S99ళు লুক্কায়িতের অন্বেষণ যখন তাহার মনে হয় সে ইট-ধারীকে আবিষ্কার করিতে পারিয়াছে, তখন তাহাকে বলে, “এই দিকে এস।” তাহার অতুমান ঠিক হইলে ইটধারী তাহার স্থান অধিকার করে ; ঠিক ন৷ হইলে যতক্ষণ পর্য্যস্ত ইট-ধারী আবিষ্কৃত না হয়, ততক্ষণ অষ্টমান চলিতে থাকে। ৪নং খেলার মত এই খেলাতেও পৰ্য্যবেক্ষণ-শক্তি বাড়ে। উৎক্ষিপ্ত জিনিষ হাতের পিঠে ধরা ৬। ডুগডুগির আকারের দু-মাথা লাটিমের খেলা । ইংরেজীতে ইহাকে ডায়াবোলে ( diabolo ) বলে । ইহা ছড়ি ও দু-মাথা লাটিম দিয়া থেলিতে হয়। দড়ির উপর , লাটিমটি ঘূর্ণিত রাখিতে পারিলে এবং মধ্যে মধ্যে উহাকে আকাশে ছুড়িয়া দিয়া ঘূর্ণিত অবস্থাতেই উহাকে দড়ির উপর ধরিয়া ঘুরাইতে পারিলে তাহার দ্বারা খেলোয়াড়ের নৈপুণ্য প্রমাণিত হয়। এক এক জন ওস্তাদ এক ঘণ্টা বা তাহার অধিক সময় লাটিমটিকে ঘুরাইতে এবং মাথা ও ঘাড় বেষ্টন করাইতে এবং দুই পায়ের ফাক দিয়া চালাইতে পারে। আগেকার কালে ইহার এই খেলা দেখাইয়া বেড়াইত এবং দর্শকদের নিকট হইতে পয়স। আদায় করিত । থোড়া পা ৭ । ঘর ডিঙ্গান । খড়ি দিয়া মেজেতে ছয়টি বা তাহার বেশী ঘর আঁকা হয়। এক টুকরা ইট বা পাথর এক পায়ে দাড়াইয়া লাথি মারিয়া এক ঘর হইতে আর এক ঘরে লইয়া যাইতে হয় এবং এক পায়ে লাফাইয়। ঐ ঘরে যাইতে হয় । ইট বা পাথর কিংবা পা ঘরের রেখায় লাগিলে চলিবে না কিংবা ঘরের বাহিরে গিয়া পড়িলেও চলিবে না। যতক্ষণ থেলা চলিবে, ততক্ষণ এক পায়ে দাড়াইয়া থাকিতে হইবে। তোলা পা মাটিতে ঠেকিলে খেলোয়াড়ের হার } যে যত বেশী ঘর দখল করিতে পারে, তাহার জিত হয় । - த.
- !',