পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ\ყსr• প্রবাসী ১NP৪২ স্নিগ্ধ তুমি, হিংস্ৰ তুমি, পুরাতনী, তুমি নিত্যনবীন, অনাদি সৃষ্টির যজ্ঞ হতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যাগণনার অতীত প্রত্যুষে, তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ— বিনাবেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত স্থষ্টি অগণ্য বিস্মৃতির স্তরে স্তরে । জীবপালিনী, আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে । তারই মধ্যে সব খেলার সীমা সব কীৰ্ত্তির অবসান । আজ আমি কোনো মোহ নিয়ে আসি নি তোমার সম্মুখে, এতদিন যে দিনরাত্রির মালা গেথেছি বসে বসে তার জন্তে অমরতার দাবী করব না তোমার দ্বারে । তোমার অযুত নিযুত বৎসর সূৰ্য্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মলিত নিমীলিত হতে থাকে তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্যমূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিয়ে তোমার মাটির ফোটার একটি তিলক আমার কপালে ; সে চিহ্ন যাবে মিলিয়ে যে-রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে ॥ হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভোলবার আগে তোমার,নিৰ্ম্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি ॥ শক্তিনিকেতন २७ जहल्लेबग्न sVB0t