পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8છે. ব্যাখ্যা করিয়া দিয়াছেন। অমুতলাল বসুর প্রহসন ‘বেীমা’তে অভিনেত্রীগণ দ্বারা নাটকের উপসংহারে এইরূপ কাৰ্য্য করান হইয়াছে। ংস্কৃতের ন্যায় বাঙ্গলি নাটকেও পরিচ্ছেদবিভাগ সাধারণতঃ ‘অঙ্ক’ এই প্রাচীন নামেই নিদিষ্ট হইয়াছে।* তবে কোথাও কোথাও অন্ত নামও ব্যবহার করা হইয়াছে দেখিতে পাওয়া যায়। শ্ৰীহৰ্ষ প্রণীত সংস্কৃত রত্নাবলীর অনুবাদ হুইলেও রামনারায়ণ র্তাহার ‘রত্নাবলী’ নাটকে অঙ্কের পরিবর্তে ‘প্রকরণ’ এই নূতন শব্দ ব্যবহার করিয়াছেন। কালীপ্রসন্ন সিংহ তাহার ‘মালতীমাধব-এ অঙ্কের নাম দিয়াছেন কাণ্ড । বৰ্দ্ধমানাধীশ্বর মহারাজ বাহাদুরের আদেশানুসারে বিরচিত বদ্ধমান হইদু-শকবি-১৭৯৬-তে প্রকাশিত 'কাপালিক’ নাটকেও 器、 ংস্কৃত নাট্যশাস্ত্রে অঙ্কের স্ট্রেন উপবিভাগ করা হয় নাই । ‘কুলীন কুলসর্বস্ব' ( مواد ( প্রভৃতি প্রথম যুগের বাম্বালা $8.కళై উপবিভাগ দেখিতে পাওয়া যায় না । কালক্রুমে # আদর্শে এই উপবিভাগ বাঙ্গালায় প্রবর্তিত হয়। এই উপবিভাগের নামকরণ সম্বন্ধে কিন্তু একটু অসুবিধা হইয়াছিল—তাহার কারণ সংস্কৃতে এ জাতীয় বিভাগ ও তৎসূচক শব্দের অভাব । তাই একএক জনে এক-এক নাম ব্যবহার করিয়াছেন। তারাচরণ সিকদার তাহার ‘ভদ্রাজুন’ নাটকে ( ১৮৫২ ) সংযোগস্থল’ এই নাম ব্যবহার করিয়াছেন । শেক্সপীয়রের Merchant of Venice-এর বঙ্গামুবাদ ‘ভানুমতীচিত্তবিলাস’ ( ১৮৫৩ ) ও কৌরববিয়োগ’ নাটকে হরচন্দ্র ঘোষ মহাশয় ইহার নাম দিয়াছেন ‘অঙ্গ’ । তিনি তাহার রজতগিরিনলিনী’তে কিন্তু বৰ্ত্তমান রীতি অনুসারে গর্ভাস্ক’ শব্দের প্রয়োগ করিয়াছেন । কালীপ্রসন্ন সিংহ তাহার সাবিত্ৰীসত্যবান ও ‘মালতীমাধব নাটকে ইহাকে ‘অঙ্ক’ আখ্যা দিয়াছেন। আর যাহা সংস্কৃত-সাহিত্যে চিরদিন অঙ্ক নামে প্রসিদ্ধ তাহাকে তিনি 'কাগু’ নামে

  • কৃষ্ণকমলের গ্রন্থে অন্ধবিভাগ নাই। পঞ্চানন বন্দ্যোপাধ্যায়ের রমণী নাটক’ (সন ১২৫৪ সাল-শকাব্দী: ১৭৬৯, ইং ১৮৪৮ সাল ) নাটক ৰূম অভিহিত হইলেও অন্ধ বা কোনরূপ পরিচ্ছেদে বিভক্ত হয় নাই ।

590ఖిx অভিহিত করিয়াছেন । ১ কোন কোন স্থলে নাটকের শেষ দৃশ্ব ক্রেীড়াঙ্ক বা উজ্জল দৃশ্ব নামে অভিহিত হয় এবং তাহার পূৰ্ব্বে পটপরিবর্তন এই নির্দেশ দেখা যায় । রামনারায়ণ তর্ক রত্বের নবনাটকের তৃতীয়াঙ্কে এই উপবিভাগ অর্থে প্রস্তাব শব্দটি ব্যবহৃত হইয়াছে। ‘বিদ্যাসুন্দর’ নাটকে ( ১৮৫৮ ? ) ইহার নাম প্রস্তাবনা ॥২ বৰ্ত্তমানে এই বিভাগনির্দেশের জন্য সাধারণতঃ দুইটি নাম ব্যবহৃত হয়—(১) দৃশ্য, (২) গভাঙ্ক। দৃশ্য কথাটি ইংরেজী scene-o অনুবাদ । গর্ভাস্ক শব্দটি সংস্কৃত বটে—তবে ইহ সংস্কৃতে ‘নাটকান্তর্গত নাটক’ এই অর্থে ব্যবহৃত হইয়াছে, দৃশ্য অর্থে নহে ॥৩ আশ্চর্য্যের বিষয় সংস্কৃতজ্ঞ পণ্ডিত রামনারায়ণ তর্করত্ন মহাশয়ও দৃশ্ব অর্থে গর্ভাস্ক শব্দটি ব্যবহার করিয়াছেন (“মালতীমাধব','রুক্মিণীহরণ ও 'নবনাটক’-এর প্রথম এবং চতুর্থ অঙ্ক দ্রষ্টব্য ) ॥৪ ভারতীয় নাট্যরহস্য ( কলিকাতা, বঙ্গান্ধ ১২৮৪ ) নামক ‘সংস্কৃত সঙ্গীত ও অলঙ্কার শাস্ত্রাতুযায়ী নাট্যপ্রকরণ গ্রন্থে ( পৃ. ৫ ) গ্রন্থকার শৌরীন্দ্রমোহন ঠাকুর মহাশয়ও গর্ভাঙ্ক শব্দ এই অর্থেই ব্যবহার করিয়াছেন বলিয়। বোধ হয় । ১ সাহিত্য-পরিষৎ-পত্রিকা, ১৩৩৮, পৃ. ৩৬, পাদটীক। ২ ১৮৬৫ সালে প্রকাশিত। এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণের এক খণ্ড বঙ্গীয় সাহিত্য-পরিষদের গ্রন্থাগারে অাছে। এই সংস্করণ ঈশ্বরচন্দ্র বসু এও কোং কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হইয়াছিল । প্রকাশকের নিবেদন হইতে জানা যায় যে সাত বৎসর পূৰ্ব্বে কোনও বিশিষ্ট ভদ্রলোক কতিপয় বন্ধুর অনুরোধে এই গ্রন্থ রচনা করেন এবং উহাদেরই ব্যবহারার্থ ইহার একশত খণ্ড মাত্র মুদ্রিত করান। বোধ হয় এই গ্রন্থকেই যতীন্দ্রমোহন ঠাকুরের রচিত বলিয়া নির্দেশ কর। হইয়াছে। (সুশীলকুমার দে-সাহিত্য-পরিষৎ-পত্রিকা, ৩৮শ খণ্ড, 했, 8) 1 ৩ সংস্কৃতেও গর্ভাঙ্ক শব্দটি কেবল বিশ্বনাথই ব্যবহার করিয়াছেন বলিয়া মনে হয়। উত্তরচরিতে সপ্তম অঙ্কে রাম প্রভৃতির সম্মুখে রামচরিতবিষয়ক যে নূতন নাটকের অভিনয় দেখান হইয়াছে টীকাকারদের মতে তাহার নাম গর্ভাঙ্ক নহে, অস্তুমৰ্পট্য বা অস্তনটিক । ৪ খ্ৰীযুক্ত সুশীলকুমার দে মহাশয় লিখিয়াছেন– “... গর্ভান্ধগুলি ইংরেজী নাটকের Act ও Sceneএর অনুকরণে অঙ্কের অন্তভুক্ত লহে ; বরং এক-একটি অঙ্ক শেষ হইলে এক-একটি গর্ভাস্ক জারঞ্জ হইয়াছে । সংস্কৃত নাটকে গর্ভাঙ্ক বিরল হইলেও সংস্কৃত গর্ডাক্ষ শব্দের ইহাই বোধ হয় ডাৎপৰ্য্য।' (সাহিত্য পরিবৎ-পত্রিকা, ৩৮শ ভাগ, পু,

  • )। এরূপ উক্তির ভিত্তি কি বুঝা গেল না।