পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেশ-বিদেশের কথা—বাংলা 位位ぶ) পূৰ্ব্বতন ছাত্রদের প্রতিসম্মেলনে রবীন্দ্রনাথ (গ্ৰীসত্যেন্ত্রনাথ বিশি কর্তৃক গৃহীত চিত্র) “খামলা” গৃহের সম্মুখে রবীন্দ্রনাথ (লীসত্যেন্ত্রনাথ বিশি কস্তৃক গৃহীত চিত্র) ৭ই পৌষের মেলার একটি দৃষ্ঠ স্বৰ্গীয় বিপিনবিহারী গুপ্তের চিত্র-প্রতিষ্ঠা গত ৭ই ডিসেম্বর শনিবার অপরাহ্লে কলিকাত প্রেসিডেন্সি কলেজে হাইকোর্টের মাননীয় বিচারপতি ডাঃ দ্বারকানাথ মিত্র মহাশয় স্বগীয় বিপিনবিহারী গুপ্ত মহাশয়ের তৈলচিত্রের আবরণ উন্মোচন করিয়াছেন। তৈলচিত্রটি মাননায় বিচারপতি সর মন্মথনাথ মুখোপাধ্যায়, মাননীয় বিচারপতি ডাঃ দ্বারকানাথ মিত্র, অবসরপ্রাপ্ত একাউন্টেন্ট-জেনারেল স্ত্রীউপেন্দ্রলাল মজুমদার, শ্ৰীমোহিনীকান্ত ঘটক ও শ্ৰীবতীশচন্দ্র মিত্র, অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ গুণমাদীস মুখোপাধ্যায় ও রায় বাহাদুর গোপালচন্দ্র গঙ্গোপাধ্যায়, অধ্যাপক শ্ৰীপ্রফুল্লচন্দ্র ঘোষ, অবসরপ্রাপ্ত র্যাকাউন্টস অফিসার শ্ৰীপ্রমপন্যপ মুখোপাধ্যায় ও ভ্রমণীন্দ্রকুমার মিত্র, জমীদার রমণীকান্ত রায় ও ডাঃ শ্ৰীঅন্নদাপ্রসন্ন ঘটক এই চিত্ৰখানি প্রেসিডেন্সি কলেজে উপহার দিয়াছেন । সভাপতি মহাশয় স্বগীয় বিপিনবিহারী গুপ্তের ছাত্রজীবনের ও কৰ্ম্মজীবনের সংক্ষিপ্ত ইতিহাস দিলে, অধ্যক্ষ প্রীগিরিশচন্দ্র বস্তু বাল্যবন্ধু হিসাবে, আচাৰ্য্য সৰ্ব প্রফুল্লচন্দ্র রায় সহকৰ্ম্মী হিসাবে, ব্যারিষ্টার মিঃ এস. এন. ব্যানার্জি ও খ্ৰীপ্রফুল্লচন্দ্র ঘোষ প্রাক্তন ছাত্র হিসাবে ও রায়বাহাদুর গোপালচন্দ্র গঙ্গোপাধ্যায় অধীনস্থ কর্মচারী হিসাবে