२२७ | S99āు কারণ মানুষের জীবনে এমন কিছু আছে যা ছেলের জন্যেও ধোয়ানো যায় না। কুমুদিনীকে বিদায় দিয়ে বিপ্রদান নিতান্ত একাকী নিঃত্ব অসহায়। আর কুমু? কে জানে তার এর পরে কি ঘটেছিল। লেখক এ সম্বন্ধে কিছু বলেন নি । এই উপন্যাসখালির মধ্যে তিনটি প্রধান আর তিনটি অপ্রধান চরিত্র আঁকা হয়েছে, আর কয়েকটি আছে আনুষঙ্গিক চরিত্র। সব কয়টিই জীবন্ত মানুষ হয়েছে। তার মধ্যে সব চেয়ে ফুটেছে মধুসূদন, বিপ্রদাণ, আঃ কুমুদিনী। নবীন, মোতির মা, খামাও অল্পের মধ্যে স্পষ্ট আকার ধারণ করেছে। আনুষঙ্গিক চরিত্রের মধ্যে আমাদের মনে ছাপ রাখে হাবলু বা মোতি, আর কালুদাদা। মধুসূদনের চেহারা আং চরিত্র সম্বন্ধে যথেষ্ট পরিচর পূৰ্ব্বে দিয়েছি। কুমুদিনীয়ও পরিচয় আমরা পেয়েছি। এদের দুজনের চরিত্রের বৈপরীতা লেখক অতি চমৎকার করে দেখিয়েছেন, প্রতিদিন যে হুকুম করে লোককে অবিশ্বাস করে অভ্যন্ত, সেই মধুস্থানের কাছে কুমুর সহজ অথচ অনমনীয় আত্মমৰ্য্যাদাবোধ অবোধ্য হয়ে যত বিভ্রাট হুষ্ট করেছে। বিপ্রদাস আর নবীন ঈশ্বরে অবিশ্বাসী অথচ ধাটি মানুষ। কুমুদিনী তার এই দাদার হাতে তৈরি। বিদায়ের দিন সে তায় দাদাকে বলেছিল--"সমস্ত গিয়েও তবু স্বাকী থাকে, সেই আমার অফুরানো সেই আমার ঠাকুর। এ যদি না বুত্ৰ তুম তাহলে সেই গাঙ্গে ঢুক্তুম না। দাদ। এ সংসারে তুমি আমার আছ বলেই তবে এ কথা আমি বুঝতে পেরেছি।" অতএব বিপ্রদাস ঠিক নাস্তিক ছিলেন বলা যায় না। তার ধর্ম মলুয়ত্বের ও স্বারনিষ্ঠার, আত্মসন্মান ও আত্মমৰ্য্যদার উপর প্রতিষ্ঠিত। ७ई छै%छाम् इ#ां९-१नौ यांद्र तृभिङ्गांौ यष्ठिछांठ राख्रिश्न চরিত্রের তারতম্য অতি মুনার করে দেখানো হয়েছে । তার সঙ্গে সঙ্গে গত উনবিংশ শতাব্দীর বাংলার ধনীগৃহের ছবি অত্যন্ত কুণর ভাবে আঁকা হয়েছে। সমাজে স্ত্রীলোকের অধিকার, গৃহে তার স্থান আর মর্যাদা, স্বামী-স্ত্রীর সম্পর্ক, প্রভৃতি বহু সমস্তার সমাধান এর মধ্যে পাওয়া যাবে। একদিকে জোর করে শ্রদ্ধা খ্ৰীতি আদায় করবার চেষ্টা, আর তার পাশেই অনায়াসে উৎসারিত শ্রদ্ধাভক্তিয় চিত্র চমৎকার हैह । বিগ্রাস যেন গ্রন্থকারের প্রসিদ্ধ উপহাস গোরায় পরেশবাবুই একটি প্রতিচ্ছবি। শান্ত, সমাহিত, অথচ দৃঢ়, বলিষ্ঠ প্রকৃতি, উাকে জালেই শ্রদ্ধা করতে হয়, তার কাছে মাধ। আপনি নত হয়। এই উপন্যাসের মূল কথাটি হচ্ছে যে লোকের হার-জিৎ বাইরে থেকে দেখা যায় না। তার ক্ষেত্রটা লোকচক্ষুর অগোচরে। জগতে ধারা মার্টার, ধারা বাস্তবিক বড়লোক, ঙার কালে কালে অযোগোর হাতে মাং খেয়েই নিজেদের শ্রেষ্ঠতা প্রমাণ করে ভিতরে যাকে শ্রেষ্ঠ বর্ণে { বাইরে তাকেই মারে। এই জন্তে মধুসূদনের হাতে কুমুীি লাঞ্ছন, জার বিপ্রাণের অপমান । ७३ रश्शनिक अननास रशूठ शर। इभूमिौ शओद्र दाष्ट्रि ফিরে যাওয়ার পর তার অভ্যর্থণা দেখানে কি রকম হয়েছিল, তার সন্তান হওয়ার পর লে কি করেছিল, আর সুবোধ-বিপ্রদাসের ছোট ভাই, কুমুদিনীয় ছোটদাদা বিলাত থেকে ফিরে এলেই বা তাদে পরিবারে কি পরিবর্তন ঘটুল, এসব খবর লেখক আমাদের দেন নি। তা ছাড়া বইখানির আরম্ভ হয়েছে কুমুদিনীর পুত্র অবিনাশ ঘোষালের জন্মদিন উপলক্ষ্য করে। তখন তার বয়স হয়েছে বন্ত্রিণ। এই বত্রিশ বংসরের ছেলে অবিনাশ পিতামাতার মাঝখানে থেকে তাদের জটপাকাণে জীবনের জট কতখানি খুলেছে বা আরও পাকিয়ে তুলেছে তাও খবর আমরা কিছু জানতে পারি নি। আরম্ভেরও পূৰ্ব্বে যে আরম্ভ আছে তার কথাতেই এই বই সমাপ্ত হয়েছে, আ৭ল গল্পের উপসংহার বাকী থেকে গেছে, অবিনাশের বয়দের বত্রিশ বৎসরের ইতিহাস ব্যক্ত হয় নি। সেই অপ্রকাশিত ইতিহাস জানার জন্য মনের মধ্যে একটা আগ্রহ থেকে যায়, আর বইখানিকে অসমাপ্ত মনে হয়। আশা করি লেখক এস একটা উপসংহার লিখে আমাদের কৌতুহল নিবৃত্তি করবেন। এই উপন্যাসের বিষয় হচ্ছে দাম্পত্য সম্পর্কের সমস্ত। সেই জন্য এর মধ্যে নরনারীর সম্পর্কের আর অধিকারে অনেক ব্যাপার উপস্থিত করা হয়েছে, এবং দেগুলির নিপুণ বিশ্লেষণ ও সমাধান করা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথই আমাদের বাংলা উপন্যালে মনস্তত্ত্ব-বিশ্লেষণ প্রথম প্ৰবৰ্ত্তন করেন, এবং এই কৰ্ম্মে তার অনন্যসাধারণ দক্ষত সৰ্ব্বজনবিদিত। নরনারীর আকর্ষণবিকর্ষণের তত্ত্ব সমাধানের জন্য এই উপন্যাসে প্তামামুণীকে অবতারণ করতে হয়েছে, এবং লে যেন কুমুদিনীয় চরিত্রের পটভূমিকা হয়ে কুমুর চরিত্র ও গুচিত। আরও ফুটয়ে তুলেছে, এবং মধুসূদনেরও চরিত্রকে স্পষ্টতর করেছে। কিন্তু খামার আচরণ এমন লালসাময় এবং কুহী যে তার কখ পড়তে গেলে মনে জুগুপসা উদিত হয়। এইটি সমস্তার অপরিহার্ঘ্য অঙ্গ হলেও মনে হয় এই দৃষ্ঠটা না ধাকৃলেই ভাল হত। উপন্ধাদের আগাগোড়াই ঘাতপ্রতিঘাত আর সংঘাত, কাজেই মন क्लीख़ रुग्न यांतांद्र श्रां★की झेिज़ । किङ् cणथाकद्र ५ङjरुभिक चक्र অণাবিল হাস্করস প্রায় সকল কথোপকথনের ভিতর প্রচ্ছন্ন থেকে উপাখ্যানের কঠোরতাকে সরণ করেছে। আর স্বার্থ মান অভিধান মৰ্যাদা সন্মান বৈষয়িকতা জানিবনাও আর ভুল বোঝাবুঝির মধ্যে বালক হাবলু বা মোতির সরল একাগ্র ডি আর ভালবাগ সমস্ত বইখানিকে বিশুদ্ধ করে রেখেছে। সৰ্ব্বোপরি বিরাজ করছে বিপ্রদাসের বলিষ্ঠ ও দ্যারনিষ্ঠ ব্যক্তিত্ব। বিপ্রদাসের চরিত্র যেন মধুসূদনের সকল কলুষতা আর ক্ষুদ্রত ডুবিয়ে দিয়ে সমস্ত পারিপাকি BBB S DD BBB BBBD HHHBBB DDDDD BBS BB DDDDDDS DDD BBB BBS
পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।