পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মলন্তন পিররো-তোকে একবার দেখতে পেলে হয়—মজাটা টের পাবি ! সাবধান ও একটা মানুষ ! আজোলো—আমি আর ওকে চিনি নে ? ভুলে গেলি— আমি ওর অধীনে সৈনিক ছিলুম! বর-কনে কখন বেরুবে রে ? পিবৃরো—দুপুরে। আঙ্গেলে—সঙ্গে অনেক লোক থাকৃবে ? পিবৃরে—না, একটা গাড়ীতে বর কনে আর কনের মা যাবে । আজ্ঞেলো—চাকর-বাকর ? পিবৃরে—আমি, আর দু-জন । আমি ঘোড়ায় চড়ে এগিয়ে যাব । আঞ্জেলো—বেশ, বেশ ! গাড়ীতে যাবে রে ? পিবৃরে—কাউপ্তের। আঞ্জেলো—কি মুস্কিল! তাহলে হাত জোড়া সহিস ছাড়া আর একটা লোক ঘোড়ার ওপর থাকবে ! তা হোক ! পিবৃরো—কি সৰ্ব্বনাশ ! কি মতলব এটেছিস্ রে ? কনের গায়ের ছুটো গয়নার জন্তে এমন কাও বাধাবি ? তাতে কোন লাভ নেই। আঞ্জেলো—ওরে বোকা স্বয়ং কনেই মন্ত লাভের ঞ্জিনিষ । পিবৃরো—আর আমাকেও এই পাপে জড়াবি ? আঞ্জেলো—তুই তো দায়ে খালাস থাকবি রে । ঘোড়া ছুটিয়ে এগিয়ে চলে যাবি । একবারও পিছু ফিরবি না। পিবৃরো—অসম্ভব! আঞ্জেলো-( ভংগন স্বরে । কি! সাধু বনতে চাস, বটে! ছোকরা সাবধান! চিনিসভো আমাকে ! মজা টের পাবি–ষদি এর ঘূণাক্ষরও কেউ জানতে পায় বা তুই এখন যা খবর দিলি তার এক বর্ণও মিথ্যে হয় ! शिद्धृत्व1-[ञउाछ उौङ ] আজ্ঞেলো—আমি— আর একটা কথা—কার দোহাই ভগবান— এমিলিয়া গালোক্তি JSS আজ্ঞেলো-চাকর হিসাবে যা না করলে নয় তাই শুধু কল্পবি–বুঝলি । [ প্রস্থান ] পিবৃরে—তোকে এখুনি যমে ধরুক ! হায় আমার কি সৰ্ব্বনাশ হ’ল ! [ ওদোয়ার্দে ও ক্লাউদিয়ার প্রবেশ, পিরোর প্রস্থান ] ওদোয়ার্দো—এমিলিয়া বড় দেরি করছে । আর অপেক্ষা করা অসম্ভব । ক্লাউদিয়—আর একটু দাড়াও ! তোমাকে না দেখলে সে বড় মনঃকষ্ট পাবে। ওদোয়ার্দো—আমি এখুনি কাউণ্ড আগ্নিয়ানিকে দেখতে যাব ৷ তাকে একবার দেখতে আমার প্রাণ আকুল হয়ে উঠেছে। এ ভাবলেও আমার বুক ফুলে ওঠে যে অমন সম্মানী যুবক আমার জামাতা হবে। জান ক্লাউদিয়া,—আমার সব চেয়ে ভাল লাগে যে সে বিয়ের পর এই শহুরে মা থেকে তার গ্রামে গিয়ে আপন জমিদারী দেখবে । ক্লাউদিয়া—সে কথা ভাবলে আমার বুক ভেঙে যায় । এত শীঘ্র আমাদের একমাত্র মেয়েকে হারাতে হবে। ওদোয়ার্দো—ছি, ছি! শুধু আপন স্বার্থের কথা ভাব, মেয়ের সৌভাগ্যের কথা ভুলে গেলে ? তোমার এই শহরের মোহ আঙ্গাধন আমাকে আমার স্ত্রী-কন্যার সঙ্গে থেকে বঞ্চিত করেছে । so ক্লাউদিয়া—এ তোমার বড় অপ্তায় কথা ! এই শহরে ছিলুম বলেই তো এই বিশ্বে হ’ল ! এখানে না থাকলে ওদের পরম্পরের দেখাণ্ড না,—এ বিয়েণ্ড সম্ভব হ’ত না । ওদোয়ার্দেী—সে কথ! ম:নি ! দেখ, আপ্লিয়ানি কেন এ শহরে থেকে রাজ-রাজড়ার পোসামুদি করলে যাবে ? নিজের রাজ্যে সে হুকুম চালাবে—আর এখানে তাকে হুকুম মানতে হবে ? কোনটা ভাল ? আর জামই তো ! রাজার সঙ্গে আমার সদ্ভাব নেই ! ও যখন আমার মেয়ে বিয়ে করচে, রাজ শুর ওপর নিশ্চয়ই কৃষ্ট হবেন । রাজা আমাকে ঘৃণা করে । ক্লাউদিয়া—যতট। ভাব তত্তটা নয়। রাজা আমাদের মেয়েকে দেখেছেন—ণ্ডর ওপর তিনি ভারি সন্তুষ্ট । سیس-9 シ"マ