পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অরণ্য-কাণ্ড শ্রীমনোজ বস্তু মৌজাটি নিতাস্ত ছোট নয়। আগ্রহায়ণ হইতে জরীপ চলিতেছে, খানাপুরী শেষ হইল এতদিনে । হিঞ্চেকলমীর দামে আঁট নদীর কূলে বটতলার কাছাকাছি সারি সারি তিনটি তাবু পড়িয়ছে। চারিদিকে বিস্তীর্ণ ফাকা মাঠ । শঙ্কর-ডেপুট সদর ক্যাম্প হইতে আজ আসিয়৷ পৌছিয়াছে। উপলক্ষ্য একটা জটিল রকমের মোকদম । ছোকরা মানুষ, ভারী চটপটে—পস্ট্রীবিয়োগের পর হইতে চাঞ্চল্য যেন আরও বাড়িয়া গিয়াছে। আসিয়াই আমিনের তলব পড়িল । আমিনকে ডাকিতে পঠাইয় একটা চুরুট বাহির করিল। চুরুটের কোঁটায়ু সেই সাত মাস আগেকার শুকনে বেলের পাত ক’টি এখনও রহিয়াছে । সাত মাস আগে একদিন বিকালবেল তাহদের দেশের বাড়িতে দোতলার ঘরে ঢুকিয় শঙ্কর জিজ্ঞাসা করিয়াছিল— বোরাণ, কালকে কি বার ? সুধা বলিয়াছিল—পজি দেখগে যাও, আমি জানিনে--তারপর হাসিয়া চোখ দুটি বিস্ফারিত করিয়৷ বলিয়াছিল--চলে যাবেন তাই ভয় দেখান হচ্ছে, ভারী কিনা ইয়ে— শঙ্করও খুব হাসিয়াছিল। কর তবে না হয় যাইনে— —থাকৃ | —তার মানে ? এই যে আমি চলে যাব আমার মোটেই কেন কষ্ট হচ্ছে না—না ? কোন জবাব না দিয়া সুধারাণী অত্যন্ত মনোযোগের সহিত কাপড় কোচাইয়া পাট করিতে লাগিল। শঙ্কর তাহার হাত ধরিয়া কাছে আনিল । —শোন সুধারাণী, উত্তর দাও— বলিয়াছিল—যদি মান —নিজের ত জান— । তবু কথা কহে না দেখিয় শঙ্কর বলিতে লাগিল—আমি চলে যাব ব’লে তোমার কষ্ট হচ্ছে কিনা সেই কথাটা বল আমায়—ম বললে শুনছি নে কিছুতে— । —•Ti —সত্যি বলছ ? —ন!—ন।--না---বলিয়। হাত ছাড়াইয়। সুধা বাহির হইয়। যাইতেছিল। শঙ্কর পলায়নপরার সামনে গিয়, দাড়াইল । —মিছে কথা । চাও দিকি সুধারাণী— দেখি, আমার দিকে চাও—কই, সুধা তখন দুই চক্ষু প্রাণপণে বুজিয়া আছে। মুখ ফিরাইয়া ধরিতেই ঝর-ঝর করিয়া গল বহিয়া চোখের জল গড়াইয়া পড়িল । আঁকিয়া বাকিয়৷ পাশ কাটাইয়া বধু পলাইল ।. শেষ রাতে বৃষ্টি নামিয়াছে। লক্ষ্মণ বাহির হইতে ডাকিল—ছোটবাবু, ঘাটে ষ্টীমার সিটি দিয়েছে। সুধারাণী গলায় আঁচল বেড়িয়া প্রণাম করিল। কহিল— দাড়াও একটু। তাড়াতাড়ি কুলুঙ্গীর কোণ হইতে সন্ধ্যাকালে গোছাইয়া-রাখা বিল্বপত্র আনিয়া হাতে দিল । দুর্গ, দুর্গ, দুর্গা–হপ্তায় একথানা করে চিঠি দিও, যখন যেখানে থাক, বুঝলে ?. আরও একটা দিনের কথা মনে পড়ে, এমনি এক বিকাল বেলা মামুদপুর ক্যাম্পে সে জরীপের কাজ করিতেছে, এমন সময় চিঠি আসিল, স্থধারাণী নাই। ইতিমধ্যে নক্সা ও কাগজপত্র লইয়৷ ভজহরি আমিন সামনে আসিয়া দাড়াইয়াছিল। ... —দু’শ দশ—এগার—তার উত্তরে এই লগে দুশ —বারে পরের মনের কথা আমি জানি বুৰি- , বাবে মৃদ্ধর টা—বলিয়া ভজহরি নক্সার উপর জায়গাটা