পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২০ কাপড় পরছিল কেন ? একখানা রেশমের শাড়ী বার কর।” যামিনী ক্ষীণ আপত্তি করিয়া বলিল, “বাড়িতেই ত, অত সেজে কি হবে ?” জ্ঞানদা বিরক্ত হইয়া বলিলেন, “আচ্ছা না হয় একবার আমার কথাটাই শোনো না ? সব বিষয়েই কি তোমরা আমার চেয়ে ভাল বোঝ ?” যামিনী আবার কাপড় লইয়া নিজের ঘরে ফিরিয়া গেল। রেশমের শাড়ী বাহির করিল, গহনা বাহির করিল, ভাল করিয়া সাজিয়া-গুজিয়া মাকে দেখাইতে আসিয়া দাড়াইল । জ্ঞানদা খুশী হুইয়া বলিল, "এবার বেশ হয়েছে। সারে চারটে ত বাজে । নীচে যাও এবার। খাবারটাবার সব আনান গোছান হয়েছে ত ?” যামিনী বলিল, “সব ত গুছিয়ে এসেছি। দু-একটা বাকি ছিল, যাচ্ছি দেখতে ছোটু, ঠিক করেছে কি-না। জ্ঞানদা বলিলেন, “যাও, তোমার বাবা আবার হট করে বেরিয়ে না যান, সেদিকে খেয়াল রেখো । ধা ভালকাণা মানুষ।” যামিনী আন্তে আস্তে নামিয়া গেল। চারিদিকে চোখ বুলাইয়া দেখিল, কোথাও কোনো ক্রটি আছে কি-না। তাহার চোখে ত কিছু ধরা পড়িল না। মহিলা অভ্যাগতা কেহ আসিতেছেন না, ইহাতে সে একটু খুশী হইল। তাহাদের চোখে কিছুই এড়ায় না জাবার। সেদিক দিয়া পুরুষ জাতিটি বরং ভাল । স্বরেশ্বর রায় গোড়া হিন্দু পরিবারের ছেলে । পৈত্রিক জমিদারী ও ভদ্রাসন ছাড়িয়া তাহার এক পুরুষ আগে পর্ব্যস্ত কেহ কোনোদিকে বাহির হয় নাই। এমন কি পড়াশুনা করিবার জন্তও কলিকাতায় আসা তাহাদের বংশের রীতি ছিল না। ঘরে বসিয়া মাষ্টারের সাহায্যে যেটুকু পড়া যায় ততটাই তাহাজের পড়া হইত। हेशहे cय डांझांtणब्र गएक प्रtषहे, ७ी-विषाग्न कांक्षांब्र७ মতভেদ ছিল না । ব্যতিক্রম হইল প্রথম স্বরেশ্বরের বেলায়। তাহার মা এমন এক পরিবার হইতে জালিয়াছিলেন, যেখানে @99ళేు পুরুষদের অন্ততঃ লেখাপড়া ভাল করিয়া করাটা প্রয়োজনীয় বলিয়া স্বীকৃত হইত। তাহার ছেলে যে একটাও পাল না করিয়া গেয়ে হইয়া থাকিবে, মামাতো ভাইদের সঙ্গে তর্কযুদ্ধে বার-বার হারিয়া বাইবে, ইহা তিনি কিছুতেই সহ করিতে পারিতেন না। স্বামীর অনেক খোট, অনেক বকুনি খাইয়াও তিনি হাল ছাড়েন নাই। অবশেষে নিতান্তই আর না পারিয়া উঠিয়া স্বরেশ্বরের পিতা ছেলেদের কলিকাতায় পাঠাইয়া স্কুলকলেজে পড়াইতে রাজী হইয়াছিলেন। এখানেও তাহার যথাসম্ভব জমিদার-পুত্রের চাল বজায় রাখিয়া চলিত। বাড়ি ভাড়া করিয়া ঠাকুর চাকর ও পুরাতন আমলা রামদুলালকে লইয়া বাস করিত এবং বাড়ির গাড়ী চড়িয়া স্কুলে যাইত। প্রথম প্রথম এ লইয় তাহাজের কোনো সঙ্কোচ ছিল না। কিন্তু স্কুলের ছেলের জগতের সর্বপ্রধান সাধারণতন্ত্রী, তাহাদের উপহাস, বিদ্রুপ এবং মাঝে মাঝে তদপেক্ষ গুরুতর ব্যবহারগুলির কল্যাণে ক্রমে স্বরেশ্বর বুঝিতে আরম্ভ করিল যে, তাহার পিতার জমিদারীকে কলিকাতায় दश्न कब्रिड्रा चांनिएउ cन गन्शू4 चक्रभ श्ब्रांप्इ । लिलिब्र दर्शन दफ़ इट्रेञ्च कणिकांडांबू चांनिल, उर्थन দেখিল দাদা একেবারেই শহরে-বাৰু হইয়া গিয়াছে। ফিরিদীজানার দিকে ঝোক পুরাদপ্তর, সিগারেট খাইতে শিখিয়াছে এবং বাড়ি থাকিতে হিন্দুস্থানীর যা দু-একটা উপসর্গ তাহার ছিল, সেগুলি নিঃশেষে বিসর্জন দিয়াছে। মা বাৰা অবিলম্বে খবর পাইলেন । পিতা তখন অত্যন্ত অস্থস্থ, গৃহিণীকে একটু বাক্যবাণে जडीब्र कब्रिब्राहे डिनि निब्रख झहे८णन। शृश्निौ किडू বলিলেন না, কারণ বলিবার কিছু ছিল না। ইংরেজী লেখা-পড়াও শিখিবে, কলিকাতায় বাসও করিবে, আবার সম্পূর্ণ আচারনিষ্ঠ হিন্দুও থাকিবে, ইহা যে হইবার নয়, उठांश डिनि बटन धरन बॉनिटडन । 愛 স্বরেশ্বরের অহিন্দুস্থানী ক্রমে বাড়িয়া চলিল। তাহাজের বংশে সকলেই কুড়ি বৎসর বয়সের মধ্যে বিবাহ করিয়া *ांक शृंशै। इहेबां८छ्, ठांशांब्र जछ थाईक ब्रांजब ७ ब्राज