পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ट*चन ं'* 18 وكا S99శు" নিজেরা ভার নিতে চাও নাও, পরে আমাকে যেন নিমিত্তের ভাগী করতে এস না।” একটু খোলা হাওয়ায় বেড়াইতে চাওয়া হইতে এতবড় কথা কোথা হইতে আসিল, বেচারী যামিনী তাহা ভাবিয়াই পাইল না। মায়ের মেঘাচ্ছন্ন মুখের দিকে তাকাইয়া বিষন্নভাবে বলিল, “আচ্ছা চল, তুমি যেখানে যেতে চাও।” জ্ঞানদা প্রসন্ন হইয়া চলিয়া গেলেন। যামিনী বইখাতা আবার গুছাইয়। রাখিয়া চুল বাধিতে সাজসজ্জা করিতে উঠিয়া গেল । মিহির আগেই পালাইয়াছে, নৃপেন্দ্র বাবু স্ত্রীর সহিত বেড়াইতে যাওয়া যথাসাধ্য এড়াইয়া চলেন, স্বতরাং মা ও মেয়েই শুধু চলিলেন। স্বধাদের বাড়ি পৌছিতে বেশী दिलश झट्रेल नां । উৎসাবাস্তে বাড়িটা কেমন যেন শ্ৰীহীন হইয়া আছে। সামনের লনে কয়েকটা কুলি সামিয়ানা খুলিতেছে, ফুলপাতার মালা টানিয়া ছিড়িয়া ফেলিতেছে। গেটের পত্রাভরণও মান হুইয়া ঝুলিতেছে। বালি খাবার পাইবার লোভে কয়েকট। ভিখারী সদর দরজার কাছে বসিয়া একঘেয়ে নাকি স্বরে আবেদন জানাইয়া চলিয়াছে ! জ্ঞানদা ও যামিনী নামিয়া ভিতরে প্রবেশ করিলেন। चांद्यौग्रश्छन ७१नe छ्श् छब्रियन ब्रश्ब्रिां८छ्न, वांफ़ि একেবারে খালি হইয়া যায় নাই। তবে সকলেই অতিরিক্ত পরিশ্রমের পর শ্রাস্ত ক্লাস্ত । মুধা তখন খাবার ঘরে বসিয়া সবে চা ঢালিবার আয়োজন করিতেছে। অভ্যাগতদের দেখিয়া সেইখানেই অভ্যর্থনা করিয়া বসাইল, চা খাইতেও অনুরোধ করিল। জ্ঞানদা বলিলেন, "না, না, আর চ ট খেয়ে কাজ নেই, এই ত একগাদা গিলে বেরিয়েছি। যা গরম পড়েছে, আর কি মানুষের খাওয়ার, রুচি আছে ?” স্বধা বলিল, “ৰামিনী খাকৃ না একটু r সে-ও কি এই বয়সে নিখাকীর দলে ভৰ্ত্তি হয়েছে । জ্ঞানদা বলিলেন, “আসল নিখাৰী ত ওরাই ? ওদের कां८छ् शब्लां निदब्र श्रृंख्न षांकtणe षोंGब्रॉन श्वाँई नां । বুড়ো মানুষের খাওয়া জোর করে থামাতে হয়, আর এদের জোর করে খাওয়াতে হয় ।” খাওয়ার আলোচনা স্বরু হইলে যামিনীর অত্যন্ত অস্বস্তি বোধ হইত। সে তাড়াতাড়ি জিজ্ঞাসা করিল, “বে কোথায় ? তোমাদের নূতন বে। " স্বধা বলিল, “উপরে রয়েছে। কাল শুতে ত একটা বেজে গেল। তাই আজ দিনের বেলা তার শোধ তুলছে।” “যাই, তাকে একটু দেখে আসি", বলিয়া যামিনী চায়ের টেবিল হইতে উঠিয়া গেল। জ্ঞানদ আর একটু গুছাইয়া বসিয়া বলিলেন, “আচ্ছ, দাও না হয় এক পেয়ালা—যদিও ডাক্তারে আমাকে চা বেশী খেতে বারণ করেছে।” স্বধা তাহার দিকে এক পেয়াল চা ও ছোট এক প্লেট খাবার অগ্রসর করিয়া দিল । জ্ঞানদা আর আপত্তি না করিয়া লেগুলির সদগতি করিতে বসিলেন । স্বধা একটা চাকরকে ডাকিয়া বাড়ির আর সকলকে খবর দিতে উপরে পাঠাইয় দিল । বলিল, “একটু নিজেরা যে খেতে এসে বাধিত করবেন, তাও কারুর দ্বারা হবে না। বাকুমারি বাবা, এ ঘর-সংসার করা ।” জ্ঞানদ। একটু হাসিয়া বলিলেন, “তা বললে কি চলে ? আবার ঘর সংসার যতক্ষণ না হয় ততক্ষণও ত ছটফট করতে হয়। দুনিয়ায় যার ষা কাজ।” স্বধা বলিল, “মেয়ের বিয়ের ভাবনা খুব ভাবছে বুকি ?” জ্ঞানদা বলিলেন, “তা মেয়ে থাকলেই ভাবতে হয় । কিন্তু শুধু ভেবে কি করব ? পাচজনে সাহায্য না করলে कि ७ जर कांछ झछ ? खैtक छ छांनहे, उँiळक निरग्न সংসারের একটা কাজ হবার জো নেই। একলা মানুষ আমাকে সব দিক সামূলাতে হয়।" স্বধা বলিল, “তোমার আমন রাজকন্যার মত স্বন্দরী cषtछ, डांब्र चांबांब्र बिरञ्चब्र छांदना । बाष्क बन्व, সেই লুফে নেৰে।” জ্ঞানদা বলিলেন, “হ্যা, তেমনি আমাদের দেশ কিনা ? এখানে কি লোকে স্বন্দর, কুৎসিত, ভালমন্দ