চৈত্র তাহাদিগকে করভারপ্রপীড়িত করা কি তাহাদের নানাবিধ অকল্যাণের কারণ নহে ? ' আমরা ১৯২১-২২ সালের রাজস্বের কথা বলিয়াছি । আরও দশ বৎসর আগে ১৯১১-১২ সালে,ভারত-গবন্মেন্টের zitųfgą (General ) afgw छ्लि నిర్ళిరిy, d, ha টাকা। ইহা আমরা ১৯১৪ খৃষ্টাব্দের স্টেটসম্যান্স ইয়্যার বুক (Statesman's Year Book) ato wifts attaiffs পুস্তক হইতে লইলাম। ১৯১১-১২ হইতে ১৯৩১-৩২ কুড়ি বৎসর। কুড়ি বৎসরে ভারত-সরকারের রাজস্ব প্রায় চারি গুণ বাড়িয়াছে । ভারতীয়ের কি কুড়ি বৎসরে চারি গুণ ধনী হইয়াছে ? কখনই না। সালে মোট রাজস্ব আনুমানিক ১২৭,১৩,•••••• হইবে ধরা হইয়াছে। ১৯৩৩-৩৪ সালে আয় ১২৪,৬২,০০,• • • টাকা হইবে অম্লমান করা হইয়াছে। রাজস্ব এত বেশী হওয়া সত্ত্বেও রাজস্ব-সচিব কোন ট্যাক্স কমাইবার প্রস্তাব করেন নাই, কিন্তু ভারত-সরকারের কৰ্ম্মচারীদের গত বৎসর ষে শতকরা দশ টাকা বেতন হ্রাস করা হইয়াছিল, এ-বৎসর সেই হ্রাস শতকরা পাচ 393-రిచి করা হইয়াছে। যেন, একমাত্র সরকারী কৰ্ম্মচারীরাই দারিদ্র্যপীড়িত, আর কাহারও বোঝা কমাইবার আবগুক নাই ! তিনি বলিয়াছেন, এবার কোন নূতন ট্যাক্স বসান হয় নাই। কিন্তু বস্তুতঃ প্রকারান্তরে একটি নূতন ট্যাক্স বসান হইয়াছে। ব্যান্ধের চেকু দ্বারা টাকা লওয়া দেওয়ার সময় তাহাতে ষ্ট্যাম্প লাগাইয়া নাম সহি করিবার নিয়ম হইয়াছে। ইহাত নূতন ট্যাক্স। বঙ্গের বজেট বাংলা দেশের ১৯৩২-৩৩ সালের সরকারী সংশোধিত
- योंध्र-दjश्व
আয় ه,se,e۹,۰۰۰ 5fا چ ব্যয় Sఅటాచి, ఆ, తి 愈 @ o ,, • • •,sa,۹ہ,د mbfe* ১৯৩৩-৩৪ সালের আহমানিক আত্মব্যয়— . `चक्षांश्च S,Blyb^, o = টাকা । ব্যয় S ծ, Գ,Հ8,օ օ օ », ঘাটতি اووه • ۹۰ تن بود বিবিঘ প্রসঙ্গ—বজের বজেট Ն Տ0 অতএব ১৯৩২-৩৩ অপেক্ষা ১৯৩৩-৩৪ সালে घफ्नैडि বেশী হইবে । কারণ, বজে শাক্ত শাসন প্রবর্তিত হওয়ার ফলে এরূপ শাস্তি স্থাপিত হইয়াছে, যে, তজ্জন্ত পুলিস জেল প্রভৃতি বিভাগে ব্যয় বাড়াইতে হইবে । রাজস্ব সম্বন্ধে বাংলা দেশের প্রতি দীর্ঘ কাল ধরিয়া কিরূপ অবিচার হইতেছে, তাহা অনেক বার বলিয়াছি ; আবার সংক্ষেপে বলিতেছি। ভারতবর্ষের যতগুলি বড় . প্রদেশ আছে, তাহার মধ্যে বঙ্গের লোকসংখ্যা সব চেয়ে বেশী। অথচ এই সব বড় প্রদেশগুলির প্রত্যেকটি, অর্থাৎ পঞ্জাব, আগ্র-অযোধ্য, বোম্বাই ও মান্দ্রাজ বাংলার চেয়ে অনেক বেশী রাজস্ব প্রাদেশিক ব্যয়ের জন্ত রাঁখিতে পায় দীর্ঘ কাল এইরূপ অন্তায় ব্যবস্থা চলিয়া আসিতেছে । আগ” ১৯৩৩-৩৪ সালেও তাহা চলিবে । তাহার একটা মাত্র , স্ক দিতেছি । ১৯৩৩-৩৪ সালে বঙ্গের ও বোম্বাইয়ের আহমানিক আয়ুব্যয় নীচের তালিকায় দিলাম । প্রদেশ লোক-সংখ্যা টাকায় জায় টাকায় ৰায় বঙ্গ ¢ s9&&& ¢ • Blytyle a s ^^SBa a s বোম্বাই ३३२eaa ११ 38ly“ в ев е в 36:3, а в а оa বঙ্গের লোকসংখ্যা বোম্বাইয়ের প্রায় আড়াই গুণ । অথচ বাংলা-সরকার খরচ করিতে পান বোম্বাই-সুরকারের চেয়ে অনেক কম | বাংলা-সরকার ষে বোম্বাই-সরকারের চেয়ে অনেক কম রাজস্ব খরচ করিতে পান, তাহার কারণ এ নয়, ষে, বঙ্গে রাজস্ব আদায় হয় কম ; কারণ এই, যে, বঙ্গে সংগৃহীত রাজস্ব খুব বেশী পরিমাণে ভারত-সরকার শোষণ করেন। তাহার একটা দৃষ্টান্ত দিতেছি। বন্ধীয় ব্যয়সংক্ষেপ কমিটির সরকারী রিপোর্টে আছে, ১৯২১-২২ সালে ভারত-সরকারের মোট রাজস্ব ৬৪,৫২,৬৬,••• টাকার মধ্যে এক বাংলা দেশকেই দিতে হইয়াছিল ২৩,১১,৯৮,••• টাকা । বঙ্গের রাজস্ব অতিরিক্তরূপে শোষণ ঐ বৎসরই হইয়াছিল বা ঐ বৎসরই শেষ হইয়াছে, এমন নয়। ১৯২৮-২৯ সালে ভারত-গবন্মেণ্ট কোন প্রদেশ হইতে কত টাকা লইয়াছিলেন, নীচে তাহার তালিকা দিতেছি ।