প্রকৃতির পাঠশালা ,রটিং কাগজে কালী চোষে কেন ? ক্লটিং কাগজ্ঞের আঁশ ছাড়া ছাড়া, আঁশের মাঝে মাঝে ফাক থাকে, তাতে কাগজে অসংখ্য ছিদ্র হয় ; সরু ছিদ্রের * মুখের সঙ্গে তরল কালী ঠেকাঠেকি হইবামাত্র কৈশিকজাকর্ষণে কাগজের ছিদ্রের মধ্যে কালী শুষিয়া যায়। কেশ বা চুলের স্থায় স্বন্ধ ছিদ্রপথে আপন৷ क्ष्हेप्ङ छल श्रोङ्कडे হয়, তাকে কৈশিক-আকর্ষণ বলে। 豪 বুদ্ধ গোল হয় কেন? জলের অতি পাতলা আবরণে যখন বাতাস বাধা পড়ে তখন হয় বুদ্বুদ ; পাতলা তরল আবরণের স্বাভাবিক একটা সঙ্কোচন-প্রবণতা ( tension ) থাকে ; তার জন্য বুদ্ধঘটি সব চেয়ে সম্ভব ছোট আকার ধারণ কবিবার চেষ্টা করে ; বৃত্তাকার হইতেছে বস্তুর সব-চেয়ে ছোট জাকার ; কাজেই বুদ্বুদ বৃত্তাকার বা গোল হয়। 嶺 সূর্য্যোদয় ও স্বৰ্য্যাস্তের সময় আঁকাশে নানা বর্ণবিন্যাস হয় কেন ? সূর্ধ্যের আলোক শাদ ; শাদা রং বহু বর্ণের সমাবেশে হয়—শাদা রঙের মধ্যে মোটামুটি সাতটি রং মিশ্রিত থাকে-বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলদে, কমূল, লাল। শাদ আলো যদি খুব ছোট কোনো ফুটোর মধ্য দিয়া যায়, অথবা একটা তেশিরা কাচের মধ্য দিয়া যায়, তবে সেই শাদা আলো সাত রঙে ভাঙিয়া ছড়াইয়া পড়ে। সূৰ্য্যোদয় ও স্বৰ্য্যাস্তের সময় স্বর্ঘ্যের শাদ আলো তেবৃছ হুইয়া বান্তৰ ভেদ করিয়া আসে ; এবং গ্রহরে আকাgDDHHHD DB BBBB BBBB BB BBBB BBBS খাড়া স্বৰ্য্যালোককে যতখানি গভীর বায়ুস্তর ভেদ করিতে হয়, তেৰ্বছ সুর্ধ্যালোককে তার চেয়ে গভীরতর বায়ুস্তর ভেদ করিতে হয় ; গভীরতর বায়ুস্তর ভেদ করিবার সময় শাদ স্বৰ্য্যালোক বাতাসের মধ্যেকার ধূলা ও জলবাম্পে ধাক্কা লাগিয়া সাত রঙে ভাঙিয়া ছড়াইয়া পড়ে এবং আকাশে বিবিধ বর্ণের বিন্যাস হয়। 嶺 পরিশ্রম করিলে লোকে ইাপায় কেন ? মাছুষ নিশ্বাসে যে বাতাস গ্রহণ করে, তাহার মধ্যেকার অকৃসিজেন গ্যাস তার রক্তকে ক্রমাগত তাজা করিতে থাকে ; রক্ত যত তাজা থাকে মানুষের শক্তি তত বেশী থাকে। পরিশ্রমের সময় শক্তি ব্যয় হয় ; কাজেই রক্তের মধ্যে বেশী অকৃসিজেন গ্যাসের অভাব ঘটে, চাহিদা বেশী হয়, এবং ফুসফুস ঘনঘন বিস্ফারিত প্রস্ফারিত হইয়া নাক মুখ দিয়া ক্রমাগত বাতাস শোষণ করিতে থাকে ; আর লোকে হাপাইতে থাকে। 磺 সমুদ্রের তলার জলের তাপ । প্রায় সকল জিনিসই ঠাও লাগিলে সঙ্কুচিত হয় এবং সঙ্কুচিত হইলেই বস্তুপিণ্ড ঘন হয়। জল শীতল হইলে ঘন হইতে থাকে যতক্ষণ পৰ্য্যন্ত না তার তাপ শতভাগিক (সেন্টিগ্রেড) ৪ ডিগ্রিতে গিয়া পৌঁছে ; তুরি পর জল যত বেশী ঠাও হয় তত বিস্কারিত হইতে থাকে ৰে পৰ্যন্ত না শূন্ত ডিগ্রিতে পৌঁছিয়া জমাট বরফ হইয়া যায়। যে বস্তু যত ঘন তাহা তত ভারি এবং তাঙ্গ তত তলায় পড়ে। সমুদ্রের জলরাশির বিরাট চাপে তার তলার জল সবচেয়ে ঘন হয়, এবং জলের সবচেয়ে ঘন অবস্থার তাপ যখন শতভাগিক ৪ ডিগ্রি, তখন সমূদ্রতলের জলের তাপ এ তিরিাষ্ট চটয় থাকে ।
পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।