র্তাকে সে আশা ত্যাগ করতে হয়েছে। তার দৃঢ়বিশ্বাস ওখানে খননকাৰ্য্য স্বরু করলে ভারতের ইতিহাস লাভবান হবে । স্বন্দরবনের এই ঐশ্বর্ষ্যের কথা এ-পর্য্যন্ত সবিশেষ আলোচিত হয় নি। এইসব স্থা স্তম্ভ ও স্তপের মূল সন্ধানে প্রবৃত্ত হয়ে যে-কটি তথ্য পাওয়; গিয়েছে সেগুলি দিয়ে স্বন্দরবনের একটা সংক্ষিপ্ত ইতিবৃত্ত দেবার চেষ্টা করব ৷ ব্যারের দক্ষিণ-বঙ্গের কয়েকখানি মানচিত্রে পাচটি বড় শহরের চিহ্ন আঁকা আছে। এই থেকে লোকে ఏ99:ు অনুমান করে, খ্ৰীষ্টীয় ষোড়শ শতাব্দীতে স্বন্দরবন সমৃদ্ধিশালী জনপদ ছিল ১ এই অকুমানের সপক্ষে কিছু কিছু নিদর্শন পাওয়া গেছে। বড় বড় পুকুর, অট্টালিক, স্তম্ভ, উচু বাধ প্রভৃতি সারা সুন্দরবনের, প্রধানতঃ ২৪-পরগণা ও খুলনা জেলার (মুন্দরবন ংশের ) নানাস্থানের পূৰ্ব্ব ঐশ্বৰ্য্যের সাক্ষ্য দেয় ॥২ ষোড়শ শতাব্দীর পূৰ্ব্বেও স্বন্দরবন ধে সমৃদ্ধিশালী জনপদ ছিল তার পরিচয় পাওয়া যায়। চীনদেশীয় পরিব্রাজক হিউয়েন সাঙ বলেছেন খ্ৰীষ্টায় সপ্তম শতাব্দীতে এই জেলা ( ২৪-পরগণ৷ ) সমতটের খানিকট। অংশ ছিল। সমুদ্রবেষ্টিত নিম্নভূমিং দেশ, শসো ফুলে ফলে পরিপূর্ণ। দেশের জলবায়ু মৃদ্ধ মাকুস গৰ্ব্বকায়, কুষ্ণবর্ণ এবং পরিশ্রমী ॥৩ জেনারেল কানিংহামের মতে, ভাগীরথী ও গঙ্গার প্রধান স্রোতর মধ্যবৰ্ত্তী ব-দ্বীপের সমস্তটাই সমতটের অস্তবত্তী ছিল ॥৩ এখন এই প্রাচীন জনপদে ব্রাহ্মণ, বৌদ্ধ, জৈন প্রভূতি বিভিন্ন ধর্থের প্রভাব কি ভাবে বিস্তার লাভ করেছিল, সেই বিষয়ের তথ্যগুলি দেখা যাক । সমুদ্রগুপ্তের একখানি খোদিত লিপিতে ( আহমানিক ৩৮০ খ্ৰীষ্টাব্বের ) সমতটের নাম গুপ্ত-সাম্রাজ্যের সীমাস্তু করদ-রাজ্যরূপে পাওয়া যায় ॥৪ খ্ৰীষ্টপূৰ্ব্ব চতুর্থ শতাব্দীতে বাঙলা মগধের সঙ্গে অস্তবাণিজ্য-সম্পর্কে যুক্ত ছিল।৫ চীন-পরিব্রাজক হিউয়েন-সাঙ বলেছেন, সপ্তম শতাধীতে এই জেলা (২৪-পরগণা ) সমতটের কতকটা ংশ ছিল। এই স্থানে বৌদ্ধধৰ্ম্মের নিদর্শন-স্বরূপ ত্রিশটি বিহার ও দ্ব-হাজার পুরোহিত ছিল। কিন্তু ইহার তুলনায় হিন্দুমন্দির বহুগুণে বেশী ছিল। (3) Hunter's Statistical Accoul of Bengal, vol I, p. 381. (8) Calcutta Review, 1880, vol. lxxxix, p. 284. (*) Bengal I)istrict (iazetteer (24 Pergs.) p. 25. (8) Ibidern, p. 26. (*) Origin and Development of the Ilengali Language, vol 1,