এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
o معنی۔ -حیہ۔ Sం9శు. সেই মতো এক অকথিত ভাষা ধ্বনিল তোমার মাঝে, আছে, আছে, আছে, এ মহামন্ত্র প্রতি নিঃশ্বাসে বাজে ॥ রোধিয়াছে পথ বন্ধুর করি অচল শিলার স্তুপ। নহে, নহে, নহে, এ নিষেধ-বাণী পাষাণে ধরেছে রূপ । জড়ের সে নীতি করে গর্জন ভীরু জন মরে তুলে, জনহীন পথে সংশয় মোহ রহে তর্জনী তুলে। অলস মনের অাপনারি ছায়া শঙ্কিল কায় ধরে, অতি নিরাপদ বিনাশের তলে, বাচিতে চেয়ে সে মরে ॥ নব জীবনের সঙ্কটপথে হে তুমি অগ্রগামী, তোমার যাত্রা সীমা মানিবে না কোথাও যাবে না থামি । শিখরে শিখরে কেতন তোমার রেখে যাবে নব নব, দুর্গম মাঝে পথ করি দিবে,— জীবনের ব্রত তব ! যত আগে যাবে দ্বিধা সন্দেহ ঘুচে যাবে পাছে পাছে, পায়ে পায়ে তব ধ্বনিয়া উঠিবে মহাবাণী—আছে আছে ॥