পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

صوsool\ ক্ষত্রিয়সমাজের নানাবিধ কল্যাণ সাধিত হইয়াছিল। ১৯২৯ সাল হইতে বহুবর্ষ তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্য ছিলেন এবং অস্তান্ত নানাবিধ জনহিতকর প্রতিষ্ঠানের সহিতও তিনি ধনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। কৃতী প্রবাসী বাঙালী ছাত্র— ঐ প্রভাতকুমার দাস হাজরা ১৯৩১ সালে ভূতত্ত্ববিদ্যার উচ্চশিক্ষলাভার্থ জয়পুর রাজ্য হইতে একটি বৃত্তি লইয়। লণ্ডন বিশ্ববিদ্যালয়ের স্ত্রীপ্রভাতকুমার দাস হাজরী অন্তভুক্ত ইমপেরিয়াল কলেজ অব সায়াঙ্গ এও টেকুলজিতে প্রবেশ করেন এবং সাধারণতঃ যে পাঠক্রম সমাপ্ত করিতে চারি বৎসর লাগে তাহা তিন বৎসরে শেষ করিয়। এ-আর-সি-এস ও বি-এসসি (জিয়লজি) পরীক্ষার উত্তীর্ণ হইয়াছেন । সেন্টাল ব্যাঙ্ক অব ইণ্ডিয়া ভবানীপুর শাখা— দেশের আর্থিক উন্নতির সহিত ব্যাঙ্ক ইত্যাদি প্রতিষ্ঠানের যোগাযোগ অবিচ্ছেদ্য। স্বপ্রসিদ্ধ ও স্বপরিচালিত সেন্টাল ব্যাঙ্ক অব ইণ্ডিয়৷ কিছুকাল পূর্বে ভবানীপুরে একটি শাখা খুলিয়াছেন, ইহা স্বসংবাদ । খ্ৰীযুক্ত স্থধেন্দুকুমার দাশগুপ্ত, এম-এসসি, এই শাখার এজেন্ট নিযুক্ত হইয়াছেন। তাছার স্থায় অভিজ্ঞ ব্যক্তির পরিচালনায় উত্তরোত্তর এই শাখাটির প্রবৃদ্ধি হইবে আশা করি। প্রবাসী পঞ্চানন বৰ্ম্ম৷ বয়নশিল্পী ফণীভূষণ দত্ত— ত্রিপুর। কুও শিল্পবিদ্যালয়ের দক্ষ বয়নশিল্পী ফণীভূষণ দত্ত কিছুকাল পূৰ্ব্বে পরলোকগমন করিয়াছেন। শিল্পোন্নতির জন্ত তিনি বহুবিধ প্রচেষ্ট আরম্ভ করিয়া গিয়াছিলেন , তন্মধ্যে আসামপ্রদেশে পাটশিল্পের প্রচলনের উদ্যোগ ও হবিগঞ্জ শহরে একটি বয়ন-বিদ্যালয় স্থাপনের প্রয়াস বিশেষভাবে উল্লেখযোগ্য । বিদেশ বিদেশে বাঙালী স্বধীর সম্মান— জাৰ্ম্মেনীর সুপ্রসিদ্ধ ডয়েণ আকাডেমি’র সিনেটের গত বাৰ্ষিক সভায় স্বপ্রসিদ্ধ বৈজ্ঞানিক ডাঃ মেঘনাদ সাহা করেসপণ্ডিং মেম্বর (corresponding mombor) fr#ffÈ S șRuttga i উক্ত আকাডেমি জাৰ্ম্মেনীতে বিবিধ বিষয়ে উচ্চশিক্ষা লাভেঃ সহায়তার জন্ত ভারতবর্ষীয় ছাত্রদিগকে কয়েকটি বৃত্তি প্রদান করিয় থাকেন। ডক্টর তারকনাথ দাসের পঞ্চাশতবর্ষপূৰ্ত্তি উৎসব উপলক্ষে নিৰ্দ্ধারিত হইয়াছে যে ঐ সকল বৃত্তির একটি অতঃপর তারকনাথ দাস-দম্পতী বৃত্তি বলিয়৷ অভিহিত হইবে। ভারতবর্ষ ও জাৰ্ম্মেনীর মধ্যে সংস্কৃতিগত সৌহার্দ্য বৃদ্ধির জগু ডক্টর দাসের প্রচেষ্টাকে স্মরণীয় করিবার জঙ্ক এই বৃত্তি। ১২-২, আপার সাকুলার রোড, কলিকাতা, প্রবাসী প্রেস হইতে ক্রমাণিকচন্দ্র দাস কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত