পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Պe8 রাজা—বটে। তাহলে বেঁচে ফিরলেন কি ক’রে ? আপ্লিয়ানি তো ভাল যোদ্ধা, আর মহাবীর ! সে তো কখন দ্বন্ধ যুদ্ধে বিমুগ্ধ হয় না! মারিনেল্লি-হু ! মহারাজ ! তার ষে আজ বিবাহু । আজ কি আর সে অস্ত্র ধরে । ভয় খেয়ে বললে এক সপ্তাহ পরে লড়বে | রাজা—আর আপনি তাতেই রাজী হয়ে এলেন তো? এক সপ্তাহ পরে লডুন বা ন-লডুন, বাচুন বা মরুন, তাতে আমার কি এসে যায় ? আজ এমিলিয়ার বিবাহ ক্ষো আর আটকে থাকৃবে না ? [উত্তেজিত হয়ে উঠে ] ওঃ, আজই এমিলিয়ার বিবাহ-অনিবার্ষ্য । একথা ভাবলেও আমি পাগল হবার উপক্রম হুই । [ গভীরভাবে আদেশ-দান ] মারিনেল্লি, আমার যথেষ্ট উপকার করেছেন, এখন আমার সামনে থেকে দূর হন । छिब्रांशप्नब्र घउ मूब इन ! মারিনেল্পি—মহারাজ ! বেশ আর কী করা সম্ভব বলুন । তবে, এক কাজ করলে এখনও কার্ধ্যোণ্ডার হয়। আগ্নিয়ানি তার বধূকে নিয়ে এই দোসালে দিয়েই যাবে। সে-পথ এই বাগানের গায়েই পড়ে। যদি এমিলিয়াকে এমন ভাবে ধ’রে আনা যায় যে, কোন বঙ্গ-প্রয়োগ করা হ’ল বাহুতঃ তা বোঝাই যাবে না— তাহলে বিবাহটা নিরাপদে স্থগিত করা চলে। রাজা—এমন ব্যবস্থা করার বুদ্ধি কি আপনার ঘটে আছে ? মারিনেল্পি—এ সব কাজ করতে গেলে, সময় সময় ছঘটনাও হয়। তার জন্তে কে দায়ী হবে মহারাজ ? আমাকে সে দায় থেকে খালাস দেবেন কি ? রাজা-রাজকার্ধ্যে অবশ্যম্ভাবী বিপদ ঘটলে কৰে আমি কৰ্ম্মচারীকে দায়ী করেছি ? আমি প্রতিশ্রুতি দিচ্চি, যে-কোন বিপদ ঘটুক তার জন্তে আপনি দায়ী হবেন না । মারিনেরি-আচ্ছ, মহারাজ ! [ দূরে এক বন্দুকের শৰ ] ঐ যে ! মহারাজ, বন্ধুকের আওয়াজ শুনলেন না 7 , পুনরায় বন্ধুকের শব্দ ] আবার একটা ! রাজা-ওকি ? এর কি অর্থ ? ఏ99ళు মারিনেল্লি—মহারাজ, যতটা নিৰ্ব্বোধ ভাবেন, ততখানি হয়ত নই। ইতিমধ্যেই কাজ হাসিল হয়েছে! রাজা-তার মানে ? মারিনেল্পি—এইমাত্র যে প্রস্তাব করলুম—তা কাধ্যে পরিণত হ’ল । রাজা—তাও কি সম্ভব ? মারিনেল্লি—শুধু আপনার প্রতিশ্রুতিটুকু ভুলবেন না । রাজা—বেশ, বেশ, কিন্তু ব্যাপার তো কিছুই বুঝতে পারছি না ! মারিনেল্লি—মহারাজ, অতি অল্প সময়ের মধ্যেই এমিলিয় আপনার নিকট হাজির হবেন। কোন ভয় নেই। খুব বিশ্বন্ত ও অতি উপযুক্ত লোকের ওপর কাজের ভার দিয়েছি। বর-কনের গাড়ী বাগানের সামনে এলেই, একদল ডাকাত তাকে আক্রমণ করবে। ঠিক সেই সময়ে আমার ভূত্য কয়েক জন লোক নিয়ে সেখানে দৈবাং উপস্থিত হবে এবং जाकोख्रशत्र शश দেবার ভাগ করবে। সেই গোলমালে নিরাপদ স্থানে নিয়ে যাবার ছলে, আমার ভূত্য এমিলিয়াকে সোজা এইখানে এনে তুলবে। [ জানলার সামনে গিয়ে ] মহারাজ, কাৰ্য্য সফল হয়েছে, ঐ একটা লোক মুখোস পরে এদিকে আছে। নিশ্চয়ই শুভসংবাদ দেবে। আপনি এখানে খাবেন না। আপনাকে ও-ব্যক্তি দেখতে পেলে বড় খারাপ হবে। ভেতরে যান [ রাজার প্রস্থান ] ঐ ষে গাড়ী ফিরে শহরে চললে । সঙ্গে অনেক লোক । আশা করি ওটা এখন কাউন্ত মহাশয়ের শববাহী শকট । , হ, কাউন্ত, মহাশয়, মাসূলায় যেতে চাইলেন না, এখন অনেক দূর যেতে হচ্চে । কেমন, বাদরটা কেমন রসিকতা-করলে ? [ দরজার নিকট গিয়ে, দরজা খুলে দিলে। আঞ্জেলো সম্পূর্ণ মুখ ঢেকে প্রবেশ করলে ] মারিনেল্লি—কি খবর? আঞ্জেলো—[ মুখোপ খুলে ফেলে ] সাবধান, মেয়েটাকে এখুনি এখানে আনবে। মারিনেল্লি-কেমন হ’ল ? আজোলো—কাম ফতে । মারিনেল্পি—কাউন্ত মরেছে ?