পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

むエ শত স্বচাগ্রের জালা ; ঐ একটা বিন্দুর মধ্য দিয়ে তার সমস্ত প্রাণশক্তি যেন শুষে যাচ্ছে। খিদে নেই, ইা করতে কষ্ট হয়, মুখে দুৰ্গন্ধ, হয়ত একদিন কথাও যাবে বদ্ধ হ’য়ে। অরিন্দম আর আয়না ছাড়ে না, খুটিয়ে-খুটিয়ে জিভ দেখে। মাত্র হাত পা বুক-পেটের ব্যায়াম ক’রে সে জিহাকে সায়েন্ত করতে পারে না । খেতে ভীষণ লাগে ব’লে চেহারাও তার দু-দিনে স্নান, নিম্প্রভ হ’য়ে এল। নিজের বিদ্যে-বুদ্ধি দিয়ে ধখন সে আর এটে উঠল না তখন সে অতিমাত্রায় ব্যস্ত হ’য়ে চলল ডাক্তারের সন্ধানে। নিজের জন্তে প্রার্থী হয়ে পরের দ্বারস্থ হ’তে হবে এটা তার কাছে এতদিন একটা শারীরিক অপমানের বিষয় ছিল । কিন্তু উপায় নেই, আর ধেরি করা যায় না। পকেট ভরে নিল সে অনেক টাকা : প্রথমেই গেল সে শহরের বড় সাহেব-ভাক্তারের কাছে ৷ জিভটা মেলে ধ’রে ভারি গলায় সে জিগগেস করলে : আমার এটা কি হয়েছে বলতে পারেন ? 魯 সাহেব তার অভিজ্ঞ সন্ধিৎসু চক্ষু দিয়ে একটিবার মাত্র পরীক্ষা ক’রে বললেন,—ঘ, ক্যানসারও হতে পারে। অরিন্দ্রম এক মুহূৰ্ত্ত স্তব্ধ হয়ে রইল : এক মুহূৰ্ত্ত । নির্লিপ্ত স্বরে বললে - হ ! এই—এই আপনার ফি । ব’লে গোণা-গুৰুতি নোট-টাকা তার টেবিলের উপর রেখে আর বাক্যব্যয় না ক’রে সে বেরিয়ে গেল । এতগুলি টাকা দিয়ে সামান্ত সে একটা ব্যবস্থা-পত্ৰ পৰ্য্যস্ত নিয়ে গেল না । তারপর গেল সে আর এক নামজাদা ডাক্তারের বাড়ি । অনেক রোগীর ভিড়—কতক্ষণে ডাক পড়ে ততক্ষণ অপেক্ষা করবার যেন তার সময় নেক। শহরের আরও জনৈক বাড়ি তার ঘুরতে হবে। তারপর যখন ডাক পড়ল, অরিন্দম ডাক্তারের মুখোমুখি হয়ে শুভ অভিবাদনের স্বরে প্রায় প্রসন্ন গলায় জিগগেস করলে আমার জিভে এটা কি হয়েছে ব’লে আপনার মনে হয়? চোখে ম্যাগনিফাইং গ্লাস লাগিয়ে ডাক্তার বললেন,-- বোধ হয় ক্যান্সার। দাড়ান্‌—পরীক্ষা করাতে হবে। -न, चांबाब्र cबनौ गमञ्च cनरें । चब्रिन्बष घूत्र অরিন্দমের স্বত্যু وسي بي سيا দাড়াল। পকেট হাতড়াতে-হাতড়াতে বললে,—এই আপনার ফি । ডাক্তার ঘাবড়ে গিয়ে বললেন ; কিন্তু, শুমুন, একটা প্রেসূক্রপশান— --অনেক, অনেক ধন্তবাদ । অখ্রিনাম বললে : গুড-বাই । সাহেব-পাড়ায় আরও দু-জন বড় ডাক্তার আছেন । তাদের একজনের সে দেখা পেল । —এই যে জিভে একটা কি হয়েছে, দেখুন তো ভাল ক’রে ? কি এটা ? র্তার মুখেও বুেই একই কথা : বোধ হয় কিংবা— সামান্ত নড ক’রে ক্যানসার । অরিনাম প্রায় হেসে উঠল, জোর দিয়ে বললে : ক্যা ন সা র । থ্যাঙ্ক । g ডাক্তার কাগজে কি-একটা খসখসিয়ে লিখতে-লিখতে বললেন : তোমার এখানে আর কে আছে ? কোথায় থাক ? কর কি ? অরিন্দম তাড়াতাড়ি পকেট থেকে টাকা বা’র ক’রে বললে,—থামুন, এই আপনার ফি রইল । তবু, এখনও অরিন্দম সম্পূর্ণ নিশ্চিম্ভ হয়নি। বাঙালীপাড়াটা বাকি আছে। কিছু আজ বিকেলে সারবে, বাকিটা কাল ভোরে । টাকার মায় ক’রে লাভ নেই। সবাই-ই তো ভাল হবার জন্তে দীঘ দিন অপেক্ষা করতে বলবে, কিন্তু অরিন্দ্রমের অত সময় কই ? সে এখুনি ভাল হ’তে চায়, এই মুহূৰ্ত্তে ভাল হ’তে চায়। শরীরের এক ধোটা গ্লানি সে সজ্ঞানে সহ করতে 外颈【瓦引1 o আপিস কামাই ক’রে সে দুপুরেই আবার বেরিয়ে পড়ল। মাঝারি কয়েকজন ডাক্তারও সে দেখালে । র্তারা সবাই অনেক-সব অবাস্তুর কথা বলতে চান, সরাসরি মতামত প্রকাশ করতে সাহস পান না । বলেন : দেখুন না দু-চার দিন ওষুধটা ব্যবহার করে—কি দাড়ায় । অরিন্দ্ৰম অসহিষ্ণু গলায় বলে : আমি চিকিৎসার জন্তে আসি নি, ব্যারামটা কি জানতে এসেছি ।