পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফান্তন - জ্ঞানদা কিছু বলিলেন না। মেয়েদেরও অল্প পরেই খাইবার ডাক পড়িল ছাতের উপর। সকলে উঠিয়া চলিয়া গেল । - বাড়ি ফিরিবার সময় যামিনীর সকলে যখন গাড়ী চড়িতেছে, তখন তরু হঠাৎ ছুটিয়া আসিয়া গাড়ীর ভিতর ফুলের তোড়াটা রাখিয়া দিল। “তোর জিনিষ ফেলে যাচ্ছিল যে বড় ?” ঘামিনী কোনো উত্তর দিল না। জ্ঞানদা তোড়াটা গাড়ীর এক কোণে গুজিয়া রাখিয়া দিলেন। মিহির বলিল, “৪টা আবার দিদিকে কে দিল ?” জ্ঞানদা বলিলেন, “সব খবরে ছেলের প্রয়োজন। যে-ই দিক না, তোর কি ?” বাবাও সেই গাড়ীতে বসিয়া, কাজেই মিহিরের জবাব দিবার বিশেষ স্থবিধ হইল না। "ছ" করিয়া চুপ হইয়া গেল । e যামিনী গাড়ী হইতে নামিয়াই একছুটে উপরে উঠিয়া গেল। জ্ঞানদা যতক্ষণে একটা একটা করিয়া সিড়ি অতিক্রম করিয়া দোতলায় উঠলেন ততক্ষণে তাহার. घtब्रव्र नब्रख यक श्हेब शिंग्राटश् । cभरग्नरक छ्हे फ्रॉब्र? कथा छिलांगा कब्रियांब्र हेक्र छांननाब्र क्लिज, किरू যামিনীর আর সে রাত্রে নাগাল পাওয়া গেল না। সকালে সে যখন চা খাইতে নামিল, তখন নিয়মমত মা ও বাবাতে তর্ক লাগিয়া গিয়াছে, বিষয় চেঞ্জে যাওয়া । যামিনী কোনোদিনই মা বাবার কথার মধ্যে কথা বলে না, আজ কিন্তু কেন জানি না সে একটু অন্ত পথ ধরিল। कथां श्रेष्ठ झिण उाशब चांश नशाकरें । ८ग श्?ा९ জ্ঞানদার কথার বাধা দিয়া বলিয়া বসিল, “আমার শরীর এখানেই ত বেশ আছে, শুধু শুধু বাইরে গিয়ে একগাদ টাকা খরচ ।” छांनशा चयांक झहेब cञtणन । cषtब्रव्र cमथि गकण দিকেই পরিবর্তনু আরম্ভ হইয়াছে। তিনি বলিলেন, "নিজের শরীরের ভালমন্দ তুমি ত ঢের বোৰে কি না । তা হলে আর এ দশা হয় ?” यांमिनौ बणिज, “नमख जिन घरब्रव्र ८कांटन बटन थाकि তাই। আমায় আবার স্থলে যেতে দিলে অনেক ভাল হয়।" बाङ्क्षं ٩NOوك\ নৃপেন্দ্রবাবু বলিলেন, “সেটা সত্যি। আচ্ছা গরমের ছুটির পর আবার স্কুলেই যাস । জ্ঞানদা চটিয়া উঠিলেন। র্তাহার মতামতের অপেক্ষা না রাখিয়া এ বাড়িতে যাহা কিছুই হুইত, সেইটাকেই তিনি নিজের সম্বন্ধে অপমানজনক মনে করিতেন। বলিলেন, “থাক, তোমাদের আর অত বিলিব্যবস্থা করতে হবে না, তারপর তাল সামূলাতে আমার প্রাণ বেরবে। এই শরীর নিয়ে নাকি ইস্কুলে যাবে। আগে শরীর সারুক তারপর ও সব কথা।” যামিনী আর কথা বলিল না। নৃপেন্সবাবুও চায়ের পেয়ালা শেষ করিয়া উঠিয়া গেলেন। স্কুলে তাহাকে যাইতে দেওয়া হোক বা নাই হোক, যামিনী বই খাতাপত্র আবার দেরাজ হইতে টানিয়া বাহির করিল। পড়াশুনা নিজেই স্বর করিয়া দিল । যে মহিলা তাহাকে পিয়ানো এবং ফ্রেঞ্চ শিখাইতেন র্তাহাকেও চিঠি লিখিয়া জানাইল যে সে আবার পড়িতে চায়। জ্ঞানদা বিরক্তই হইলেন, মেয়ের বা ছেলের স্বাধীনতাকে তিনি সৰ্ব্বদাই অবাধ্যতা আখ্যা দিতেন, কিন্তু ঠিক কি বলিয়া আপত্তি করিবেন বুঝিতে পারিলেন না । মিহির সারা দুপুর বাড়িতে বৰ্ম্মী অবস্থায় ছট্‌ফট্‌ করিয়া কাটাইয়া বিকালে একটু রোদ পড়িতে আরম্ভ করিবামাত্র উর্দ্ধশ্বাসে পলায়ন করিল। জ্ঞানদা মেয়েকে বলিলেন, “চল না একটু ঘুরে আসি, ঘোড়াটা ত বসে বসে শুধু মোট হচ্ছে।” যামিনী পড়িতেছিল। মুখ তুলিয়া বলিল “কোথায় যাবে ?" জ্ঞানদা বলিলেন, "চল না স্বধাদের বাড়ি কাল গোলমালে তাদের সঙ্গে কোনো কথাই হল না।” যামিনী নিরুৎসাহভাবে বলিল, “কারুর বাড়ি গিয়ে বসে থেকে কি লাভ হবে ? তার চেয়ে খোলা হাওয়ায় ঘুরে এলে ঢের ভাল লাগে।” खांनन दलिटणन, “जद कषांश्च चां★खि कब्राहे छ তোমার এখন রোগ দাড়িয়ে গিয়েছে। একদিন তোমাদের ভালমন্দ সব আমিই ভেবেছি, এখন তোমরা