পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফান্তন সেঙু ইইণ্ডে দুরে কুমের দৃঃ 罗 হয়ে গেছে, এপন পথের ব্যবস্থা হয়ে গেলে উত্তর মুখে ধাত্রা করলেই হয় । পারস্য ভ্রমণ ও প্রত্যবর্তনের কয়েক মাসের মধ্যেই পশ্চিম-এশিয়ায় ধরিত্রী মাতার এবং এথানকার চারি ঋতুর প্রায় সকল রূপের দর্শন আমাদের ঘটেছিল বুশীরে বসন্থের শেষ, শিরাজে বসন্তের পূর্ণোদ্যম, ইস্ফাহানে ও হামাদানের অর্পিত্যকায় দারুণ শীত এবং ইরাকে আরব মরুভূমির গ্রীষ্মের রুদ্র প্রচণ্ড মূৰ্ত্তি—সবই আমাদের দেপা হয়েছিল। তেমনি আবার বুশীরের মরুময় বেলাভূমি, শিরাজ ও কাজেরুণের সুন্দর উপত্যক, অভ্রংলিহ পৰ্ব্বত ও গিরিসঙ্কট এবং লবণাক্ত হ্রদ ও জলাভূমি দেখার পর ইস্ফাহানের পরে প্রস্তরময় নগ্ন বিরস অধিত্যকা এবং আরও এগিয়ে কুমের কাছে পারস্তের মরুভূমির প্রকৃত পরিচয় পাবার পর হিমতুষার আবৃত এলবোর্জ পৰ্ব্বভমালার পাশ দিয়ে পশ্চিম-মুখে বহুদূর গিয়ে, আমরা ইরাণের কাছে বিদায় নিয়ে ইরাকের সমতল ভূমিতে ঈগদ্বিখ্যাত যুগ্মনী ইউফ্রেটিস ও টাইগ্রিস এবং আরব মরুভূমির শেষ অংশ দেখতে পেয়েছিলাম। পদে সঙ্গে এ-কথাও বলা যায় যে,ধীবর পারষ্ঠ-ভ্ৰমণ ናሱõõ যাযাবর থেকে অতি-আধুনিক নগরবাসী পধ্যস্ত মানব-সভ্যতারৎ প্রতিস্তর আমাদের সামনে এসেছিল । ওবে ক্ষণিক পরিচয় এক জিনিষ এবং ঘনিষ্ঠ সম্বন্ধ সম্পূর্ণ অন্য ব্যাপার, আমাদের বেলায় প্রথমটাই হয়েছিল, foថិ Clবিশেষে সময়— মোটেই ছিল না । 尊 ২৮শে এপ্রিলের ভো রে র কুয়াশ ও অন্ধকারের মধ্যে আমরা 5

    • াঙ্গানের ( জুল্‌ফা ) স্থাগুণি পি &।

রগুয়ানা হলাম। একদিনের মধ্যে টেঙ্গেরীনে পৌছাতে হবে, পথও অনেকট, কাজেই তাষ্ণু!তাড়ি যাত্র করা গেল । নদী পার হয়ে শহর কুৰু। পুণ্যস্মৃতি ফতিমার মসজিদ