পাতা:প্রবাসী (দ্বাত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1:న్ని "প্রবাসীচী ভূতিবৰ্ম্ম অভূদিত হইয়াছিলেন। শাসনোক্ত পুস্তুবা ভূতিবৰ্ম্মার উৰ্দ্ধতন অষ্টম পুরুম। বাণের এবং ভাস্করবর্ধার সমসময়ের চীনদেশীয় পরিব্রাজক য়ুয়ান চোয়াঙ্গ নরকের আখ্যান শুনিয়াছিলেন, এবং তিনিও লিখিয়া গিয়াছেন, কামরূপাধিপতি ভাস্করবর্মী নারায়ণ দেবের বংশধর । ভূণস্বরবৃশ্মীর প্রশস্তিকায় যে মহাভারত হইতে নরক-ভগদত্তবজদত্তের আখ্যান গ্রহণ করিয়াছিলেন তাহার প্রমাণ অর্জুনের উল্লেখ , বাণ এবং যুযান চেয়াঙ্গ কামরূপা পুরাবৃত্তবেত্তাদিগের কথাই আবৃত্তি কপিয়াছেন। এখন জিজ্ঞাস্ত, নরক এবং ভগদত্তকে কামরূপে টানিয়া স্থানা কি প্রাচীন প্রমাণসঙ্গত, ন৷ রাজবংশপ্রশস্তিকারের স্বকপোলকল্পিত বাল্মিকীর রামায়ণের ভৌগোলিক বিবরণ সম্ভবতঃ মহাভারতের ভৌগোলিক বিবরণ অপেক্ষ কতকটা প্রাচীনতর। প্লামায়ণের কিঞ্চিন্ধাকাণ্ডের ৪০ হইতে ৪৩ অধ্যায়ে সীতার অন্বেষণে চতুৰ্দ্দকে বানরগণকে পাঠাইতে উদ্যত স্বগ্রাবের মুখে চতুর্ভাগের ভূবিবরণ দেওয়া হইয়াছে। হগব (scশ সর্গে) পূৰ্ব্বদিকে এই সকল প্রাচ্যদেশের নাম করিয়াছেন— "ব্ৰহ্মমালান বিদেহাংশ্চ মালবাম কাশিকোদলাম। মাগধীংশ্চ মহাগ্রামীণ পুণ্ড tং স্ত্যঙ্গং স্তথৈব চ।" এখানে কামরূপ বা প্রাগ জ্যাতিযের নাম লাই এবং বঙ্গেরও নাম নাই । পশ্চিম দিকের বর্ণনায় পশ্চিম সমুদ্রের সম্বন্ধে বলা হইয়াছে 85 |: o os ) ? مسع۔ যোজনানি চতুঃষষ্টি ধরাহো নাম পৰ্ব্বত: । সুবর্ণগৃঙ্গঃ সুমহানগাধে বরণালয়ে। তত্ৰ প্ৰাগজ্যোতিষং নাম জাতিরূপময়ং পূরম্। তস্মিন বসতি দুঙ্গাত্মা মরকে নাম দানব । “অগাধ সমুদ্রে ৬৪ যোজন বিস্তৃত সুবৰ্ণশুঙ্গবিশিষ্ট বরাহ নামক সুমহান পৰ্ব্বত আছে। তথায় প্রাগজ্যোতিষ নামক সুবর্ণময় নগর আছে । এই নগরে নরক নামক দুষ্ট দানব বাস করে ।” রামায়ণের এই প্রাগ জ্যোত্তিযপুর এবং নরক কবি-কল্পনার স্বষ্টি । মহাভারতের সভাপর্বে পাণ্ডবগণের দিগ্বিজয় প্রসঙ্গে চতুর্ভাগের জনপথসকলের বিস্তুত বিবরণ দেওয়া হইয়াছে । এই দিগ্বিজয় ব্যাপারে চতুর্ভাগের মধ্যে উত্তরভাগ জয়ের ভার পড়িয়ছিল অৰ্জ্জুনের উপর এবং পূৰ্ব্বভাগ জয়ের ভাল পড়িয়াছিল ভীমের উপর। ভীমের বিজয় বৃত্তান্তে, অঙ্গরাজ কর্ণের এবং মোদাগিরির ( মুদগগিরি বা মুঙ্গেরের ? ) রাজার পরাজয় বৃত্তান্তের পরে, বলা হইয়াছে (২৯, ১৮৯৫-১১০০) :ততঃ পুণ্ডাধিপং বরং বাসুদেব মহাবলং। কৌশিকীকচ্ছনিলয়ং রাজানঞ্চ মহোজসং ॥ উঙে বলভৃতে বরাবুভৌ তীব্রপরাক্রমে। নিৰ্জিত্যাযে মহারাজ বঙ্গরাজমুপাত্রবৎ ॥ সমুদ্রসেনং নির্জিত্য চন্দ্রসেনঞ্চ পার্থিবং । তামলিপ্তাঞ্চ রাঞ্জানং কর্কটধিপতিং তথা ॥ মৃক্ষানামধিপঞ্চৈব যে চ সাগর-বাসিনঃ ॥

  • হেমচন্দ্র ভট্টাচাৰ্য সংশোধিত সটীক রামায়ণ, কিষ্কিন্ধাকাণ্ড হইতে (শক৮ ১৭৯৬) বচন প্রমাণ তোলা হইল।

+ কলিকাতার এশিয়াটিক সোসাইটি মহাভারতের যে প্রথম সংস্করণ প্রকাশিত করেন তাহা হইতে বচন প্রমাণ তোলা হইল । S99శు এবং বহুবিধান দেশান বিজিত্য পবনাত্মজঃ । বসু তেভ্য উপাদায় লৌহিত্যমগদ্‌বলী। স সৰ্ব্বান ম্লেচ্ছ নৃপতীন সাগরানুপবাসিনঃ। করমাহরয়ামাস রত্নানি বিবিধানি চ ॥ অর্থাৎ ভীম পুণ্ডাধিপ বাসুদেবকে এবং কৌশিকীকচ্ছ নিবাসী রাজাকে পরাজিত করিয়া বঙ্গরাজকে আক্রমণ করিয়াছিলেন,। তারপর ভীম সমুদ্রসেন, রাজা চন্দ্রসেন, তাম্রলিপ্তরাজ, কৰ্কটরাজ, সুহ্মরাজ, সাগরতীরের অধিবাসিগণ এবং ম্লেচ্ছগণকে পরাজিত করিয়াছিলেন । এইরূপে বহুদেশ জয় করিয়া এবং তাহীদের নিকট হইতে ধন লইয়। পবননন্দন ( ভীম ) লৌহিত্য (নদীর তীর পর্য্যন্ত ) গমন করিয়াছিলেন । তিনি সাগরতীরবাসী ম্লেচ্ছনৃপতিগণের নিকট হঠতে কর এবং নামবিধ রত্ন সংগ্ৰহ করিয়াছিলেন । পূৰ্ব্বভাগের এই লৌহিত্য অবশ্বই লৌহিত্য বা ব্ৰহ্মপুত্র নদ। এখানে লোষ্ঠিতানদের তীরবত্তী প্রাগ জ্যোতিষের বা কামরূপের কোন উল্লেথ নাই । সুতরাং মনে করিতে হইবে, সেখানে যে তৎকালে এইরূপ নামধেয় জনপদ বা পুর ছিল তাহা মহাভারতকারের জান ছিল না। কিন্তু অৰ্জ্জুন কর্তৃক উত্তরভাগ দিগ্বিজয় প্রসঙ্গে (সভাপপি, ২৫ ) মহাভারতকার প্রাগ জ্যোতিষ রাজ্য এবং প্রাগ জ্যোতিযের রাজা ভগদত্তের উল্লেখ করিয়াছেন । এই প্রাগ জ্যোতিলের স্থান নির্দেশ করিতে হইলে অৰ্জ্জুনের উত্তর ভাগ বিজয়েব বিবরণ স্মরণ করা অধিশুক । কুলিন্দবিষয় জয় করিয়া অৰ্জ্জুল উত্তর দিগ্বিজয় অরিস্তু করিয়াছিলেন । তার পর আগষ্ট, কালকূট এবং বুলিদ জনপদ এবং সুমণ্ডল নামক রাঙ্গণকে জয় করিয়া এবং তাহাকে সঙ্গে লইয়।— বিজিগ্যে শাকলং দ্বীপং প্রতিবিন্ধ্যঞ্চ পার্থিবং ॥ শাকদ্বীপবাদাশ্চ সপ্তদ্বাপেষু যে নৃপাঃ । অঙ মস্ত চ সন্ত্যেগুৈবিগ্ৰহস্তমুলোহভবৎ ॥ স তানপি মহুেধাসান বিজিগ্যে ভরতষভ । তরেব সহিতঃ সৰ্ব্বৈ: প্রাগ জ্যোতিযমুপাত্রবৎ ॥ তত্ররাজা মহানাগাদ ভগদত্তে বিশাম্পতে । তেনামাং সুমহদুযুদ্ধং পাণ্ডবস্ত মহাত্মনঃ ॥ স কিরাতৈশ্চ চানৈশ্চভূত, প্রাগজ্যোতিযোহ শুবৎ । অন্নৈশ্চ বস্তুভির্যোধৈ সাগরীনুপবাসিভিঃ ॥ ( 5 ہ ہ دے vہ:ہ:561 ) “শাকিলদ্বীপ এবং রাজী প্রতিবিন্ধকে জয় করিয়াছিলেন। সপ্তদ্বীপের অন্তর্গত শাকলদ্বীপে যে সকল নৃপতি বাস করিতেন তাহাদের সহিত অৰ্জ্জুনের সৈন্তের তুমুল যুদ্ধ হইয়াছিল। ভরতশ্রেষ্ঠ অৰ্জ্জুন সেই মহাধনুৰ্দ্ধরগণকে পরাজিত করিয়াছিলেন, এবং উহাদের সকলকে সঙ্গে লইয়া প্রাগজ্যোতিষ আক্রমণ করিয়াছিলেন । হে রাজন, প্রাগজ্যোতিষে ভগদত্ত নামক মহান রাজা ছিলেন। তাহার সহিত মহাত্মা অৰ্জ্জুনের খুব যুদ্ধ হইয়াছিল। কিরাতগণ, চীনগণ এবং সাগরষ্টীরবাসী অস্ত অনেক যোদ্ধগণে প্রাগজ্যোতিষপতি পরিবেষ্টিত হইয়াছিলেন।” তগদত্তকে বশীভূত করিয়া অৰ্জুন উত্তর দিকে যাত্রা করিয়াছিলেন এবং অন্তগিরি, বহিৰ্গিরি এবং উপগিরি জয় করিয়াছিলেন । তারপর যথাক্রমে উলুক রাজ্য, রাজা সেনাবিলুর রাজ্য, দেবপ্রস্থনগর, মোদাপুর, বামদেব, সুদামন, সুসঙ্কুল, উত্তরউলুক, পুরুবংশীয় রাজা বিশ্বগম্বের প্রাজ্য জয় করিয়া এবং পৰ্ব্বতবাসী দম্যগণকে দমন করিয়— -