পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጫe8 হবার উপায় ছিল না, কাজেই তারা নিরুপায় হয়ে অত্যাচার সহ করে। কিন্তু এদেরই উদ্যোগী সন্তানের দল পরে ভারতবৰ্ষ, ইউরোপ, আমেরিকায় গিয়ে অধ্যবসায় ও তীক্ষ্ণ ব্যবসাবুদ্ধির গুণে অসম্ভব ধনসম্পদ ইস্ফাহান। প্রাচীন সেতু অর্জন করে । এখন এদের অবস্থা অপেক্ষাকৃত ভাল । পথেঘাটে আৰ্ম্মানি মেয়েরা ইউরোপের অভিনব ফ্যাসনের কাপড় পোষাক প’রে ঘুরে-ফিরে বেড়াচ্ছে— ছেলেদের পোষাক সেই “কোলে পাহ লবি” টুপি এবং কোট প্যাণ্টলুন । ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আর একটি পরাধীন জাতির উদ্যমের পরিচয় এদেশে এবং সারা জগতে পাওয়া যায়। ইহুদীরা “স্বদেশ বিহীন জাতি" ব’লে এতদিন জগতে পরিচিত ছিল । গত মহাযুদ্ধের পরে “জায়নিষ্ট” সম্প্রদায়ের চেষ্টায়—এবং কয়েকটি প্রবলপরাক্রাস্ত জাতির রাজনৈতিক উদ্বেগ সাধনের জন্য—প্যালেষ্টাইনে এদের স্বদেশ গঠন করতে দেওয়া হয়েছে এবং অনেক স্বার্থত্যাগী S59శు r -------------------------------------- কুম। মসৃজিদের মিনার ও আঙ্গিন৷ দায়ুদ সলোমনের দেশে পুনৰ্ব্বার ইহুদী রাষ্ট্র স্থাপিত হচ্ছে । 来 亲 瘫 দিন ঘনিয়ে এল, ইস্ফাহানের নূতন পুরাতন সৌধ সেতু উদ্যান সব দেখা হয়ে গেছে। শহরের বাইরে ইহুদীর অক্লান্ত পরিশ্রমের ফলে ২৬০০ বৎসর পরে সল, “মিনার চমচম্” ( কম্পমান মিনার), পুরাণে সেতু, বাঘাবরের ছাউনি শহরের ভিতরে শাহ, আব্বাসের “হষ্ট বিহিস্ত” (অষ্ট স্বৰ্গ ) প্রাসাদের ভগ্নাবশেষ,—যার দেণ্ডয়ালে পলস্তারার আবরণের নীচে চাহিল সেতুনের ধরণের চি ত্রা ব লী বেরোচ্ছে—সবই দেখ’