পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিরাজ। সাদীর কবরোদানে কবিকে নাগরিক অভিনমান ভাবে মু্যায্যঅন্যায্য সকল প্রকার ফরমাস সহ করেছিলেন, তার জন্য তিনি আমাদের সকলেরই বিশেষ ধন্যবাদ এবং কুতজ্ঞতার পাত্র । মহাসমারোহে ভোজ, অভিনন্দন, অভিবাদন, ইত্যাদি কদিন চলল । দু-চার জন কবির সঙ্গে নিভৃত আলাপও করলেন। শ্ৰীযুক্ত ডষ্টি নামে এদেশের এক সাংবাদিক এবং পালামেন্টের মে স্বা র কবি কে আলোচনার মধ্যে প্রশ্ন করলেন, “আপনি এদেশে কি দেখবেন মনে কয়ে এসেছেন ? কবি বললেন, প্রাচীন পারস্ত, যাহা এককালে সভ্যতা জ্ঞান এবং কলাবিদ্যার জন্য জগদ্বিখ্যাত ছিল, আমি সেই পারস্ত দেখতে এসেছি। ডষ্টি বললেন, ‘সে পারস্য খুজে পাওয়া আপনার o ン -V.y o শিরাজ। সার্দীর কবর-স্থান পক্ষে দুরূহ হবে ; কেন-ন, এখন প্রাচীনের আদর নেই, নূতনেরই আদর ' শাহের সঙ্গে অভিনন্দন-প্রত্যভিনন্দন তারযোগে হ’ল । ১৫ই এপ্রিল সকাল ৮ টায় আমরা বুশীর ছেড়ে শিরাজের পথে রওনা হলাম ।

崇 家