পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রহণয়ণ আমাদের পারিপার্শ্বিকের উপর,—আমরা গড়িয়া উঠিয়াছি সভ্যতার মাঝে, না আদি জননী প্রকৃতির কোলে—তাহার উপর। কলিকাতা ও পদ্ম—সভ্যতা ও প্রকৃতির এই দুইটি চরম প্রতীক ধরিয়া লেখক তাহার প্রতিপাদ্যটি ফুটাইবার প্রয়াস করিয়াছেনবিনয়ের জীবনকে উপলক্ষ্য করিয়া । এই গেল বইটির দার্শনিক অংশ। রচনার দিক দিয়—কল্পনার সমৃদ্ধিতে, ভাষার ওজস্বিতায় এমন বই সচরাচর হাতে পড়ে না। জীবন সম্বন্ধে মন্তব্যগুলি খুবই জোরাল— ইংরেজীতে যাহাকে বলা চলে compelling । সব সময় যদি বা মতের মিল নাও হয়, লেখক সন্ত্রম জাগান নিশ্চয়-বোধ হয় শিল্পীর পক্ষে এটা আরও বড় গুণ । ক্রটির মধ্যে প্রধান এই যে এই মন্তব্যগুলি এক এক জায়গায় বড় দীর্ঘ এবং ঘন ঘন । সবচেয়ে মুলার এর প্রধান পটভূমি—পদ্মা, যেখানে এই পুস্তকবর্ণিত জীবন-নাটোর আদি ও অবসান । কলিকাতার অংশটি তেমন জমে নাই, কয়েকটি অংশ একটু অসংলগ্ন এবং অতিরঞ্জিত হইয়। গিয়াছে। ছোটখাট এই রকম কয়েকটি ক্রটি সত্ত্বেও বইখানিকে উপেক্ষ করা চলিলে ন! । ছাপা বাধাই ভাল । আজব বই—সম্পাদক ক্রয়বিনয় রায়চৌধুরী । সাহিত্যকটর, ২২।৫ বি, ঝামাপুকুর লেন, কলিকাতা । লিখিতে পড়িতে জানে এমন সব কিশোরের মন আজকাল vপুঞ্জ। পলক্ষ্যে জুতা, কাপড়, পিরাণের সঙ্গে উপযুক্ত বইয়ের জন্তও উদ্‌গ্ৰীৰ ইয়া থাকে। এই সুযোগে, আনন্দের সঙ্গে শিক্ষা দেয় এমন বই যত ষ্টির হয় ততই ভাল। আলোচ্য বইখানি এই ধরণের। হাঙ্ক, উদর গল্প, কবিতা, গানের সঙ্গে প্রাণিবিজ্ঞান, বস্তুবিজ্ঞান, ইতিহাস, গোলের নান। প্রবন্ধ-কাহিনীতে বইখানি পূর্ণ এবং প্রায় সবগুলিই বশ সুলিখিত। মলাট থেকে মলাট পৰ্য্যন্ত উংকুষ্ট ছবিতে ভর-- কয়েকখানি পাতাজোড় এবং রঞ্জন। ছাপা বাধাইও চিত্তাকর্ষক। ধুলা ১। বেশী হয় নাই । সাগর দোলায় ঢেউ-—শ্ৰীনবগোপাল দাস । চট্টোপাধ্যায় এও সঙ্গ, ২-৩১৷১, কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাত । প্রেম সৰ্ব্বজয়ী, তাহ ভিন্ন অসীম সমুত্রের উৰ্ম্মিদোলায় একট। বৈপ্ন হয় বাধন-ভাঙার সুর অাছে, এই দুইয়ের জষ্ঠ, বিলাতযাত্রার পথে মোহিত তাহার জাতিগত সংস্কারসত্ত্বেও ইংরেজ-দুহিতা শীল এগনের প্রপয়ে পড়িল। বম্বে হইতে নেপল্স—যাত্রার এইটুকুর মধ্যে এই প্রণয়ের সবটুকু কাহিনী শেষ ; কিন্তু এরই মধ্যে লেখক এত সদয় দিয়া বাধা-সঙ্কোচ, মিলন-বিরহের স্বরটি ফুটাইয়াছেন যে বইপাণি সন্তাই বড় উপভোগ্য হইয়াছে। রসটি লিরিক এবং ভাষাটিও ইরই উপযোগী,-হালক: অথচ ঝঙ্কত। প্রসঙ্গক্রমে পথের যে *৭ শাসিয় পড়িয়াছে সেগুলিও খুবই সজীব । সৰ্ব্বসাকলে বইখানি * উপাদেয় হইয়াছে এবং আশা করা যায় রসিক-সমাজে আদর গ: করিবে । দেব গুরুদাস পুস্তক-পরিচয় ২৫১ झां★ांग्न अब्रवन्न cभांश थांकिब्र भिब्रांप्छ। कांशंछ वैiषांडे छांण । মূল্য ১tle । মিলন-সমাধি—সৈয়দ জাফর আহমদ, এম-এ। প্রাপ্তিস্থান ---মুখভূমি লাইব্রেরী, ১৫, কলেজ স্কোয়ার, কলিকাতা । বইখানি কাচ হাতের লেখা, সেই জঙ্গ লেখকের শক্তির পরিচয় মাঝে মাঝে নিঃসংশয় ভাবে থাকিলেও কয়েকটি দোষ একটু বেশী রকম চোখে পড়ে—তাহার মধ্যে স্থানে স্থানে অতিরিক্ত ফেনানো এবং নাটকীয় ভাবে অপ্রত্যাশিতের হঠাৎ আবির্ভাব—এই দুইটির উল্লেখ করা চলে । বইয়ের মূল ভাবটি কিন্তু বড়ই পবিত্র এবং মনোরম—সেটি হিন্দুমুসলমানের ঐক্য,—আর লেখক সেটি এতই দরদ দিয়া, এতই সৰল বিশ্বাসের সহিত ফুটাইবার চেষ্টা করিয়াছেন যে র্তাহাকে ধন্যবাদ ন৷ দিয়া পাক যায় না। তিনি শিক্ষিত, স্বতরাং এ শুধু তাহার ভাববিলাসিত নয়, গভীর উপলব্ধির জিনিষ। বাংলার এই দুর্দিনে এই মিলন-মন্ত্রই যদি তাহার সাহিত্যের ব্রত হয় ত সৰ্ব্বাস্তঃকরণে র্তাহার সফলত কামনা করি । - শ্ৰীবিভূতিভূষণ মুখোপাধ্যায় টাকার কথা—প্রজনাথগোপাল সেন প্রণীত। প্রকাশক, মডার্ণ বুক এজেন্সী, ১০ কলেজ স্কোয়ার, কলিকাতা । ১১৭ পৃষ্ঠা, মুল্য পাচ সিকা। নাম হইতেই বইখানার বিষয় ও পরিধি কতকটা ৰুঝিতে পারা যায় । অর্থশাস্ত্রে ‘টাকার কথা একটি জটিল অপচ অত্যাবগুক প্রশ্ন। অনাথ বাৰু সেই প্রশ্নটির নানা দিক দিয়া সহজ ভাষায় সুন্দর আলোচনা করিয়াছেন । পরিভাষার ঘনঘটায় বিষয়টিকে ঘোরালে না করিয়া এবং বিশেষজ্ঞদের গুরুগম্ভীর দুৰ্ব্বোধ বৈশিষ্ট্যের অগ্রয় না লইয়৷ সাধারণ পাঠকের বোধগম্য ভাষায় অনীপবাবু তাহার বক্তব্য প্রকাশ করিয়াছেন। সুতরাং অবিশেষজ্ঞেরও এই বই সম্বন্ধে মতপ্রকাশের অধিকার আছে। সাধারণ পাঠক হিসাবে বইখান পাঠ করিয়া আমরা তৃপ্তি লাভ করিয়াছি। স্বর্ণমান ( gold standard ) প্রভৃতি বিষয়ের সরল বাংলায় এত স্বন্দর আলোচনা হইতে পারে, অনাথবাবুর বই ন পড়িলে অনেকেই তাহ হয়ত বিশ্বাস করিতে চাহিবেন না । ছাপায় দুই-এক জায়গায় একটু গোলযোগ হইয়াছে, যেমন ২১ পৃষ্ঠার পাদটীকা ২২ পৃষ্ঠায় চলিয়া গিয়াছে। তবে এ-সব ভুল মারাত্মক নয়। বইখানার গুরুত্ব বিবেচনা করিলে এ-সৰ ভুলের উল্লেখ ন-করাই উচিত। বইখানা শুধু যে একটা কঠিন আলোচনার সহায়তা করিয়াছে, তাহ নয় ; বাংলা ভাষারও সম্পদ বৃদ্ধি করিয়াছে। আজকাল বাংলা ভাষার সাহায্যে শিক্ষাপ্রদানের চেষ্টা ক্রমশঃ আরম্ভ হইতেছে ; অর্থনীতির প্রাথধিক পাঠ্য হিসাবে এই বইখানাকে বিশ্ববিদ্যালয় যদি তালিকাভুক্ত করিয়া দেন তবে ছেলেদের প্রভূত উপকার হইবে। ঐউমেশচন্দ্র ভট্টাচাৰ্য্য