পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাশগঙ্গা বা ছায়াপথ ঐহুকুমাররঞ্জন দাশ, এফএ পিএইচ । রান্ত্রিকালে নির্শ্বেন্ধ গগনমণ্ডল, মিরীক্ষণ করিলেই দেখা ধায় যে, কোন সময়ে না কোন সময়ে শুভ্ৰ মেঘখণ্ডের স্কায় ধন্থকাকারবিশিষ্ট অসংখ্য নক্ষত্ররাজির সমষ্টি ২• অংশ প্রস্থ আলোকচ্ছায়ার মত আকাশপটে উদীয়মান রহিয়াছে। ইহাকেই wrototwi ol staton (The Milky Way) or এই ছায়াপথ সমগ্র আকাশ বেষ্টন করিয়া একটি প্রশস্ত ধূমকুণ্ডলীর ন্তায় বলয়াকারে দৃষ্ট হয়। এই ছায়াপথ সম্বন্ধে নানা দেশে নানা প্রকার অদ্ভুত কিংবদন্তী ও গল্প প্রচলিত আছে। কিন্তু জ্যোতিৰ্ব্বিং পণ্ডিতগণ বহু পরীক্ষা ও গবেষণার খরা আবিষ্কার করিয়াছেন যে, ছায়াপথ অসংখ্য তারকার সমষ্টি অতিশয় দুরন্ধবশতঃ উহাদিগকে পরস্পরবিচ্ছিন্ন জ্যোতিকণার স্থায় না দেখাইয় এক ধারাবাহিক অবিচ্ছিন্ন আলোকপথের স্কায় দেখা যায়। এই ছায়াপথ গগনমণ্ডলকে এমনভাবে বিভক্ত করিয়া রাখিয়াছে যে, ইহাকে ব্ৰহ্মাণ্ডের কটিবন্ধ বলিয়া নির্দেশ করা যাইতে পারে। দেখিঞ্জে পাওয়া যায়, যাহা সাধারণতঃ নীহারিকার স্তায় কোমল মেঘখণ্ডের মত আলোকরেখবং প্রতীয়মান হয়। কিন্তু বিশেষ তীয় দূরবীক্ষণ দ্বারা নিরীক্ষণ করিলে দেখিতে পাওয়া স্বায় যে, উহা বাস্তবিক বহু নক্ষত্রের সমষ্টি মাত্র ; যেন অনেকগুলি নক্ষত্র একটি সঙ্কীর্ণ স্থান অধিকার করিয়া রহিয়াছে এবং পরস্পরের অতি সন্নিকটে অবস্থিতি করিতেছে। ইহাদিগকে "নক্ষত্রস্তুপ" কহে। এইরূপ নক্ষত্রস্তুপের বিশেষ দৃষ্টান্ত কৃত্তিকানক্ষত্রপুঞ্জ (Pleiades) ; সাধারণ চক্ষুতে দেখিলে দেখা যায় যে, কৃত্তিকা নক্ষত্রপুঞ্জে ছয়টি নক্ষত্র পাশাপাশি অবস্থিত রহিয়াছে, কিন্তু একটি দূরবীক্ষণের সাহায্যে নিরীক্ষণ করিলে সহজেই বুঝিতে পারা যায় যে, . ঐ সংখ্যা পঞ্চাশেরও উপর। এই নক্ষত্রগুলি ধৰাৰ্থই পরম্পরের সন্নিকটে স্ববস্থিত, কিংবা ইহাদের দৃষ্টিরেখা প্রায় ७क शिक शंनिज एआद्र ऐशब्र। uऐक्रण निकषैषउँ शृंडेश, তাহা সকল সময়ে স্থির করা স্বসাধ্য নহে। ক্ষীণদৃষ্টিসম্পন্ন ব্যক্তিগণ আকাশে “সাতভাই” নামক নক্ষত্রমণ্ডলের দিকে দৃষ্টিপাত করিলে তাহাকে এইরূপ শুপাকার দেখিতে পাইবে; কিন্তু তীক্ষ্ণদৃষ্টিসম্পন্ন দর্শক অনায়াসে উহার নক্ষত্রগুলিকে পরস্পর হইতে বিচ্ছিন্ন দেখিতে সমর্থ হইবে। স্বতরাং ইহা হইতে প্রমাণিত হয় যে, অনেক স্থলেই নক্ষত্রস্তুপ কেবল আমাদের দৃষ্টিভ্রম ব্যতীত আর কিছুই নহে। কিন্তু সকল নক্ষত্রস্তুপ সম্বন্ধে এইরূপ ধারণ করা যুক্তিসঙ্গত হইবে ন, অথবা পরীক্ষার দ্বারা এইরূপ অনুমান সত্য বলিয়া প্রতিপন্ন হইবে না। আবার পরীক্ষার দ্বারা প্রমাণিত হইয়াছে যে, কোন কোন নক্ষত্রস্তুপ প্রকৃতই পরস্পরের সন্নিকট কতকগুলি নক্ষত্রের সমষ্টি । ছায়াপথ এইরূপ একটি বিশাল নক্ষত্রস্তুপ , ইহ সমগ্র আকাশের কটিবন্ধরূপে উহাকে বেষ্টন করিয়া আছে। প্রাচীন ভারতীয় জ্যোতিৰ্ব্বিগণ ইহাকে ধূম্ৰাকার দেখিয়া “ছায়াপথ" আখ্যা দিয়াছিলেন এবং কবিগণ ইহাকে আকাশগঙ্গা রূপে কল্পনা করিতেন। প্রাচীন গ্ৰীক ও রোমানগণ ইহার শ্বেতাভ দর্শন করিয়া এইরূপ অম্লমান করিয়াছিলেন যে, ইহা দুধের নদীরূপে স্বর্গে প্রধাবিত হইতেছে, এইরূপ কল্পনা হইতেই ইউরোপখণ্ডে এখন পৰ্যন্ত ইহার নাম “ছুঞ্জাবৰ্ত্ত” ( Milky Way ) বলিয়া প্রচলিত হইয়া জালিতেছে। কিন্তু ছায়াপথের প্রকৃত স্বরূপ প্রাচীন ঋষিগণ বা জ্যোতিষিগণ কেহই অবগত ছিলেন না। স্তর উইলিয়ম হর্শেল ও র্তাহার কৃতী পুত্র জন হুর্শেল বহু পৰ্য্যবেক্ষণের দ্বারা ছায়াপথের তথ্য নির্ধারিত করিয়া বিজ্ঞানজগতে সৰ্ব্বপ্রথম প্রচার করিয়াছিলেন। খ্ৰীষ্টীয় नचखभिरणंब्र हिडि ७ चक्रूण जरीटरुचच कब्रिटड लॉगिं८णन ! बहनि शब्रिब ७हे अ६८क्चरनंब्र क्रण डिनि नक्जदिदृशं★