পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wye জব্য—ইংরেজী ও ফরাসী সাটিন, ফিতা ও নানা প্রকার কাপড় ঘড়ী ও জহরত প্রভৃতি, বিক্রয় করিতে আলিয়াছে। মেম-লাহেৰ পোষাক ভৈয়ারী করাইবার জন্য কিছু বিদেশী কাপড় খরিদ করিতে চাহেন, ফেরীওয়ালার সহিত ‘দর-দস্তুর চলিতেছে; দুই হাত ঘোড় করিয়া ফেরিওয়ালা দাম কমাইতে অক্ষমতা জ্ঞাপন করিতেছে। দস্তুরীর ●थडालाग्र शांt* चाग्र ७ नब्रथौ नैफ़िांश्इ । वाख भूब्रि বেচারী বাহিরের বারান্দায় বসিয়া বসিয়া চুলিতেছে। [ চিত্র ১০ ] ভাবিংশ চিত্রে কলিকাতার রাস্তায় যে-সব ভিখারী ভিক্ষণ করিয়া বেড়াইত, তাছাদের ছবি । [ চিত্র ১১ ] যোগী, বৈরাগী, ও মুসলমান ফকীর। যোগী নামধারী ভিখারীরা আজকালকার গুজরাটী ভিখারীদের মত, পশ্চিম হইতে গ্রীষ্ম ও বর্ষাকালে দলে দলে বাঙ্গালী-দেশে আলিত, খুব সম্ভব এখনকার মত खजब्रार्के इहे८ङरे । देशांब्रां अङाख कभ कांश्रज्ज शृब्रिड, गान, अच्छात्रा गरेश भाग रुउि। दागोप्ने বাঙ্গালী, মাথায় টুপী, মুখে চাপদাড়ী, গায়ে নান। রজীন কাপড়ের টুকৃর সেলাই করিয়া ভৈয়ারী জাম। বৃদ্ধ भूगलमांन ककौ८ब्रब्र गषटक दख्दा किडू नांई । জয়োবিংশ চিত্রের বিষয়, উচ্চপদস্থ ইংরেজ কৰ্মচারী, পালকী করিয়া বাহিরে যাইবার জন্ত প্রস্তুত, এমন সময়ে বিষয়-কৰ্ম্ম আলোচনার জন্ত বাঙ্গালী মুখস্থদী বা ‘বেনিয়ান’ তাহার সহিত সাক্ষাং করিতে উপস্থিত। [ চিত্র ১২ ] இiரு gಳ್ಲಿ 只疇 映 نامه ته,نيز "露 بعة عr = gri . يبيس সাহেব হিসাব দেখিতেছেন। সাহেবের পালকীখানি গায়ে জাম, মাথায় লাল সালুর পাগড়ী পর, ও কোমরে লালুর চাদর জড়ানো পশ্চিম কাহার-জাতীয় বেহারার কাখে ; পালকীখানিতে কাচের কয়ট ভালো লণ্ঠন লাগানো আছে । মাথায় বড়ো কাপড়ের ছাতি ধরিয়া ছাতি-বরদার ; সামনে চোবদার বা চাপরাসী ; দুইজন খানলামা পিছন দিকে। "বনিয়ান' বাৰু খিড়কীদার পাগড়ী, চাপকান, শাল ও নাগরা জুতা পরিয়া আসিয়াছেন—উাহার পালকী সাধারণ, এবং খালি গায়ে উড়িয়া বেহারার দ্বারা বাহিত । ইহার 'পকী' বা চুরুট টানিতেছে। বাবুর সঙ্গে যে ছাতা আসিয়াছে লেট বাশের ও গোল-পাতার। চোবারের সামনে বাবুর সরকার দাড়াইয়া—মাথায় পাগড়া, গায়ে মেরুজাই, ও চাদর। পরণে ধুতী, পায়ে নাগরা। একশত বৎসরে ইংরেজ ও বাঙ্গালী জীবনে যানে বাহনে পোষাক-পরিচ্ছদে আর্থিক অবস্থায়, সব বিষয়ে কত পরিবর্তন ঘটিয়াছে তাহ। এই চিত্র দর্শনেই বুঝা যায়। এই বইয়ের শেষ চিত্ৰখানি একটা বীভৎস ব্যাপার लझेब्र-कठकखणि निबtथंगैौब्र cजांक नौब्र कफ़ाञ्च भब्र গোরুর ছাল ছাড়াইবার উদ্যোগ করিতেছে । মোটের উপর, বইখানির ছবিগুলি বিশেষ কৌতুককর। শত বৎসর পূৰ্ব্বেকার বাঙ্গালী জীবনের চিত্র সংবলিত এইরূপ আরও কতকগুলি বই আছে, সেগুলির ছবি ও লিখিত বর্ণনা বাঙ্গালী পাঠক সমাজে পুনঃপ্রকাশের উপযোগী ।