পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bاج এত বড় অপবাদেও সবিতা মুখ তুলিল না, কেবল তাহার কাল্প আরও বাড়িতে লাগিল । অবরুদ্ধ কান্নায় তাহার দেহলত এমন করিয়া কঁাপিয়া কঁাপিয় উঠতে লাগিল যে মনে হইল এখনই ওই দোরগোড়াতেঙ্গ সে ভাঙিয়া পড়িবে। সবিতার চোখের জল তপোনাথ সহিতে পারে না । আপনাকে. সংযত করিয়া শান্তকণ্ঠে কহিল—আমার সম্বন্ধে যা-খুলী মনে কর, যা-খুশী বল যায় আসে না। কিন্তু নিরীহ ভদ্রমহিলাকে কেন এর মধ্যে জড়াও ? সবিতা তথাপি কথা কহিল না । তপোনাথ কহিল--এ-কথ। তার কানে গেলে জীবনে আর কখনও আমার মুখ দেখবেন ? এবার সবিতা ঝাঝিয়া উঠিল । অশ্ৰলেখায় কলঙ্কিত হইয়াছে ; মুখে সুর হিংসার ছায়। একটা ভঙ্গী করিয়া তীক্ষ কণ্ঠে বলিল—সেই ত তোমার ভয় । সে আবার মুখ লুকাইয়া কাদিয়া উঠিল। তপোনাথের এবার হাসি পাইল। বুঝিল, ইহার উপর রাগ করা বৃথা । তাহার কাছে সরিয়া আসিয়া অনেক ক্ষণ তাহার দুইটি গও | প্রবাসী ১৩৪২ কি যেন দাড়াইয়া দাড়াইয়া ভাবিল। ধীরে ধীরে তাহার মাথায় হাত বুলাইয়া বলিল—চল দেশে ফিরে যাই। সবিতা মুখ তুলিল না। কিন্তু কান্না বন্ধ করিয়া ধীরে ধীরে কপাট খুটিতে লাগিল । —আজই রাত্রের গাড়ীতে। বাবার জন্যেও মনটা বড় চঞ্চল হয়েছে । বাড়ি যাওয়াও দরকার । এইবার সবিতা উৎসাহিত হইয়া উঠিল। তাড়াতাড়ি বলিল—সত্যি যাওয়া দরকার । তিনি একা রয়েছেন, আমরা কেউ নেই। অমুখ-বিমুখ হ’লে...আর থাকাও ত অনেক দিন হ’ল । চিন্তিত মুখে তপোনাথ বলিল—ছ, সেই ব্যবস্থাই করা যাক । মা কোথায় ? সবিতা পথ ছাড়িয়া দিল । খুব ভাবছেন । —দেখি, তার সঙ্গে একবার • • মায়ের সঙ্গে পরামর্শ করিবার জন্য তপোনাথ ওঘরে চলিল। যাওয়ার সময় সবিতাকে জিনিষপত্র বঁাধ-ছাদা করিতে বলিয়া গেল । বলিল—ওঘরে । তিনিও ●: መ 6 م . , " ويعينه مع © "A" o 23so: $ჯ«\:ჯ•&:Aు ు: o: ..o. A . يوجته .