পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলার লোকনৃত্য ও লোকসঙ্গীত b)ම් ဖ္ရစ္တား” ਾਂ - * * * * -

রায়বেশে নৃত্যু নৃত্য বাংলার মেয়েদের মধ্যে প্রবষ্টন করতে ভয়ানক ঔৎসুক্য প্রকাশ করছিলেন । আমি যখন বললাম যে, “গহ্বার আমাদের এত আবশ্বক কি ? আমাদের বাংলার পল্লীগ্রামে আমাদের নিজস্ব অনেক সুন্দর মেয়েলী নৃত্য আছে ; সেগুলির পুনঃপ্রচলন করা উচিত", তখন তিনি ব্ৰত মৃত্য—যশোহর আমার কথা একেবারে অবিশ্বাসের ও অবজ্ঞার হাসিতে উড়িয়ে দিলেন আর বললেন,—“বলেন কি মশায়, বাংলার ভদ্রমেয়েদের মধ্যে নৃত্যের প্রচলন আছে, সে আবার কে কোন দিন শুনেছে ? আর যদি থাকেই, তবে সেটা নিশ্চয়ই একটা বা তা রকম হবে। গুজরাট ইত্যাদি অঞ্চলের আর্ট বাংলার আর্টের চেয়ে অনেক উচুদরের ” বাংলার সংকুষ্টির সম্বন্ধে এই যে অজ্ঞতা ও আত্মনিকৃষ্টতা—অবিশ্বাসের ভাব, এটা যে কেবল আমার এই বন্ধটির একটি বাক্তিগত ভাব মাত্র তা নয়—আমাদের আধুনিক শহুরে ও শিক্ষিত সমাজের মনোভাবের এট। একটা সাধারণ দৃষ্টা স্তমাত্র। ভারতের অন্যান্য প্রদেশের অনেক জিনিষেরই আমি প্রশংসা করি ; কিন্তু এটা জোরের সহিত বলব যে, বাংলার নিজস্ব রসকলার সঙ্গে আমাদের একবার সাক্ষাৎভাবে পরিচয় করবার সৌভাগ্য হ’লে ও তার গুণ চিনবার মত চোখ আমাদের খুললে আমরা একদিন বুঝতে পারব যে, কি নৃত্য কি অন্যান্ত রসকল প্রত্যেকটিতেই বাংলার স্থান অতি উচ্চে। আর সেই রসকলার ধারার সঙ্গে আমাদের পরিচয় করতে হবে— বাংলার সহুরে জীবনে ও বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নয় বাংলার পল্লীগ্রামের নরনারীর জীবনে। গত এপ্রিল মাসে কলিকাতায় গলষ্টন পার্কে যে লোকনৃত্য-উৎসবের ব্যবস্থা হয়েছিল। তার অনতিপূৰ্ব্বে আমি যশোহরের পল্লীগ্রামের মেয়েদের মধ্যে প্রচলিত “ঘট-ওলানো"-ত্ৰত নৃত্যের আবিষ্কার করি ; এবং সেই উৎসবে এই ব্ৰত প্রদর্শন করবার স্বযোগ আমার হয়েছিল।