পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V8 5:4 er: * ~. Üks?i«I>HT $ • S99ళీు ঘুরিতেছেন। আহা! বেচারীরা নাকি রবিবারেও ছুটি এই লজ্জাকর ব্যাপার লক্ষ্য করিয়াছে কি-না! না, পায় না। अकन्त्रां६ अब्रछांब्र कांtछ भश cकाणाझ्ल शहैंण । হ্যাণ্ডেলটা ঘুরাইয়া কে দুয়ার খুলিয়া ফেলিল ও এক পাল কুলীমজুর শ্রেণীর লোক কিছু বলিবার পূৰ্ব্বেই পিলপিল করিয়া ভিতরে ঢুকিয়া পড়িল। রমেশ মুখ বাকাইয়া সঙ্কুচিত হইয়া বসিল । পাছে বা জামাটায় দাগ লাগে ! রমেশের একজন সহকৰ্ম্মী বলিলেন,—ন উঠতেই হল। এই সব ছোটলোকের সঙ্গে যাওয়া মানে— মানে যাহাই হউক, তিন জনেই উঠিয়া অন্ত কামরায় চলিল । অন্ত দিনের কথা স্বতন্ত্ৰ—কিন্তু আজ বিশেষ রকমের বেশভূষা করিয়া উৎসবক্ষেত্রে যোগদান করিতে চলিয়াছে, ছোটলোকের গাড়ী হইতে নামিতে দেখিলে অন্যেরাই বা কি বলিবে ? বাগানের পথে ত্রিশ জন সঙ্গী জুটিয়া গেল। এক ঙ্গে মিলিয়া কলরব করিতে করিতে সকলে হাটতে লাগিল। বাগানের দুয়ারে দুই জন অভ্যর্থনাকারী দাড়াইয়া ছিলেন। একজন পিচকারী করিয়া গোলাপ-জল ছিটাইয়া নব আগন্তকদের আধভেজা করিয়া দিলেন, অপর ব্যক্তি ঝুড়ি হইতে লাল গোলাপ ফুল ও একখানি করিয়া প্রোগ্রাম সকলের হাতে বিতরণকরিতে লাগিলেন। বটন হোলে ফুল গুজিয়া অনেকে ভিতরে গঢ় গঢ় করিয়া চলিয়া গেল। অনেকে শাটের বুক-পকেটে গুজল— অধিকাংশই হাতে লইয়া শুকিতে লাগিল। রমেশ ফুল লইয়া প্রথমটা বুক-পকেটেই গুজিল, কিন্তু সেটি পকেটের মধ্যে ডুবিয়া যাওয়ায় হাতেই রহিল। তাহাতেও তৃপ্ত না হইয়া অবশেষে শাটের একটা বোতাম খুলিয়া তাহার মধ্যে ফুলের বোটাটা গলাইয়া বোতামটি জtটয়া দিতে গেল ; বোতাম জটিল না। ঈষৎ জোর করিতেই পলক ৰিছকের বোতাম পুট করিয়া ভাঙিয়া গেল। রমেশ অপ্রতিভ হইয়া চারিদিকে চাহিল-কেহ .কেহই দেখে মাই। তাড়াতাড়ি পকেট হাতড়াইয়া একটা পিন বাহির করিয়া ফুলটাকে দিব্য জাটকাইয়া রাখিল । ছেড়া বোতাম বা পিন্‌ ফুলের নীচেই ঢাকা রহিল। কার্ডে লেখা রহিয়াছে—প্রথম আইটেম চা ও সামান্ত জলযোগ । বাগানের কোণের ঘরটায় লোকের হুড়াছড়ি লাগিয়া গিয়াছে। ওখানে নাকি চা তৈয়ারী হইতেছে! একজন উচ্চপদস্থ কৰ্ম্মচারী চা বিতরণের ভার লইয়াছেন। তিনি সকলকে উদ্দেশ করিয়া হাসিমুখে বলিতেছেন—তাড়াতাড়ি করবেন না। তাড়াতাড়ি করলে আপনাদেরই কষ্ট । কিন্তু কে শোনে সে কথা ? শীঘ্র না হইলে চা যেন উঠিয়া যাইবে । - ঠেলাঠেলি করিয়া রমেশ এক কাপ পাইল। প্লেটে আটখানি করিয়া লাঠি বিস্কুট। ট্রেনে আসিয়া বেশ ক্ষুধা পাইয়াছে। বিস্কুট কখানি চিবাইয়া টে-র্চো করিয়া সে চা’র পেয়ালাটি নিঃশেষ করিল এবং তার এক কাপ পাইবার প্রত্যাশায় হাত বাড়াইল। এমন অনেকেই করিতেছে। দ্বিতীয় কাপ শেষ করিয়া সে জলখাবারের ঘরের দিকে চলিল । জলখাবার সামান্তই বটে – রমেশ মাটির রেকাব হাতে লইয়া হিসাব করিতে বসিল – ५: 5위 ८/० अॉन কাঢ়লেট /• আনা সিঙ্গাড়া ও কচুরি v• আন নিম্কি ১০ পয়সা পাস্তুয়াটা /• আনার কম নহে। সন্দেশ জাধপোয়া নির্ধ্যাস yে১০ পয়সা ল্যাংড়া জামটাই কোন v• জানার কমে মিলিবে । এই গেল ॥• আনা।–চ ভূ-কাপ /• আনা ও खिऐe z• चांना। ७क $ांक ईशांड बार्कौ ब्रश्णि