পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مواهوايا প্তপ্রবাসীস্ট S99āు যামিনী বলিল, “না, বেশী আর কই ? কয়েক খানা মাত্র করেছি।” জ্ঞানদা বলিলেন, “সময় পায় কখন ? পড়া নিয়েই ব্যস্ত । তবু পনেরো কুড়িখানা একেছে। একখানা ঝরণার ছবি সে বছরের একৃজিৰিশনে দিয়ে সোনার মেডেল পেয়েছিল । ওদের মেম বলে,ও যদি জাকাতে মন দেয় ত খুব ভাল আটিাই হতে পারে।” অমূল্য বলিল, “হরেশ্বর একজন মন্ত কলেক্টার তা জান না বুঝি যামিনী একদিন ওকে তোমার ছবিটবি ভাল করে দেখাও। চাই কি দ্বচারখানা কিনেও ফেলতে পারে।” স্বরেশ্বর কিছু বলিবার আগেই জ্ঞানদা বলিলেন, “তা যাবেন বৈ কি একদিন, যখন আলাপ পরিচয় হল । সামনের শনিবার বিকেলে আমাদের ওখানে গিয়ে চা খেলে আমরা খুব খুসি হব।” স্বরেশ্বর বলিল “নিশ্চয়ই যাব।” জ্ঞানদা বলিলেন, “আপনার ছোট ভাইটিকেও নিয়ে আসবেন । তার সঙ্গে আমার ছেলের ভারি ভাব। শিশিরের গল্প আরম্ভ হলে সে আর খামতে চায় না।” স্বরেশ্বর বলিল, “শিশিরও মিহিরের বেজায় ভক্ত।” জ্ঞানদা বলিলেন, “আপনার মা এখানে एषांघ्नि एठ f* স্বরেশ্বর বলিল, “হ্যা, বাবা মারা যাবার পর কেউ আর গ্রামের বাড়িতে ফিরতে পারিনি, সকলেই এখানেই রয়েছি।” * জ্ঞানদা আন্দাজে ঢিল মারিয়া বলিলেন, “তিনিও যদি অনুগ্রহ করে আসেন, তাহলে বড় খুসি হব আমরা ।” স্বপ্নেশ্বর অপ্রতিভ ভাবে বলিল, “তিনি ত কোথাও বেরন না। আত্মীয়স্বজনের বাড়ি শুদ্ধ যান না।” ক্রমশঃ களுக, বোধনার ব্যথা ও বোধনার কথা ঐগিরিজাভূষণ মুখোপাধ্যায় বাছারে ! পথের প্রদীপ তাও জলে না কো, (ভোর) পথ যে কোথাও নাই, জাধারের পর আঁধার ঘিরেছে, ( তোর ) কোথাও নাহি যে ঠাই