পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ99శు তুমি নাই, মিছে বসন্ত আসে বনে বিরহ-বিকল চঞ্চল সমীরণে । দুৰ্ব্বল মোহ কোন আয়োজন করে যেথা অরাজক হিয়া লজ্জায় মরে, ঐ ডাকে, রাজা, এস এ শূন্ত ঘরে হৃদয় সিংহাসনে ॥ চেয়ে আছে নারী, প্রদীপ হয়েছে জালা, বিফল ক’রে। না বীরের বরণডালা । মিলন লগ্ন বারে বারে ফিরে যায় বরসজ্জার ব্যর্থতা-বেদনায়, মনে মনে সদা ব্যথিত কল্পনায় তোমারে পরায় মালা ॥ রথ তব তার স্বপ্নে দেখিছে জেগে, ছুটিছে অশ্ব বিদ্যুৎ-কষ লেগে । ঘুরিছে চক্র বহি-বরণ সে যে, উঠিছে শূন্তে ঘঘর তার বেজে, প্রোজ্জল চুড়া প্রভাত স্বৰ্য্যতেজে, ধ্বজ রঞ্জিত রাঙা সন্ধ্যার মেঘে ॥ চাহে নারী তব রথ-সঙ্গিনী হবে, তোমার ধন্থর তৃণ চিহ্নিয়া লবে। অবারিত পথে আছে আগ্রহভরে তব যাত্রায় আত্মদানের তরে, গ্রহণ করিয়ে সম্মানে সমাদরে, জাগ্ৰত করি রাখিয়ে শঙ্খরবে ।