পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NPN $NరిSR অষ্ট্রেলিয়তে ঘোটক-চালিত চক্রাকৃতি লাঙ্গলের সাহায্যে জমিতে চাষ দেওয়া হইতেছে ব্যবহৃত হইতেছে না। ভারতবর্ষে চাষীরা বলদের সাহায্যে লাঙ্গল চালনা করিয়া জমিতে চাষ দেয়। ইউরোপে এবং অষ্ট্রেলিয়ার অনেক জায়গায় ঘোড়ার দ্বারা লাঙ্গল পরিচালনা করিয়া জমিতে চাষ দেওয়া হয়। উপরের চিত্র হইতে এই ভাবে জমি কর্ষণ করিবার প্রণালীর খানিকট আভাস পাওয়া যাইবে । এই ছবিতে অষ্ট্রেলিয়ার একটি বৃহদায়তন গমের ক্ষেত্র কি প্রকারে একসঙ্গে অশ্বদ্বারা পরিচালিত অনেকগুলি লাঙ্গলের সাহায্যে কৰ্ষিত হয় তাহা দেখান হইতেছে। ক্যানাডা, আমেরিকা এবং ইউরোপের অধিকাংশ দেশে আজকাল এঞ্জিন-চালিত মোটর-লাঙ্গল অথবা ট্রক্টর দ্বারা জমি চাষ করা হয়। লাঙ্গলের সাহায্যে জমি কষিত হইবার পর জমির ঢেলাগুলি ভাঙিয়া উচুনীচু স্থানগুলি সমতল করিয়া দেওয়া দরকার। আমাদের দেশে সাধারণতঃ মই অথবা বিদের দ্বারা ইহা করা হয়। এই সকল যন্ত্র বলদের দ্বারা পরিচালিত হয় এবং বলা বাহুল্য বিশেষ আয়াসসাধ্য, যদিও ছোট ছোট ক্ষেত্রের পক্ষে ইহা বিশেষ উপযোগী। ক্যানাডাতে স্ববৃহৎ দীর্ঘতৃণাচ্ছন্ন বিস্তীর্ণ প্রান্তর ব্যাপিয়া গমের চাষ করা হয় এবং এঞ্জিন-পরিচালিত ট্রাক্টর দ্বারা কি প্রকারে একসঙ্গে কর্ষণ এবং জমির ঢেলা ভাঙিয়া সমতল করা হয় অন্যত্র চিত্রে তাহা প্রদর্শিত হইল । এই বিপুল শক্তিশালী মোটর-লাঙ্গলের সহিত অনেকগুলি ধাতুনির্শিত ধারাল দাত সংযুক্ত থাকে। তাহারা ঢেলাগুলিকে ভাঙিয়া খণ্ড খণ্ড করিয়া দেয়। কৃষিকার্য্যে যন্ত্রপাতি ব্যবহারের সুবিধা এই যে, যন্ত্রপাতি সহজেই ব্যবহার করা যায় এবং কৃষক জমির অবস্থ বুঝিয়া ইচ্ছামত সময়ে যন্ত্রের চালন করিতে পারে। বলা বাহুল্য, যন্ত্রের সাহায্যে কৃষিকাৰ্য্য খুব তাড়াতাড়ি অগ্রসর হয়—তিন জন কৃষকে প্রাযু বিয়াল্লিশ জন কৃষকের সমান কাজ করিতে পারে। কিন্তু তাই বলির নির্বিশেষভাবে কৃষিকার্ধে ট্রাক্টর, রোটারী টিলার এবং নানাবিধ শস্যসংগ্রাহক যন্ত্রের ব্যবহার বদ্ধিত করিলে অদূর ভবিষ্যতে বেকারের সংখ্যা নিশ্চয়ই বাড়িয়া যাইবে । ভারতবর্ষের পক্ষে কৃষিকার্য্যে যন্ত্রবাহুল্যের বিরুদ্ধে এই যুক্তি বিশেষভাবে প্রযোজ্য , কেননা ভারতবর্ষে চাষের জন্য জমির আয়তনের তুলনায় কৃষক-সম্প্রদায়ের সংখ্যা খুব বেশী। হাঙ্গেরীর কৃষক সম্প্রদায়ের সাধারণ সম্পাদক ইম্রে রোথ মায়ার (Imre Rothmeyer । হাঙ্গেরীর সম্বন্ধেও এইরূপ কথা বলিয়াছেন x কিন্তু ইংলণ্ড, ক্যানাডা, অষ্ট্রেলিয়া প্রভৃতি দেশে, যেখানে চাযেৎ জমির তুলনায় কৃষকের সংখ্যা অপেক্ষাকৃত কম, সেই সকল দেশে অধিকতর শক্তিসম্পন্ন যন্ত্রের ব্যবহা । নিতাস্ত আবশ্যক। এই সকল দেশে বৈদ্যুতিক শক্তির দ্বারা পরিচালিত অনেক প্রকারের যন্ত্র ব্যবহৃত হইতেছে । অবশ্য ইংলণ্ড প্রভৃতি শীতপ্রধান দেশে যে-সকল মোটরলাঙ্গল ব্যবহৃত হয়, তাহা ভারতবর্ষের মত গ্রীষ্মপ্রধান দেশের পক্ষে উপযোগী নহে, কারণ শীতপ্রধান দেশের মোটর-লাঙ্গণের এঞ্জিনের উত্তাপ গ্রীষ্মপ্রধান দেশে সহজে শীতল হইবে না তা ছাড়া আরও একটি ভাবিবার কথা আছে। এতে “ কৃষকদের ক্ষেত্রগুলির পরিমাণ সাধারণতঃ খুব কম এবং ই সকল ছোট ছোট ক্ষেত্রের পক্ষে মোটর-লাঙ্গল অদী:

  • international Congress for scientific Ma. 491 of. London, 1935, Agricultural Section Papors, p. 23 - "Unemployment would suffer an increaso if the us "

harvesting machinos became in re general In Hung " . the harvest is reaped by manual labour."