পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এম্বুলেন্স শিবিরে দিন-কয়েক Նա80 বাজিয়া গিয়াছে। নামিয়াই দেখিলাম উড়িষ্যা ষ্টেটস ফরেই স্কুলের প্রিন্সিপ্যাল মিঃ, এলকে, মুখুজ্যে মহাশয় লরী ও মোটরগাড়ী লইছ? অামাদের জন্য অপেক্ষা করিতেছেন। নমস্কার ও প্রতিনমস্কারের পরে অফিসারের আদেশানুসারে গাড়ীগুলিতে মাল-পত্র বোঝাই করিয়া সকলে উপরে উঠিয়া বসিল । দুই পাশ্বে বৃক্ষসারিশোভিত পাকা রাস্তার উপর দিয়া চতুর্দিক ধূলায় ধূসরিত করিয়া গাড়ীগুলি দ্রুতগতিতে দৌড়াইতে লাগিল । সকলে একবার আনন্দে চীংকার করিয়া উঠিল, কিন্তু প্রবল বাতাসের আঘাতে পিছনে ইটিয়া গিয়া সে আনন্দধ্বনি শূন্তে মিলাইয়া গেল। কেহ কেহ বায়স্কোপে দৃষ্ট যুদ্ধক্ষেত্রের দৃশ্য বিভিন্ন বর্ণনা করিয়া অপর সকলকে চমৎকৃত করিতে লাগিল । কিন্তু বোধ হয় তা হাতে সকলের বক্ষ স্ফীত হইল না স্থখব। বাহুর মাংসপেশী দৃঢ়ভাব ধারণ করিল না ; কারণ প্রকৃতপক্ষে बांभद्रा उ वन्मूकषाशै। ४भनिकनश नशे । भडदिकउ জনমানবের সেব করাই ধে আমাদের *ার্ধ্য। যুদ্ধবিদ্যা ও কুচকাওয়াজের পরিবর্তে ঔষধ এবং পথ্যদ্বারা রোগী ও আহত ব্যক্তির যথাবিধি শুশবা করাই ষে আমাদের কৰ্ত্তব্য ! মধ্যপথে আমরা পুণ্যতোয় বৈতরণী নদী পার হইলাম। প্রাচীন যুগের সেই স্বপ্রশস্ত কলনাদিনী অাজ আর নাই। ক্রমশঃ পলি জমাট বাধিয়া পার্শ্ববৰ্ত্তী উচ্চ ভূমির সহিত মিশিয়া গিয়াছে। প্রাচীন নদীর উপরিস্থ প্রস্তরনির্শ্বিত স্ববুহৎ সেতুটি এখন অৰ্দ্ধভগ্ন অবস্থায় দণ্ডায়মান থাকিয়া কালের কুটিল ভ্ৰকুটি লক্ষ্য করিতেছে । ’ কালম্রোতের সহিত নদীর স্রোতও বক্রগামিনী হইয়া অস্তদিক দিয়া বহিয়া চলিয়াছে। বর্তমান অপ্রশস্ত বৈতরণীর উপর জেসপ কোম্পানীর নির্মিত লৌহসেতু । স্নান-তৰ্পণাদি দ্বারা পুণ্যসঞ্চয় অভিলাষে ভারতবর্ষের নানাস্থান হইতে অসংখ্য ধর্মপ্রাণ নরনারী অশেষ ক্লেশ সঙ্গ করিয়াও প্রতিবৎসর এই বৈতরণীর উপকূলে উপনীত হয়। @ ষ্টেশন হইতে প্রায় বিশ মাইল দৌড়াইবার পর বেলা সাড়ে এগারটার সময় গাড়ীগুলি আমাদের গন্তব্যস্থানে অর্থাৎ ‘ফরেই স্কুলে'র সন্নিকটে শিবিরের সম্মুখে দাড়াইতেই অফিসারের আদেশান্থায়ী চতুদ্ধিক প্রকম্পিত করিয়া নীরদ মজুমদার বীগল বাজাইয়া সারিবদ্ধভাবে দাড়াইবার জন্ত সকলকে ইঙ্গিত করিল। আদেশ তখনই কাধ্যে পরিণত হইল । শিবিরের নিয়মাবলী একটি একটি করিয়া ভালরূপে পড়িয়া সকলকে বুঝাইয় দেওয়া হইল। আরও স্মরণ শিবিরের একাংশ করাইয়া দেওয়া হইল যে, নিয়মাবণী ষতই কঠিন এষং অসম্ভব বলিয়া প্রতীয়মান হউক না কেন তাঙ্গ অক্ষরে অক্ষরে পালন করিতেই হইবে। নতুবা নিয়মানুসারে দওভোগ করিতে হুইবে । শুনিয়া প্রায় সকলেই একটু প্রমাদ গণিল । ‘বাঙালী দুলালে’র দল এত কঠিনভাবে নিয়মাধীন থাকিয়া কাৰ্য্য করিতে পরিবে কি ? অফিসারের কবল হইতে নিষ্কৃতি পাইয়া সকলে উবুতে গিল্প। বিশ্রামের আশায় বসিয়া পড়িল । দৈনিক কাৰ্য্যাবলীর কঠোরতা সকলকেই একটু চিস্থিত করিয়া তুলিল। হঠাৎ আদেশ হইল, তখনই বিছানা-পত্র ইত্যাদি নিয়মিতভাবে সাজাইয়া স্নানাদি সম্পন্ন করিয়া মধ্যাঙ্ক-ভোজনের জন্তু প্রস্তুত হইতে হইবে। আদেশটি আমাদের ক্লান্ত শরীরকে শান্ত করিবার নিমিত্ত সত্য, তবুও আদৌ শ্ৰুতিমধুর হইল না"; কিন্তু পালন করিতেই হইবে। কাশিমবাজার চীনামাটির কারখানা দেখিতে যাইবার অজুহাতে মিঃ মুখুজ্যের অনুরোধে অপরাহ্লে দুটি পাইয়া