পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফান্তন 臺 肇 粥 কবির অভ্যর্থন সম্বদ্ধনা, লোকজনের দেখা শুনা আলাপ-পরিচয় ইত্যাদি এবার যথার্থ রাজসিক ভাবে আরম্ভ হ'ল। বুশীরে, শিরাজে ও ইস্ফাহানে এ-সব ব্যাপারের যা পরিচয় ও অভিজ্ঞতা হয়েছিল, এখন দেখা গেল আসল ব্যাপারের কাছে সেটা ধৎসামান্ত মাত্র । সাড়ে ছয় লক্ষ বর্গমাইল বিস্তুত, সওয়াকোটি অধিবাসীযুক্ত, ইতিহাস-প্রখ্যাত একটি রাজ্যে যাহারা নূতন জীবন মৃত্তন উদ্যম এনেছেন সেই সকল আন্তজাতিক প্রসিদ্ধিযুক্ত লোকের সঙ্গে ভিন সন্ধ্য আদানপ্রদান, সঙ্গে সঙ্গে বহুদেশের রাজদূত, উচ্চপদস্থ গণ্যমান্য লোক, অসংখ্য চিঠিপত্র, টেলিফোন, টেলিগ্রাম, সভাসমিতি ভোজ ইত্যাদির রাজস্বয় পৰ্ব্ব দু-সপ্তাহের উপর ধরে ক্রমাগত চলল। পারস্তের د په ي= ٦= ষভ সভাসমিতি, যত সাহিত্যিক রাজনীতিক সকলের সঙ্গে আমন্ত্রণ নিমন্ত্রণ আলাপ-পরিচয় এরই মধ্যে করে নিতে হ’ল । এখানে আমাদের প্রধান সহায় ও কর্ণধার ছিলেন তিনজন বিশিষ্ট রাজকৰ্ম্মচারী, মহামান্য ফুরুঘি (বৈদেশিক মন্ত্রী), মান্যবর শিক্ষাসচিব ও আবৃবাব কৈখসরো শহরোপ ( পারস্য পালামেন্টের অধ্যক্ষ ) এবং পরোক্ষভাবে ছিলেন ঐযুক্ত ফুকঘি (বৈদেশিক মন্ত্রীর ভ্রাতা এবং ইরাণ সাহিত্য পরিষদের সভাপতি ) ৷ 臺 導 豪 টেহেরানের সম্বন্ধনার ব্যাপারে আঠারটি উল্লেখযোগ্য चष्ट्रक्वान झ्म्न । ১ । ২রা মে কবির রাজদর্শন ও সম্ভাষণ। মহামহিম রিজ শাহ পাহ লবী অতিশয় প্রীতির সহিত প্রায় একঘণ্টা কবির সঙ্গে রাজপ্রাসাদের খাস কামরায় বসে আলাপ করেন । কবির সমস্ত কাৰ্য্য ও উদ্দেশ্যের সঙ্গে সহানুভূতি জ্ঞাপন করেন এবং তাহাকে স্বাগত করেন । মান্যবর শিক্ষাসচিব । মঙ্গামান্য ফুrfধ ২ । ৫ই মে শিক্ষাবিভাগের প্রধান হলে কবিকে নাগরিক সম্বন্ধন করা হয় এবং সেইদিন কবি র্তাহার পারস্য অভিভাষণ পড়েন । ৩। ঐ দিন বিকালে টেঙ্গেরানের প্রধান সঙ্গীত বিদ্যালয়ে কবিকে টি-পার্টি, এবং অভিনন্দন দেওয়া ट्रध्न ! ৪ । ৬ই মে কবির জন্মদিন উপলক্ষ্যে ইরাণ রাজের আদেশে বাগ নেয়েরেদৌলেহ তে সমস্ত দিন উৎসব হয়। সমস্ত দিন লোকজন খাওয়ান, কয়েক হাজার লোকের অভিবাদন ও অভিনন্দন গ্রহণ ও দেশ-বিদেশ থেকে টেলিগ্রামের রাশি পাওয়া, নেয়েরেষ্ট্ৰেীলেই প্রাসাদের সমস্ত ( বিরাট হলটি বিশেষ করে ) ফুল দিয়ে সাজান, এবং বহু লোকের অভিনন্দন-পত্র, ফুলের ডালি এবং ংখ্য উপহার গ্রহণে সমস্ত দিন সকলের অবিভ্ৰাম্ভ খাটুনি চলে। পারস্যরাজ কবিকে বিজ্ঞান ও সাহিত্যের