পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$8 আপনার প্রেয়সী ! [ কস্তি ছবি সোজা ক’রে ধরলে। দেখামাত্র রাজা চেয়ার ছেড়ে উঠে, ছবিতে দৃষ্টি নিবন্ধই রেখে টেবিলের অপর পার্শ্বে ছবির একেবারে নিকটে এসে, বিমোহিতের ন্যায় j—এ—কী ? এ ছবি—না স্বপ্ন — এমিলিয়া গালোত্তি ? কস্তি—সে কি ! এ দেবীকে চেনেন ? রাজা—[ আত্মস্থ হবার চেষ্টা ক'রে, কিন্তু ছবি থেকে দৃষ্টি না সরিয়ে ] হা—একে একবার এর মার সঙ্গে এক উৎসবে দেখেছিলুম; সে কয়েক সপ্তাহ পূর্বে। পরে একবার গীর্জাতেও একে উপাসনারত দেখেছিলুম। সেখানে আর কথা বলা সম্ভব হয় নি। এর পিতাকে চিনি। তিনি আমার বন্ধু নন । সাবিত্তনেত্তার ওপর আমার দাবির তিনিই সবচেয়ে বেশী বিরুদ্ধাচরণ করেছিলেন ।-বৃদ্ধ যোদ্ধা—তেজস্বী ও কর্কশভাষী কিন্তু বড় কোমলহৃদয়—বড় ভালমামুষ । কস্তি—সে ডো পিতা। এটি তার কঙ্কা । রাজা-আশ্চৰ্য্য, যেন আয়নার প্রতিবিম্বটা চুরি করে বসান হয়েছে [ ছবিতে নির্নিমেষ দৃষ্টি নিবদ্ধ রেখে ] জানেন তো কম্ভি, শিল্পীকে তখনই সত্যিকারের প্রশংসা করা হয় যখন তার স্বষ্টির ধ্যানে ভক্ত নিৰ্ব্বাক হয়ে যায়, প্রশংসা করতে আর অবসর পায় না ? কস্তি—মহারাজ, আপনি এ ছবি দেখে সন্তুষ্ট হয়েছেন আমি কিন্তু এ একে তৃপ্ত নই। চোখে দেখে প্রাণে যা অনুভব করেছি—তা যদি চোখ দিয়েই আঁকতে পারতুম, —তাহলে হয়ত কতকটা ভাল হ’ত । আচ্ছা মহারাজ, রাফ ফেল যদি হলো হয়ে জন্মাতেন, তাহ’লেও কি তিনি শ্ৰেষ্ঠ শিল্পী হতেন না ? রাজা- [অন্তমনস্ক। সবেমাত্র ছবি থেকে চোখ তুলে] জ্যা-কী বললেন, কস্তি ? কী জানতে চাইলেন ? কস্তি—ল, ন, কিছুই না। বাজে বকৃছিলুম। আপনার সমস্ত মন দেখায় ব্যস্ত। এমন মন, এমন দৃষ্টি উভয়ই আমার প্রিয় । রাজা- জোর করে নিলিপ্ত ভাব দেখাবার চেষ্ট্র ক’রে ] আচ্ছা কস্তি, সত্যিই মনে করেন এমিলিয়া গালোক্তি এ শহরের মুন্দরী-শ্রেষ্ঠাদের মধ্যে একজন ? عژن IT تعR)۱ S99āు কস্তি—ম্বন্দরী-শ্রেষ্ঠাদের মধ্যে একজন ? তাও মাত্র এই শহরের ? তামাশা করছেন, মহারাজ ? অামার জীবন সার্থক, একে ছবি অঁাকবার জন্তে পেয়েছি। এই মুখ, এই ললাট, এই চোক, এই নাক, এই অধর, এই চিবুক, এই গ্রীব, এই গঠন, এই স্বাস্থ্যযুক্ত স্ত্রী-সৌন্দৰ্য্য অ্যাকবার সৌভাগ্য অল্পলোকের ভাগেই জুটেছে। আসল ছবিটা স্বন্দরীর পিতা পেয়েছেন—এইটা তার নকল— রাজী— ক্ষিপ্রভাবে কস্তির দিকে চেয়ে ] এটা তো কাউকে দিতে প্রতিশ্রুতি নন ? কস্তি—এটা আপনাকেই দিতে চাই, যদি অবশ্য পছন্দ করেন। রাজা-পছন্দ ! [একটু হেসে ঐ ছবিটা কাউন্তেসের ছবি দেখিয়ে ] নিয়ে যান। ওকে একটা অতি মূল্যবান ফ্রেমে বধিয়ে, আমার চিত্রশালায় টাঙিয়ে রাখবেন। আর এটা আমনি আমার কাছেই থাক [ এমিলিয়ার চিত্র নিজ হাতে নিয়ে, তাতে পুনরায় পলকহীন দৃষ্টি নিবন্ধ করে ] বহু ধন্যবাদ! আর যা বললুম, আমার রাজ্যে শিল্পীকে অন্ন-চিস্তা করতে হবে না, অম্ভতঃ যতক্ষণ অামার অন্ন জুটুবে । দুটোরই মূল্য পাবেন । যত চান, তত । কম্ভি—মহারাজ, ভয় হ’চ্চে, শিল্প ছাড়া অন্ত ব্যাপারেও আপনি এমনি মুক্ত-হস্ত হ’য়ে পুরস্কার দেন! রাঙ্গা–হিংসা হ’চ্চে ? না, না, শুকুন, যত মূল্য চান ७उद्दे श्रृंi¢रुन । [ কাউন্তেসের চিত্র নিয়ে কস্তির প্রস্থান ] রাজা—হঁ্য, যত চায়, তত পাৰে । [ হাতের ছবির প্রতি ] যত মূল্যই দিই না, তবু তোমাকে অল্প-মূল্যেই পেলুম —কী স্বন্দর । কী চাণ—তোমার গর্কিত পিতা— যা চান তাই পাবেন—শুধু চান আমার কাছে। সবচেয়ে ভাল হ’ত, যদি তোমার হৃদয় জয় করতে পারতুম। কী সোহাগভর স্বন্দর চোখ ! কী-অ-ধ-র –এ যদি--- পদশব্দ শুনে ] কে আসছে ? অা:– দেওয়ালের দিকে মুখ ক’রে ছবিটা রেখে দিয়ে ] সম্ভবতঃ মারিনেল্লি – না ডাকলেই ভাল হ’ত। ছবির ধ্যানে সকালটা তাহলে ভালই কাটতো।