পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫৮ খেলোয়াড়রা । আছেন ( যদি সে প্রস্তুত থাকে ) ; নাই ( যদি সে প্রস্তুত না থাকে ) । বিড়াল । খাবার সময় হয়নি কি ? এইরূপ প্রশ্নোত্তরের সময় চক্রের ছেলেরা পাঁচবার রুমাল লুকানো ঘুরিয়া ঘুরিয়া আবৰ্ত্তন করে। তাহার পর তাহারা থামে। SOOāు মেয়ের দুই দলে বিভক্ত হইয়া সাম্ন-সামনি বসিয়া বা দাড়াইয়া থাকে। প্রত্যেক দলের এক এক জন কাপ্তেন ব। নেতা থাকে। সে বসে না। প্রত্যেক খেলোয়াড়কে এক একটি ফুল বা ফলের নাম দেওয়া হয় । এক দলের কাপ্তেন তাহার দলের এক জনের চোথ হাত দিয়া বন্ধ করিয়া দেন । অন্ত দলের এক জন আস্তে আস্তে আসিয়া এই চোখ-ঢাকা খেলোয়াড়টির মাথায় টোক দিয়া চলিয়া যায় এবং তাহার পর নিজের দলে গিয়া নিজের জায়গায় বা স্থান পরিবর্তন করিয়া অন্য কাহারও জায়গায় বসে। অতঃপর চোখ-ঢাকা ছেলেটির চোখ খুলিয়া দেওয়া হয়। তাহাকে অনুমান করিতে হয়, কে তাহার মাথায় টোক মারিয়াছে। সে অন্য দলে গিয়৷ প্রত্যেকের মুখ পৰ্য্যবেক্ষণ করে, প্রত্যেকের বসিবার ভঙ্গী লক্ষ্য করে, এবং অন্যান্য অনেক বিড়াল চক্রের বাহিরে যেদিকে থাকে, ইদুর চক্রের বিষয়ু মন দিয়া দেখে—এইরূপে যে টোক মারিয়াছে ভিতরে তাহা হইতে দূরবর্তী দিকে থাকে। বিড়াল তাহাকে আবিষ্কার করিতে চেষ্টা করে। সে মুখ এই দিকে চক্রের ভিতর লাফ দিয়া ঢুকে এবং ইদুর অন্য দিক দিয়া পলাইয়া যায়। যতক্ষণ পৰ্য্যস্ত না বিড়াল ইদুরকে ধরিয়া “খায়’, ততক্ষণ খেলা চলিতে থাকে। এই “খাওয়াটা”তে ছেলের খুব আমোদ পায় । ৩ । রুমাল লুকানে । এই খেলাটির বর্ণন, চায়না জনালে * দেওয়া হয় নাই। বলা হইয়াছে যে, ইহা ঐ প্রকারের বিলাতী খেলার মত। তাহ কাহারও জানা থাকিলে লিখিবেন । ছবি হইতেও কেহ কেহ হয়ত অকুমান করিতে পরিবেন। অহমানের খেলা । এই খেলায় ছেলেরা বা অনুমানের থেল ভ্যাচাইয়া নানা রকম অদভদী করিয়া “অপরাধী" ব্যক্তিকে হাসাইতে চেষ্টা করে। কিন্তু অন্যেরা সবাই নিৰ্ব্বিকার উদাসীন ভাব অবলম্বন করে, কিংবা

  1. 3