পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আছেন। মারিনেল্পি, উনি আমাকে ষে দারুণ সংবাদ কানে কানে বললেন তা কি সত্যি । মারিনেল্পি—যদি সত্যিই হয় ? রাজা-ও, বুঝেছি, তাহলে কাউন্ত সত্যিই নিহত । হ, ভগবান, তুমিই জান, আমি সম্পূর্ণ নির্দোষ। এ আমি চাই নি । এ ষে সম্ভব, তার সামান্ত কল্পনাও কখন করি নি। [ অতান্ত কাতর স্বরে ] এমনটা হবে জানলে, আমার প্রাণ গেলেও এসব হতে দিতুমন ! মারিনেলি, এমনটা যে হ’তে পারে, তার কিছু আভাসও তো পূৰ্ব্বে দেন নি ? মারিনেল্পি-মহারাজ ! আমিই কি এ কল্পনাতে আনতে পেরেছিলুম –দোষ কিন্তু পুরাপুরি কাউন্ত মহাশয়ের । তিনি প্রথমেই ওদের একজনকে গুলি ক’রে মেরে ফেললেন, ওরাও রেগে উঠে ওঁকে গুলি কয়লে । নতুবা বিনা-রক্তপাতে সব ঘটত। তবু আমি এর জন্তে ওদের সর্দারকে বিশেষ ক'রে ব’কে দিয়েছি! রাজা—[ অত্যন্ত বিরক্ত হয়ে ] আপনার অসীম দয়া । সেই বদমায়েস যদি আমার রাজ্যে ফের পা দেয়, তো তার গর্দান যাবে। মারিনেল্লি—মহারাজ, তার কাজের জন্তে আমিই দায়ী। আর এ ব্যাপারে যা-কিছু বিপদই ঘটুক না, আমি দায়ে খালাস পাব, এ প্রতিশ্রুতি আপনার কাছে ছ-ছুবার পেয়েছি। রাজা—তাই বলে এই ভীষণ ব্যাপার ঘটা উচিত ছিল ? মারিনেল্পি—আমিই কি জানতুম এমন হবে ? না চেয়েছিলুম ? জানেনই তো, ওঁর আর অন্ততঃ সাত দিন বেঁচে থাকা আমার বিশেষ দরকার ছিল । উনি আমাকে সাংঘাতিক অপমান করেছিলেন। সাত দিন পরে দ্বন্দ্বযুদ্ধ হ’লে তবে এ অপমান থেকে নিষ্কৃতি পেতুম। তার আগেই উনি চিরবিদায় নিলেন, আমার সম্মান রক্ষা আর হ’ল না। [ খুব ব্যথিত ও উত্তেজিত হবার ভাণ ক'রে ] তবু আমার ওপর সন্দেহ ? রাজা পরাজিত ] ছখ করবেন না!—এটাকে ' আকস্মিক ঘটনা ব’লেই ধরে নেব । [ পুনরায় চিন্তিত হয়ে ] কিন্তু দেখুন, আমরা যেন তা বুঝলুম, কিন্তু লোকে কী ব’লবে ? এমিলিয়, এমিলিয়ার মা, তাদের यङ्कवाकद कि ७-कथा विवान कब्रट्द ? মারিনেল্লি [ নিলিপ্তভাবে ]-সম্ভবতঃ নয়। রাজা—[ শঙ্কিত হয়ে ] তবে ?—তারা কি ভাববে ? আমাকেই তো তার এর জন্তে দায়ী করবে ? মারিনেল্লি— অতিশয় নিলিপ্তভাবে ] সম্ভবতঃ । ब्रोछा–[ अडिश्वम्न प्लेद्धछिङ झ्टच्च ] त्रोभो८क ! वइ६ আমাকে তারা সন্দেহ করবে ! [ নম্রস্বরে ] আর নয় তো আমাকে “এমিলিয়া- পাবার আশা ত্যাগ করতে হবে। মারিনেল্পি— নিৰ্ব্বিকার ] কাউন্ত আপ্লিয়ানি জীবিত থাকতেই আপনার তা করা উচিত ছিল । ब्रांब [ श्रडाख छूक झछ खेtx, किड़ उ९कनार নিজকে সম্বরণ করে ] মারিনেল্পি ! আমাকে পাগল ক’রে তুলবেন না ! [ স্বগত ] না: এ পাপ থেকে আর নিস্তার নেই । [ মারিনেল্লির প্রতি ] এ থেকে উদ্ধারের আর কী উপায় আছে, মারিনেল্লি ? আপনার বুদ্ধির দোষেই তো এমন ঘটলো ? এ তো আর গোপন করবারও উপায় নেই! মারিনেল্লি-[সম্পূর্ণ নিরুভিয় ] মহারাজ, অকারণ আমার বুদ্ধিকে দোষ দিচ্চেন। দেখুন—আজ সকালে গীর্জায় গিয়ে প্রকাশ্যে এমিলিয়ার কাছে যদি প্রণয়নিবেদন না করতেন তো পৃথিবীতে আর তৃতীয় ব্যক্তি কি কখন জানতে পারতে আপনি এমিলিয়াকে ভালবাসেন ? সেটা না জানলে, কেউ কি কখনও সন্দেহ করতে পারতে এ বিবাহে বাধা দান করায় আপনার স্বার্থ আছে ? তাহ’লে কি আমার বুদ্ধি-মত্ত চলে নিৰ্ব্বিয়ে উদ্বেগু সিদ্ধি হ’ত না ? আমি কি আপনাকে কখন বলেছি গীর্জায় গিয়ে ঐ বোকামিট করুন ? রাজা—[ ললাটে করাঘাত ক'রে ] হায়, হায়, এ ঠিক ब६ । । মারিনেল্লি—আপনি নিজেই তো সব পণ্ড করলেন। কিন্তু তবু চিন্তিত হবেন না, মহারাজ ! আমাদের নির্ভয়ে অথচ সস্তপণে এগিয়ে চলতে হবে– বেগে বাত্তিস্তার প্রবেশ ]