পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S99āు চট্টগ্রামে একই বৎসরে গির্জা নিৰ্ম্মিত হইয়াছিল বলিয়া জানা যায়। চ্যাণ্ডিকানের গির্জানিৰ্ম্মাণে রাজা ও যুবরাজ পাদরীদিগকে যথেষ্ট সাহায্য করিয়াছিলেন বলিয়া তাহারা উল্লেখ করিয়াছেন। কার্ভালোর হত্য পর্তুগীজদিগের মধ্যে কার্ভালো নামে একজন সর্দার জলযুদ্ধে বিশেষরূপ দক্ষ ছিল। কার্ভালে শ্রীপুরের ভূইয়া কেদাররায়ের অধীনে সন্দ্বীপে অবস্থিতি করিত। আরাকান-রাজ সন্দ্বীপ অধিকারের চেষ্টা করিলে কার্ভালো সেখান হইতে চলিয়া আসে, ক্রমে ক্রমে সে চ্যাণ্ডিকান উপস্থিত হয় । চ্যাণ্ডিকানের রাজা তাহাকে আহবান করিয়া পাঠাইয়াছিলেন । আরাকানের রাজা অত্যন্ত দুৰ্দ্ধৰ্ষ ছিলেন। তিনি কার্ভালোর উপর অত্যন্ত অসন্তুষ্ট এইরূপ কথিত হয় যে, প্রতাপাদিত্য আরাকানরাজকে ভয় করিতেন, তাহাকে সন্তুষ্ট করিবার জন্য তিনি কার্ভালোকে হত্যা করিতে মনস্থ করেন। কার্ভালো চ্যাণ্ডিকানে উপস্থিত হইলে, রাজা প্রথমে তাহার যথেষ্ট সম্মান করিয়াছিলেন এবং তাহাকে লইয়া আরাকানরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবেন বলিয়া প্রকাশ করেন। কিন্তু পরে তাহার ঔদাসীন্য দেখিয়া পাদরী ও অন্যান্য ། ཟླ་༧ ཟླ་ কার্ভালোর হতা আশঙ্কা করিয়া তাহাকে নাস্তরে যাইতে উপদেশ দেন । কার্ভালো কিন্তু i্যাণ্ডিকান হইতে যশোরে রাজার সহিত সাক্ষাৎ করিতে । তিন দিন পরে রাজা তাহাকে ও তাহার অনুচরগকে বন্দী করিয়া কারাগারে নিক্ষেপ করেন। পরে তাহাদের হত্যাসম্পাদন হয় বলিয়া সকলে অনুমান করিয়াছিল। প্রতাপকর্তৃক কার্ভালোর হত্য সতীশচন্দ্র মিত্র প্রভৃতি বিশ্বাস করেন না। র্তাহারা বলেন যে, ইহার অনেক পরে কাশীম খার সুবেদারী সময়ে আরাকানরাজের একজন পর্তুগীজ সর্দার কাপ্তেন ডোরমশ কার্ভালো তাহার পক্ষ পরিত্যাগ করিয়া মোগলপক্ষে যোগ দিয়াছিল বলিয়া বাহারিস্তানে উল্লেখ আছে। এই ডোরমশ বা ডে-আমো পূৰ্বৰ্গীজ ডোমিঙ্গস (Domingos) শব্দের ফারসী অপভ্রংশ। প্রতাপকর্তৃক হত কার্ভালোরও হন । ভোৰ্মিঙ্গ নামই ছিল । সুতরাং এই দু-জনই এক ব্যক্তি । কিন্তু এক নামের কি দুই ব্যক্তি হইতে পারে না ? আর ডোরমশ ও ডোমিঙ্গকে একই প্রমাণ করিতে চেষ্ট যে কষ্টকল্পনা তাহাতে সন্দেহ নাই। ডুজারিকের গ্রন্থে প্রথমোক্ত কার্ভালোকে ডোমিনিক ( Dominique ) নামে উল্লিখিত দেখা যায়। কার্ভালোর মৃত্যু-সংবাদ পরদিন মধ্যরাত্রিতে চ্যাণ্ডিকানে পৌছিয়াছিল বলিয়া পাদরীগণ উল্লেখ করিয়াছেন। পাদরী ও অন্যান্য পৰ্ব গীজগণ চ্যাশুিকান হইতে পলায়ন করেন । র্তাহীদের গির্জ। ভূমিসাৎ হয়। এখানে আমরা একটা কথা বলিয়া রাখি যে, দুই কার্ডালে একই ব্যক্তি হইলে, যশোরের ঘটনার দীর্ঘকাল পরে কার্ভালোর কোনও সংবাদ না পাওয়ার কারণ বুঝা যায় না। গঞ্জালেশ ফিরিঙ্গীর নামই সেসময়ে প্রচারিত হইয় পড়িয়াছিল । আরাকান-রাজ ও কার্ভালো দুই শত্রুর মিলনও অসম্ভব । সতীশবাবু এ সম্বন্ধে আর যাহা বলিয়াছেন, তাহ প্রবাদ বা র্তাহার কল্পনাপ্রভূত । চ্যাণ্ডিকান কোথায় ? চ্যাণ্ডিকান কোথায় এ-সম্বন্ধে আমরা আমাদের প্রতাপাদিতো বিশেষরূপে আলোচনা করিয়াছিলাম । আমরা নানা প্রমাণে দেখাইয়াছিলাম যে, সাগরদ্বীপই চ্যাশুিকান। সার টমাস রোর মানচিত্রে এঞ্জিলি ব! fşgħą vigoitza Effgreiz ātri (Ile de Chundican) অঙ্কিত আছে। এই মানচিত্র সার টমাস রোর সহচর বেসিনকর্তৃক অঙ্কিত। সামুয়েল পার্শাও লিখিয়াছেন যে, চ্যাশুিকান গঙ্গার মোহনায় অবস্থিত which lyeth at the mouth of the Ganges ) আর বহুস্থলে প্রতাপাদিত্যকে সাগরদ্বীপের শেষ রাজা (The last King of Saugur Island) *foral Boaz করা হইয়াছে। বেভারিজ সাহেব ও সতীশচন্দ্র মিত্র ধূমঘাটকে চ্যাণ্ডিকান প্রমাণ করিতে চেষ্টা করিয়াছেন। বেভারিজ সাহেব চ্যাশুিকান প্রদেশকে চাদ খার জায়গীর বলিয়া চাদখা হইতে চ্যাণ্ডিকান কথার উৎপত্তি মনে করেন এবং ধূমঘাটকেই চাদখা জায়গীরের প্রধান স্থান ( Chandican