পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাত্তিস্তা-কাউন্তেস এসে পড়েছেন । রাজা—কোন কাউন্তেস্ ? বাত্তিস্তা–কাউন্তেস্ অলিনা! রাজা-অর্ণিনা ? [ শিশুর মত অসহায় হয়ে ] সঁ্যা, আসিনা 7 ও মারিনেল্পি ! আসিনা এল যে ? কী হবে ? মারিনেল্লি—আশ্চৰ্য্য! রাজা—বাত্তিস্তা, ছুটে গিয়ে তাকে আটকা। সে যেন এখানে কিছুতেই না আসতে পায়! যা, যা, দৌড় [ বাত্তিস্তার প্রস্থান ] ও পাগলী জানলে কি ক’রে আমরা এখানে ? ও কি চায় ?—ও মারিনেল্লি, কথা বলুন না { খোসামুদির স্বরে ] রাগ করেছেন, বন্ধু ? কড়া কথা বলেছি ?-মাপ করুন ? মারিনেল্পি—যথেষ্ট হয়েছে মহারাজ, আমাকে আর লজ্জা দেবেন না। আমি পুনরায় আপনার ক্রীতদাস!-- কিন্তু দেখুন, অসিনাকে ঢুকতে ন-দেওয়া অসম্ভব। রাজা-তবে ?-আমি তাহ’লে সরে যাই ? মারিনেল্পি—ষ্ঠ্য, তাই করুন [ বাম পাশের ঘর দেখিয়ে ] এই ঘরে ঢুকুন। ওখান থেকে আমাদের সব কথাবার্তা শুনতে পাবেন। ওঁর মেজাজটা সম্ভবতঃ কড়াই হবে—তবু ভয় পাবেন না-যান্‌-শিগগির যান। { রাজার বামদিকের কক্ষে প্রবেশ ] [ কাউন্তে অর্পিনার প্রবেশ। বাহিরে দরজা দিয়ে ] অর্সিনা—এখানে আমার পথ আটকাবার চেষ্টা ? আর একি ? এখানেও তো কেউ নেই আমাকে অভ্যর্থনা করতে ? হায়-কী পরিবর্তন ? এই দোসালোয় আগে শত ব্যক্তি এগিয়ে আস্ত আমার ऐक्उि-भङ कांछ कब्रवांद्र छtछ ! थांब्र श्रांछ[ মারিনেল্লির ওপর নজর পড়ায় ] আপনি এখানে ? রাজা আপনাকে সঙ্গে এনেছেন । তিনি কোথায় ? মারিনেল্পি—মহারাজকে চান ? অর্সিনা—আবাঞ্চ কাকে ? মারিনেল্লি—আপনি ভাবছেন তিনি এখানে ? অগ্নি-নিশ্চয়! সকালে তাকে চিঠি লিখে পাঠালুষ अरे गय८इ ५षांtन चांग८ड षष्ट्रब्रांष क'८ब्र, चांषिe আসূর জানিয়ে । চিঠির উত্তর দেন নি বটে, কিন্তু চিঠি পাবার এক ঘণ্টার মধ্যে ধে তিনি এখানে এলেন, সে সংবাদ পেয়েছি। তার চেয়ে ভাল উত্তর আর সে চিঠির কী দেবেন ? মারিনেল্লি—আশ্চৰ্য্য ঘটনা-পরম্পরা ! অপিনা—ঘটনা-পরম্পর কি ? শুনছেন, আমি তাকে এখানে আসতে অনুরোধ করাতে তিনি এসেছেন । এতে আশ্চর্ঘ্য হবার কি আছে ?-আমি আপনার সঙ্গে বৃথা সময় নষ্ট করছি । [ অন্দরের দরজার দিকে অগ্রসর হ’ল ] মারিনেল্লি - [ বাধা দান ক'রে ] কোথায় ? অগিনা—যেখানে আমার আগেই যাওয়া উচিত ছিল । রাজা আমার জন্তে অপেক্ষা করছেন, আর আমি এখানে ব'কে সময় নষ্ট করছি ! ছিঃ ! মব্রিনেল্লি—মাননীয়া কাউন্তে, রাজা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান না । অfপনার জুন্তে তিনি •এখানে আসেন নি। আপনার চিঠি তিনি পেয়েছিলেন বটে, কিন্তু তা পড়েন নি । অধিনী— উচ্চৈঃস্বরে ] পড়েন নি ? [অনুচ্চঃস্বরে } পড়েন নি ? [ ব্যথিত কণ্ঠে ] একবার পড়লেনও ন; ? [ অত্যস্ত ব্যথিতচিত্তে কিছুক্ষণ চুপ করে থেকে, পরে দৃঢ়তার সহিত ] কিন্তু, আমাকে তার সঙ্গে দেখা করতেই হবে । [ ভৎপনার সহিত আদেশ দান ] পথ ছাডুন। রাজা—[ বামদিকের প্রকোষ্ঠ থেকে বাহির হয়ে ] না, এবার মারিনেল্লি বেচারাকে সাহায্য করতে হবে। অর্লিন- রাজাকে দেখে, স্থির করতে না পেরে র্তার দিকে অগ্রসর হবে কি না ] এই যে উনি ! . রাজা—[ বাম দরজা থেকে ডান দরজার দিকে সোজা যেতে ধেভে-অর্পিনার নিকটবৰ্ত্তী হয়েও তার দিকে না চেয়ে এবং একটুও না থেমে ] এই যে ! আমাদের কাউন্তেস মুন্দরী ! আজি কিন্তু আমার কথা বলবার একটুও অবসর নেই! আমি বড় ব্যস্ত। অন্ত লোক আমার জন্তে অপেক্ষা করছে। অন্ত সময়ে এসো। আর এখানে এক মুহূৰ্ত্তও বিলম্ব করবে না। এধুনি * চলে যাও অন্দরের দরজা দিয়ে প্রস্থান] মারিনেল্লি—শুনলেন তো।