পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] AAAAAA AAAA MAMAe eMA AeMAAAA SAS SSAS তাহার স্ব-দলের•লোকেদের এই কথা বলে। তখন দুই দলে বেশ একটা ঝগড়া বাধিয়া যায়। তাহাতে দুই পক্ষেরই অনেকে আহত হয়। এই স্থানে আহত ব্যক্তির উপর কোনো নারী যদি তাহার ঘাবূর ছুড়িয়া ফেলিয়া দেয়, তবে আর কেহ তাহাকে কোনো রকমে আঘাত করে না। যদি কোনো লোকের তাহাকে খুন করিবার বাসনা থাকে তবে সে বাসনা ত্যাজ্য। নিউগায়েনায় যত রকমের ভোজ হয়, তাহার মধ্যে “গাপা” ভোজই সব চেয়ে বড়। প্রায় দুইমাস কাল ধরিয়া এই ভোজ চলে। সঙ্গে সঙ্গে নাচ ও গানের মজলিস হয়। এই সময়ে অনেক বিবাহ-ব্যাপারও হইয়া যায় । ভোজের পূৰ্ব্বে গ্রামের সব বাগানে প্রচুর ফল এবং ক্ষেত্রে শস্ত আছে কি না তাহার সন্ধান লইতে সকলেই ব্যস্ত থাকে। যথেষ্ট পরিমাণে খাদ্য সংগ্রহ করা হয়। তারপর এক গ্রামের লোক অন্য গ্রামের লোকদের কাছে গিয়৷ শূকর ইত্যাদি চাহিয়া আনে। নারিকেল কলা ইত্যাদি বহুবিধ ভোজ্যদ্রব্যের আয়োজন হয়। সমস্ত আয়োজন শেষ হইলে পর গ্রাম-গ্রামাস্তরের নারীদের নিমন্ত্রণ করা হয় । তাহাদের সঙ্গে একটা করিয়া গ্লালি ঝুড়ি থাকে । এই ঝুড়ি তাহারা বাড়ী ফিরিৰার সময় খাদ্যসামগ্রীতে পূর্ণ করিয়া ছাদা লইয়া যায় । যে গ্রামে ভোজ হয় সেই গ্রামের চারিদিকে শক্ত বেড়া দেওয়ার প্রথা চলিত আছে। প্রত্যেক বাড়ীর বারাওতেও বেড়া দেওয়া হয়। নানা রকম লতা-পাত দিয়া বেড়া সাজানো হয় । মাঝে মাঝে নারিকেল এবং কলা ঝুলিতে থাকে। গ্রামের চারিদিকের বেড়াতেও কলার র্কাদি এবং থোকা থোকা নারিকেল টাঙ্গানে থাকে। যে জাতির নামে এই ভোজ হয়, সেই জাতির প্রধান মোড়লের বাড়ীতে শক্ত করিয়া একটা মাচা বাধা হয়। এই মাচা ফুলে ফলে সাজানো হইলে, তাহার উপর রাখা হয় ভারে ভারে নারিকেল কদলী ইত্যাদি নানা প্রকার খাদ্যদ্রব্য। "এই সমস্ত কাজ শেষ হইলে পর নানা গ্রাম হইতে দলে দলে লোক আসিয়া উৎসবে যোগদান করে। পূৰ্ব্বে ভিন্ন গ্রামের লোকের অস্ত্ৰ শস্ত্র লইয়া এই ভোজে যোগদান করিত। যাহাদের সহিত শক্রতা-ছিল, তাহারা মাথায় মহিলা-মজলিস-টরেস ষ্ট্রেট এবং নিউগায়েনার নারী ৭২৯ ബുബ് আড়াআড়ি ভাবে একটা আক বহন করিয়া আনিলে মিত্র বলিয়া পরিগণিত হইত। নারীদের উৎসবের পোষাক দেখিতে বড় চমৎকার। কত রকমের পালক, শামুকের খোলা গহনা করিয়া যে তাহারা পরে তাহার ঠিক নাই । মাদী তোতাপার্থীর রঙীন লেজ বেতে গাথিয়৷ ইহার এক প্রকার মুকুট পরিধান করে। তাহাতে নারীদের বড় চমৎকার মানায়। অনেকে এষ্ট পালকের সঙ্গে স্বগন্ধি ফুলের মালা জড়াইয়া লয়। মেয়ের গলাতে শাখের গহনা পরে। অনেকে কুকুরের দাতের বা শূকরেব দাতের হারও পরে । - নিউগায়েনার হুড নামক অংশে এই ভোজ দুই দিন খুবই জাকজমকের সঙ্গে হয়। উৎসবের প্রথম দিন বিবাহুযোগ্য মেয়েদের বরণ করা হয়। যে মেয়েরা এই দিন বিবাহযোগ্য ‘বলিয়া ঘোষিত হয়, তাহারা নূতন করিয়া উল্কি পরে—নূতন ঘাঘরা পরে। এই ঘাঘূরার ডান দিক একেবারে খোলা থাকে। তাহারা ডুবু বা মঞ্চ আরোহণ করিবার পূৰ্ব্বে “ইরোপি” নৃত্যু করিয়া থাকে । ঢোলের তালে তালে কুমারীরা আগুপাছু পা ফেলিয়া যখন নৃত্য করে দেখিতে বেশ লাগে। প্রায় কুড়ি মিনিট ধরিয়া এই নাচ হয় । তার পর অন্য অনেক রকমের নাচ হয়, তাতে .গ্রামের অন্যান্য অনেকেই যোগদান করে । এই সময় লোকের। খুব সুপারি চিবায় । দ্বিতীয় দিনই ভোজের আসল দিন । এই দিন কুমারীদের বিবাহযোগ্য বলিয়৷ সৰ্ব্বসমক্ষে ঘোযণা করা হয়। আগামী বৎসর যে গ্রাম বা জাতি এই ভোজের ভার গ্রহণ করিবে তাহদের নামও এই দিন সকলকে বলিয়া দেওয়া হয় । মেয়েরা বিবাহযোগ্য বলিয়া গণ্য হইবার পূৰ্ব্বে “ডুবু” মঞ্চে উঠিয়া দাড়ায় । তাহার পর ঢাকের শব্দ হইবা মাত্র তাহারা তাদের ঘাঘূরা খুলিয়া সাম্নে ফেলিয়া দেয়। মেয়েদের পিতার সামনেই দাড়াইয়া থাকে, তাহার ঘাবূর লুফিয়া লয়। তার পর কয়েকজন বৃদ্ধ নারী প্রত্যেক মেয়ের সাম্নে একটা ঝুড়িতে করিয়া কিছু কলা, বাদাম এবং একটা ছুরি, রাখিয়া দেয়। এই বিশেষ সময়ে যেমেয়ের পিতা কোনো দিন মানুষ বধ কুরিয়াছে, কেবল