পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳoՆ, S99áు বঁচিয়ে এখানে এনেছে [ বাত্তিস্তাকে দেখিয়ে ] । কিন্তু আমার জননী ও কাউন্তু মহাশয়ের কী হ’ল জানি না। বন্দুকের আওয়াজও শুনলুম। সম্ভবতঃ তাদের বিপদ হয়েছে। আমি এখুনি সেখানে যাব । মারিনেল্লি –আপনি নিশ্চিস্ত হন, কোন বিপদ ঘটে নি। বাত্তিস্তী !-তুই যা, তার হয়ত জানেন না ইনি এখানে ! তাদের নিয়ে আয় এখানে । [ বাত্তিস্তার প্রস্থান ] আপনি একটু বিশ্রাম করুন। আপনাকে বড় ফ্রান্ত দেখাচ্চে ! কোন চিন্তা করবেন না। রাজা স্বয়ং গেছেন তাদের সাহায্য করতে । এলিমিয়া [ অত্যস্ত চমকিত ]—কে —রাজা ? মারিনেল্লি—আপনাদের বিপদের সংবাদ পাওয়া মাত্র তিনি ছুটে গেছেন । তার বাগানের সামনে এত বড় দুষ্কৰ্ম্ম করবার আস্পদ্ধা যাদের হয়েছে, পেলে তাদের তিনি কঠোর শাস্তি দেবেন। এমিলিয়া—আমি তাহ’লে কোথায় ? মারিনেল্লি—দোসালোয়, রাজার প্রমোদ-ভবনে । ঐ যে রাজাও এসে পড়েছেন । [ রাজার প্রবেশ ] রাজা—আপনি এসে পড়েছেন ? যাক্ ! নিশ্চিস্ত হওয়া গেল ! আপনাকে আমরা সৰ্ব্বত্র খুজছিলুম। আর— এমিলিয়া—মহারাজ আমার মা কোথায় ? রাজ–উারা দু-জনেই এসে পড়লেন বলে! সম্পূর্ণ নিশ্চিন্ত হন। আপনি বড় ক্লান্ত । চলুন অন্দরে গিয়ে একটু বিশ্রাম করুন। এমিলিয়া—তারা এখনও এলেন না কেন ? নিশ্চয়ই বিপদ হয়েছে! [ হাটু গেড়ে বসে ] মহারাজ, গোপন করবেন না, কী হয়েছে বলুন ! রাজা— হাত ধ’রে তুলে ] ছি—অত অধীর হবেন না । কিছুই হয় নি। চলুন—অন্দরে চলুন ! এমিলিয়া— ভীত হয়ে হাতে হাত কচলাতে কচলাতে ] কী করি ? রাজা—বুঝেছি! আমার ওপর সন্দেহ হচ্চে। আল সকালে যে বৰ্ব্বরতা করেছি—তাতে এ ভীতি স্বাভাবিক । কিন্তু বিশ্বাস করুন, তার জন্তে আমি আন্তরিক অস্থতপ্ত । আমাকে মার্জন করুন। এক দুর্বল মুহূৰ্বে তা ক’রে ফেলেছি, কিন্তু আমি যে সৎ তা প্রমাণ করবার স্থযোগ একবার দিন ? একবার আমাকে বিশ্বাস করুন ? আমার সঙ্গেই আসুন ! [ এমিলিয়ার হস্ত ধারণ ] চলুন ভেতরে ! [ উভয়ে ডানদিকের দরজা দিয়ে অন্দরে যেতে যেতে ] মরিনেল্লি, আপনিও আসুন ! [ উভয়ের প্রস্থান ] মারিনেল্লি—হোঃ, হোৎ, “আপনিও আমুন " অর্থাৎ আপনি আসবেন না-দেখুন কেউ যেন আমাণের বিরক্ত না করে।’ কাউন্ত মহাশয়ের সে ক্ষমতা তে। এ জন্মে আর হবে না ! তবে, মা-ঠাকুরুণটি নিশ্চয় এখুনি এসে পড়বেন । [ জানলার নিকট গিয়ে । বাত্তিস্তা, আসছে । বেগে বাত্তিস্তার প্রবেশ ] বাত্তিস্তা-হুজুর । এমিলিয়ার মা আসছেন : মারিনেল্লি—ঠিক ভেবেছি ! বাত্তিস্তা—আর রাস্তার মেলা লোক তাকে ঘিরে আসছে । তিনি সন্ধান পেয়েচেন তার কন্যা এখানে । তবে আমাদের চক্রাস্তের কোন সন্দেহ বোধ হয় করেন নি। কী করবো ? মারিনেল্পি—একটু দাড়। [ কিছু চিস্তা করে ] তিনি যখন জানেন এমিলিয়া এখানে, তাকে আটকালে ফর খারাপই হবে। এলে বরং ফল ভাল হবে । রাজার শাশুড় হবার লোভ কোন নারীকে না প্রলুদ্ধ করে –আসতে দে তাকে ! [ দূর হতে ক্লাউদিয়ার চীৎকার—এমিলিয়া এমিলিয়া, বাছ আমার, তুই কোথায় মা’ ও সেই সংে এক জনতার হল্লা শোনা যেতে লাগল ] বাত্তিস্তা—ওই শুম্ন, হুজুর ! মারিনেল্পি ছুটে যা ! লোকগুলোকে আর এক পাং এগুতে দিবি নে। তাদের বাগান থেকে বের ক’ঃে দিবি । শুধু ওঁকে নিয়ে আয়। { বাত্তিস্ত বাহির হবার জন্তে দরজা খোলৰামাত্র বেগে ক্লাউদিয়ার প্রবেশ ] ক্লাউদিয়া [ চীৎকার করে । এই যে সেই হতভাগা